শিলিগুড়ি, 6 জানুয়ারি: রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে প্রদীপ ভট্টাচার্যের মন্তব্যকে ঘিরে শোরগোল পরে গিয়েছে রাজনৈতিকমহলে। আর সেই মন্তব্য আর পাল্টা মন্তব্যকে ঘিরে জোর বিতর্কে জড়িয়েছে রাজনৈতিক নেতারা। প্রদীপ ভট্টাচার্যের মন্তব্যকে তীব্র কটাক্ষ করেছেন প্রাক্তন কংগ্রেস নেতা বা বর্তমান বিজেপি নেতা কৌস্তভ বাগচীও। সোশাল মিডিয়ায় প্রদীপ ভট্টাচার্যর মন্তব্যকে হাতিয়ার করে কংগ্রেস শিবিরকে এক হাত নিয়েছেন কৌস্তভ বাগচী। আর সোমবার কৌস্তভ বাগচীর বিরুদ্ধে পালটা আক্রমণ শানালেন প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার।
প্রদেশ কংগ্রসের সভাপতির দায়িত্ব পাওয়ার পর এই প্রথম উত্তরবঙ্গ সফরে আসেন তিনি। রবিবার দার্জিলিংয়ে কর্মীসভা করেন শুভঙ্কর সরকার। এরপর সোমবার শিলিগুড়িতে কংগ্রেসের দলীয় কার্যালয় বিধান ভবনে কর্মীদের সঙ্গে সাংগঠনিক বৈঠকে বসেন তিনি। এরপর সাংবাদিক বৈঠকে তিনি বলেন, "এটা আমাদের দলের গণতন্ত্র। সবাই সব মন্তব্য করতে পারে। তবে এমন অনেক নেতা আছেন যারা সংবাদের শিরোনামে থাকতে এসব মন্তব্য করেন।"
এরপরই মালদার তৃণমূল কংগ্রেসের কাউন্সিলার বাবলা সরকারের প্রসঙ্গে রাজ্যের আইনশৃঙ্খলা নিয়েও প্রশ্ন তুলেছেন শুভঙ্কর সরকার। প্রদেশ কংগ্রেস সভাপতি বলেন, "আমরা আগে থেকেই একই কথা বলে আসছিলাম। যে রাজ্যে আইনশৃঙ্খলার অবনতি হয়, সেখানে অর্থনীতিতে প্রভাব পরে। নতুন কোনও বিনিয়োগ হয় না। আর তা হলে সরাসরি প্রভাব পরে স্বাস্থ্য ও শিক্ষা ক্ষেত্রেও ৷ কারা এই খুন করল, কেন করল সেটা পুলিশের দেখা উচিৎ। কিন্তু এসবের দায়িত্বে যে পুলিশ মন্ত্রী আছেন তাঁর আগে পদত্যাগ করা উচিৎ। প্রয়োজনে আয়নার দামনে দাঁড়িয়ে পদত্যাগ করুন মুখ্যমন্ত্রী।"