কলকাতা, 27 মে: অবশেষে ভোগান্তি থেকে মুক্তি ৷ প্রায় 5 ঘণ্টা পর স্বাভাবিক হল কলকাতার মেট্রো পরিষেবা ৷ পাম্প করে নামানো হয়েছে স্টেশনের জমা জল ৷ এরপর ফের পার্কস্ট্রিট থেকে এসপ্ল্যানেডের মধ্যে মেট্রো পরিষবা চালু হয়েছে ৷ স্টেশনে জল জমার বিষয়ে মেট্রোরেলের বিরুদ্ধে অভিযোগে সরব হন নাগরিকরা ৷ তবে গাফিতলির অভিযোগ উড়িয়ে দিয়েছে রেল ৷
জল জমা নিয়ে মেট্রো ও পৌরনিগমের মন্তব্য (ইটিভি ভারত) কলকাতা মেট্রোরেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র বলেছেন, "রেলের কোনও গাফিলতি নেই ৷ আমরাও ভুক্তোভোগী ৷ কলকাতা শহরজুড়ে জল জমে রয়েছে ৷ সেই জল বেরতে পারছে না ৷ তাই স্টেশনে জল চুইয়ে ঢুকে যাচ্ছে ৷ রাস্তা জলমগ্ন হওয়ায় স্টশনের মধ্যে জল প্রবেশ করছে ৷ আমরা নাগরিকদের বিপদের মুখে ফেলে দিতে পারি না ৷ তাই স্টেশনের জল পাম্প করে বের করে পরিষেবা স্বাভাবিক করেছি ৷"
আরও পড়ুন:ঘূর্ণিঝড়ের প্রভাবে জল থইথই মহানগর, বিভিন্ন জায়গায় গাছ উপড়ে বিপর্যস্ত জনজীবন
অন্যদিকে পালটা কলকাতা পৌরনিগমের নিকাশি বিভাগের মেয়র পারিষদ সদস্য তারক সিংয়ের দাবি, "পার্কস্ট্রিট এলাকার জল তিন জায়গা দিয়ে বের হয় । আমি নিজে গিয়ে ঘুরে দেখেছি সেই তিন পাম্পিং স্টেশন জল ঠিকঠাক বেরোচ্ছে । 144 মিলিমিটার বৃষ্টি হয়েছে শহর জুড়ে । জল নামতে একটু সময় দিতে হবে । মেট্রো যা দাবি করছে করুক, ওদের মুখ আছে । অতি শিক্ষিত লোকজন ।"
ঘূর্ণিঝড় রেমালের জেরে একটানা বৃষ্টি হয়ে চলেছে কলকাতায় ৷ জলমগ্ন শহরের একাধিক জায়গা । হাঁটু জল জমে যায় পার্ক স্ট্রিট ও এসপ্ল্যানেড মেট্রো স্টেশনেও । স্টেশনের জল গিয়ে প্রবেশ করে মেট্রো ট্র্যাকের উপরও ৷ এর ফলে বিঘ্নিত হয় মেট্রো পরিষেবা ৷
পার্কস্ট্রিট এবং এসপ্ল্যানেড স্টেশনগুলির মধ্যে ট্র্যাকগুলিতে জল জমে থাকার কারণে প্রায় 5 ঘণ্টা মেট্রো পরিষেবা বন্ধ ছিল সোমবার ৷ গিরিশ পার্ক থেকে ময়দান মেট্রো স্টেশনের মধ্যের পরিষেবা সাময়িকভাবে বন্ধ রাখা হয় মেট্রোর তরফে ৷ তবে ওই সময়ে দক্ষিণেশ্বর থেকে গিরিশ পার্ক, পাশাপাশি কবি সুভাষ থেকে ময়দান পর্যন্ত মেট্রো চলছিল ৷ পরবর্তী সময়ে ট্র্যাক থেকে জল সরিয়ে আবার পরিষেবা স্বাভাবিক করা হয় ।
সপ্তাহের প্রথম দিনেই মেট্রো পরিষেবা বিঘ্নিত হওয়ায় চরম ভোগান্তি পোহাতে হয় যাত্রীদেরও ৷ কারণ, লোকসভা নির্বাচনের জেরে এমনিতেই রাস্তায় বাসের পরিমাণ কম ৷ তার উপর গতকাল রাতে থেকে বৃষ্টির জেরে রাস্তায় বাস থেকে ট্যাক্সির তেমন দেখা নেই ৷ ট্রেন পরিষেবাও বন্ধ ছিল ৷ এর ফলে শহরতলির মানুষের ভরসা বলতে ছিল মেট্রো ৷ তবে এমন দুর্যোগের দিনে মেট্রো স্টেশনে জল জমার জেরে কয়েকঘণ্টা বন্ধ থাকে পরিষেবা ৷ ফলে তীব্র সমস্যায় পড়তে হয় নিত্যযাত্রীদের ৷ মেট্রোর রক্ষণাবেক্ষণ নিয়েও প্রশ্ন ওঠে ৷ কর্তৃপক্ষের তরফে গাফিলতি রয়েছে বলে অভিযোগ তোলেন অনেকেই ৷
আরও পড়ুন:রেমাল মোকাবিলায় 8 সদস্যের চিকিৎসক টাস্কফোর্স গঠন, সরজমিনে তদারকি রাজ্যপালের