পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

কণিষ্ক পুজো দিতেন, দেড় হাজার বছরের পুরনো সেই বর্ধমানেশ্বরে শিবরাত্রিতে ভক্তের ঢল - MAHASHIVRATRI 2025

প্রায় দেড় হাজার বছরের পুরনো বর্ধমানেশ্বরে জল ঢালতে শিবরাত্রিতে উপচে পড়া ভিড় ৷ ইতিহাসবিদদের মতে, সম্রাট কণিষ্ক এই শিবলিঙ্গের পুজো করতেন ৷

ETV BHARAT
শিবরাত্রিতে ভক্তের ঢল বর্ধমানেশ্বরে (নিজস্ব চিত্র)

By ETV Bharat Bangla Team

Published : Feb 26, 2025, 7:24 PM IST

বর্ধমান, 26 ফেব্রুয়ারি: রাঢ়বঙ্গের পাশাপাশি রাজ্যের অন্যতম বড় শিবলিঙ্গ বাবা বর্ধমানেশ্বর । বর্ধমান শহরের আলমগঞ্জে অবস্থিত এই শিব মন্দির মোটা শিব নামেই সকলের কাছে পরিচিত । ইতিহাসবিদেরা বলছেন, শিবলিঙ্গের সঙ্গে থাকা শিলালিপি প্রমাণ করে যে, প্রায় দেড় হাজার বছরেরও বেশি পুরনো এই শিবলিঙ্গ । সম্রাট কণিষ্ক নাকি এই শিবলিঙ্গের পুজো করতেন । সেই প্রাচীন শিব মন্দিরে শিবরাত্রিতে নামল ভক্তদের ঢল ৷

শুধু বর্ধমান জেলা নয়, রাঢ়বঙ্গের অন্যতম প্রাচীন শিবলিঙ্গ বর্ধমানেশ্বর । 1972 সালে একটা পরিবার সেখানে বাড়ি নির্মাণের জন্য মাটি খোঁড়ার কাজ শুরু করে । মাটি খুঁড়তে গিয়ে হঠাৎ গাঁইতির কোপ পড়ে একটা পাথরের উপরে । সেই আওয়াজ শুনে কর্মরত শ্রমিকেরা চমকে ওঠেন । তারপর সযত্নে মাটি খুঁড়তে থাকেন তাঁরা । বেশ কিছুটা মাটি খোঁড়ার পরে দেখা যায়, মাটির ভিতরে একটা বিশাল শিবলিঙ্গ । সেই শিবলিঙ্গ বের করার পরে দেখা যায়, তার উচ্চতা প্রায় ছয় ফুট, এমনকি এর ব্যাসও ছয় ফুটের কাছাকাছি । আর গৌরীপট্ট অর্থাৎ শিবলিঙ্গের নিম্নস্থ পিঠের পরিধি প্রায় 18 ফুট ।

দেড় হাজার বছরের পুরনো বর্ধমানেশ্বরে শিবরাত্রিতে মানুষের ঢল (নিজস্ব ভিডিয়ো)

প্রায় 13 টন ওজন বিশিষ্ট শিবলিঙ্গকে ক্রেনের সাহায্যে তোলা হয় । শিবলিঙ্গ তোলার পরে পাশেই তাকে স্থাপন করা হয়, সেখানেই আটচালার মন্দির গড়ে তোলা হয়েছে । মন্দির লাগোয়া আছে বাঁধানো একটা পুকুরঘাট । ওই পুকুর দুধ পুকুর নামে পরিচিত । ওই শিবলিঙ্গের তলার দিকে একটা খোদাই করা শিলালিপি দেখা যায় । সেই সময় ইতিহাসবিদেরা সেই শিলালিপির কিছু অংশ পড়তে সক্ষম হয়েছিলেন । সেখান থেকে জানা যায়, এই শিবলিঙ্গ সম্রাট কণিষ্কের আমলের । সম্রাট কণিষ্কও নাকি এই শিবলিঙ্গের পুজো করতেন ।

বর্ধমানেশ্বরে শিবরাত্রিতে মানুষের ঢল (নিজস্ব চিত্র)

বর্ধমানেশ্বর শিব মন্দিরের পুরোহিত অমল গঙ্গোপাধ্যায় বলেন, "এখানে বাড়ি নির্মাণের জন্য খনন কাজ করার সময় বাবা বর্ধমানেশ্বরকে মাটির তলা থেকে পাওয়া যায় । এত বড় শিবলিঙ্গ দেশের কোথাও আছে বলে জানা নেই । বাবার আবির্ভাব দিবস ও শিবরাত্রির সময় এখানে মহা ধুমধাম করে সাংস্কৃতিক অনুষ্ঠান হয়, পাঁচ দিন ধরে মেলা বসে । শিবরাত্রিতে চারপ্রহর ধরে চলে পুজোয় জল ঢালা পর্ব ।

রাঢ়বঙ্গের পাশাপাশি রাজ্যের অন্যতম বড় শিবলিঙ্গ বাবা বর্ধমানেশ্বর (নিজস্ব চিত্র)

স্থানীয় বাসিন্দা মণিকাঞ্চন দে বলেন, "শিবরাত্রি ও বাবার আবির্ভাব মাস শ্রাবণে এখানে মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয় । ফলে যাঁরা সারারাত ধরে চার প্রহরে জল ঢালেন তাঁদের কোনও অসুবিধা হয় না।"

প্রায় দেড় হাজার বছরের পুরনো বর্ধমানেশ্বরের মন্দির (নিজস্ব চিত্র)

ইতিহাস গবেষক ড. সর্বজিৎ যশ বলেন, "শুধু রাঢ়বঙ্গের নয়, ভারতের অন্যতম বৃহৎ শিবলিঙ্গ এই বর্ধমানেশ্বর । কেউ কেউ গবেষণা করে জানতে পেরেছেন সম্রাট কণিষ্ক নাকি এই শিবলিঙ্গের পুজো করতেন । প্রায় 13 টন ওজনের এই শিবলিঙ্গকে ক্রেনে করে তোলা হয় । শোনা যায়, বন্যার জলে ভেসে আসে । তবে এত ভারী শিবলিঙ্গ কীভাবে জলে ভাসবে তা নিয়ে বিতর্ক রয়েছে । তবে এর থেকে বেশি উচ্চতার লিঙ্গ থাকলেও এত বড় গৌরীপট্ট আর কোথাও দেখা যায় না ।"

ABOUT THE AUTHOR

...view details