হুগলি, 9 নভেম্বর: সম্প্রতি 'দানা' ঘূর্ণিঝড়ে ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে রাজ্যজুড়ে ৷ পাশাপাশি অতিবৃষ্টি বা বন্যা তো রয়েছে ৷ প্রাকৃতিক দুর্যোগের কারণে ফসলে যে ক্ষতি হয়, সেই বিমার টাকা দেওয়ার তোড়জোড় শুরু হয়েছে জোরকদমে ৷ শুক্রবার হুগলিতে কৃষি দফতরের উদ্যোগে রিভিউ মিটিং হয় জেলা পরিষদে। উপস্থিত ছিলেন কৃষিমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় ৷
চলতি বছরে হুগলিতে দুর্যোগের কারণে প্রায় দু'লক্ষ কৃষক ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গিয়েছে ৷ কৃষকরা যাতে শস্য বিমার সমস্ত সুবিধা পায়, তার জন্য তৎপর সরকার ৷ কৃষিমন্ত্রী এদিন বলেন, "2019 সাল থেকে শস্যবিমা হচ্ছে ৷ এই প্রথম এমন মিটিং করা হল ৷ এবছর তিন বার আমাদের প্রাকৃতিক দুর্যোগের মধ্যে পড়তে হয়েছে ৷ প্রথমে অতিবৃষ্টি, তারপর জল ছাড়া, তারপর 'দানা' ঘূর্ণিঝড়। যার জেরে কৃষকরা ক্ষতিগ্রস্ত হয়েছেন। মুখ্যমন্ত্রী চেয়েছেন, যাঁরা কৃষিকাজ করেন তাঁরা যেন বিমার টাকা পান। তাই আমাদের নির্দেশ দিয়েছেন। একমাত্র এই রাজ্যেই বিমার জন্য কোনও টাকা নেওয়া হয় না। সবটাই সরকার দেয়। এমনকি ভাগচাষি যাঁরা তাদেরও বিমার টাকা দেওয়া হয়।"