বুধবার দক্ষিণ ২৪ পরগনায় মমতা
বুধবার রেমাল বিধ্বস্ত দক্ষিণ 24 পরগনার বিস্তীর্ণ এলাকা পরিদর্শনে যাবেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূল সূত্রে তেমনটাই খবর। ইতিমধ্যেই মুখ্যমন্ত্রীর নির্দেশের রাজ্যের পরিবহন মন্ত্রী ওই জেলায় পৌঁছে গিয়েছেন। এবার নিজেই যাচ্ছেন মুখ্যমন্ত্রী। নবান্ন সূত্রে জানা গিয়েছে মঙ্গলবারই যেতে চেয়েছিলেন মমতা। তবে আবহাওয়া পরিস্থিতি নিয়ে খানিক সংশয়ে থাকায় মমতার সফর একদিন পিছিয়ে দেওয়া হয়েছে।