কলকাতা, 25 মে: বঙ্গোপসাগরে সৃষ্ট হওয়া নিম্নচাপ শক্তি বৃদ্ধি করে অতি গভীরে পরিণত হয়েছে ৷ এখনও তা ঘূর্ণিঝড়ে পরিণত হয়নি ৷ রবিবার মাঝরাতে প্রবল ঘূর্ণিঝড় 'রেমাল' বাংলাদেশের খেপুপাড়া এবং পশ্চিমবঙ্গের সাগরদ্বীপের মধ্যবর্তী অঞ্চলে আছড়ে পড়বে বলে জানিয়েছে হাওয়া অফিস। সেই সময় হাওয়ার গতিবেগ থাকবে ঘণ্টায় 110 থেকে 120 কিলোমিটার ৷ তা সর্বোচ্চ 135 কিলোমিটারও হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।
বঙ্গোপসাগরের ওপর ঘনীভূত হওয়া নিম্নচাপ ধীরে ধীরে গভীর নিম্নচাপে পরিণত হওয়ার পরে ঘূর্ণিঝড়ে পরিবর্তিত হবে। শনিবার সকালে আলিপুর আবহাওয়া দফতরের পর্যবেক্ষণে দেখা যাচ্ছে, পূর্ব-মধ্য বঙ্গোপসাগরে ঘনীভূত নিম্নচাপ গত ছয় ঘণ্টায় 15 কিলোমিটার বেগে অগ্রসর হচ্ছে। তা অতি গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। আজ ভোর সাড়ে পাঁচটা নাগাদ পূর্ব-মধ্য বঙ্গোপসাগরে অবস্থান ছিল। যা বাংলাদেশের দক্ষিণ খেপুপাড়া থেকে 490 কিলোমিটার, দক্ষিণ-দক্ষিণ-পূর্ব সাগরদ্বীপ থেকে 380 কিলোমিটার, দক্ষিণ-দক্ষিণ-পূর্ব ক্যানিং থেকে 530 কিলোমিটার দূরে অবস্থান করছে।
আরও পড়ুন:নিম্নচাপের জেরে ভারী বৃষ্টির সতর্কতা পূর্ব মেদিনীপুর-সহ দুই জেলায়, 'রেমাল' এখন কোথায়?