পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

গার্ডেনরিচে ভুয়ো কল সেন্টার খুলে প্রতারণা, উদ্ধার টাকার পাহাড় - FAKE CALL CENTRE

অভিযোগ, কলকাতায় বসে বিদেশে প্রতারণা চক্র চালাচ্ছিলেন ধৃতরা ৷ ভুয়ো কল সেন্টার থেকে কোটি টাকা-সহ বহু সিম কার্ড ও ল্যাপটক বাজেয়াপ্ত করল পুলিশ ৷

Fake call centre
ভুয়ো কল সেন্টার খুলে প্রতারণায় চারজন গ্রেফতার গার্ডেনরিচে (ফাইল চিত্র)

By ETV Bharat Bangla Team

Published : Feb 26, 2025, 4:22 PM IST

কলকাতা, 26 ফেব্রুয়ারি: শহরে ফের উদ্ধার টাকার পাহাড় । ভুয়ো কল সেন্টারের আড়ালে চলছিল প্রতারণা চক্র ৷ গার্ডেনরিচ থানা এলাকায় অভিযান চালিয়ে বুুধবার চারজনকে গ্রেফতার করেছে পুলিশ ৷

অভিযোগ, কলকাতা এবং শহরতলির আশপাশে বাড়ি ভাড়া নিয়ে চালানো হচ্ছিল বেআইনি বা ভুয়ো কল সেন্টার । সেখান থেকে বসেই বিদেশিদের ঠকিয়ে দিনের পর দিন এই প্রতারণা চক্র চালাচ্ছিলেন ধৃতরা । ধৃতদের নাম খালিদ ইউসুফ খান, জাস্টিন পাল, মুর্শিল খান এবং মহম্মদ শাহরুখ । ধৃতদের কাছ থেকে উদ্ধার হয়েছে এক কোটি 18 লক্ষ নগদ টাকা । সঙ্গে পুলিশ তাঁদের কাছ থেকে বাজেয়াপ্ত করেছে প্রচুর পরিমাণে সিম কার্ড, একাধিক ল্যাপটপ, প্রচুর মোবাইল ফোন সহ-একাধিক ইলেকট্রনিক্স অ্যাক্সেসরিজ ।

ধৃত যুবক মুর্শিল খান (ছবি সূত্র- কলকাতা পুলিশ)

এই ঘটনা নিয়ে কলকাতা পুলিশের গোয়েন্দা প্রধান রূপেশ কুমার বলেন, "আজ সকালে কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগ গার্ডেনরিচ থানা এলাকার হোয়াইট হাউস বিল্ডিংয়ের আয়রন গেটের পাশে গোপন অভিযান চালায় । সেখান থেকে চারজনকে গ্রেফতার করা হয় । পাশাপাশি তাদের থেকে উদ্ধার হয়েছে এক কোটি 18 লক্ষ নগদ টাকা । তাদের আজ আলিপুর আদালতে পেশ করা হবে ৷"

ধৃত যুবক জাস্টিন পাল (ছবি সূত্র- কলকাতা পুলিশ)

লালবাজার সূত্রে খবর, চারজনকে গ্রেফতার করা হলেও ধৃতদের সঙ্গে একাধিক বিদেশিদের যোগ রয়েছে । কারণ তাঁদের মোবাইল ফোন থেকে এবং হোয়াটসঅ্যাপ চ্যাট থেকে একাধিক বিদেশি ব্যক্তির নাম পাওয়া গিয়েছে । তবে তাঁরা কারা এবং কী তাঁদের পরিচয়, সেই বিষয়গুলি এখনও সামনে আনছেন না তদন্তকারীরা । মূলত এই বেআইনি কলসেন্টারগুলি অপারেট করা হয় বিদেশ থেকে । অভিযুক্ত চারজনকে বুধবার পুলিশ নিজেদের হেফাজতে নিয়ে জেরা করতে চাইছে ৷ এর থেকেই এই ঘটনায় আর কারা কারা যুক্ত সেই বিষয়গুলি তদন্তকারীদের কাছে পরিষ্কার হবে ।

ধৃত যুবক খালিদ ইউসুফ খান (ছবি সূত্র- কলকাতা পুলিশ)

পাশাপাশি কলকাতার গার্ডেনরিচ ছাড়াও উত্তর 24 পরগনার বারাসত, বাগুইআটি-সহ একাধিক এলাকায় তদন্ত চালিয়ে চলতি মাসেই বেশ কয়েকজনকে গ্রেফতার করেছেন কলকাতা পুলিশের সাইবার ক্রাইম বিভাগের গোয়েন্দারা । গার্ডেনরিচ থেকে এই চার যুবক মূলত কলকাতায় বসে বিদেশিদের ফোন নম্বর জোগাড় করে তাঁদেরকে ফোন করতেন বলে অভিযোগ । পুলিশের দাবি, সফটওয়্যার সার্ভিস দেওয়ার নাম করে তাঁদের ব্যাংক অ্যাকাউন্টের যাবতীয় খুঁটিনাটি তথ্য জেনে নিতেন ৷ তারপর তাঁদের অ্যাকাউন্ট সাফ করে দিতেন । গোপন সূত্রে খবর পেয়ে এই চারজনকে গ্রেফতার করেছে কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগ ।

ধৃত যুবক মহম্মদ শাহরুখ (ছবি সূত্র- কলকাতা পুলিশ)

সম্প্রতি মনোজ ভার্মা কলকাতা পুলিশের নগরপালের দায়িত্বে আসার পর নিজের বাহিনীকে নিয়ে পৃথকভাবে বৈঠক করেন । সেখানে বিভিন্ন অপরাধের মধ্যে শীর্ষ তালিকায় তিনি রেখেছিলেন সাইবার অপরাধকে । সাইবার অপরাধ এবং সাইবার অপরাধীদের হাত থেকে কীভাবে সাধারণ মানুষকে সচেতন করা যায়, সেই বিষয়ে আরও জোর দিতে বলেছিলেন সিপি ।

ধৃতদের কাছে থেকে বাজেয়াপ্ত সিম কার্ড (ছবি সূত্র- কলকাতা পুলিশ)

ABOUT THE AUTHOR

...view details