ধূপগুড়ি, 19 এপ্রিল: ভোটের দিন প্রাণ হারালেন এক সিপিএম কর্মী। ধূপগুড়ি ব্লকের বিনয় শা মোড় এলাকায় ১২৪ নম্বর বুথের বাইরে সিপিএমের অস্থায়ী ক্যাম্পে বসে ছিলেন প্রদীপ দাস(৫৮)। সকালে আচমকাই অসুস্থ হয়ে পড়েন তিনি । স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। কীভাবে এই মৃত্যু ঘটল তা এখনও পুরোপুরি স্পষ্ট নয়।
সিপিএম সূত্রে খবর, দলের একনিষ্ঠ কর্মী ছিলেন প্রদীপ দাস । তাঁর মৃত্যুতে দলীয় সতীর্থদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। পরিবার সূত্রে জানা গিয়েছে, তাঁর দুই কন্যা এবং এক পুত্র আছেন । মেয়েদের বিয়ে হয়ে গিয়েছে। প্রদীপ পেশায় ছিলেন সবজি বিক্রেতা ।
সিপিএমের স্থানীয় এরিয়া কমিটির সম্পাদক জয়ন্ত রায় জানিয়েছেন, গত কয়েকদিন ধরে ভোট নিয়ে উৎসাহিত ছিলেন প্রদীপ । প্রচার পর্বের শুরু থেকেই ছিলেন সক্রিয় । বাড়ি বাড়ি গিয়ে প্রচার থেকে শুরু করে মিছিলে হেঁটেছেন। দীর্ঘদিন ধরেই সিপিএমের সঙ্গে জড়িত ছিলেন তিনি ।
এদিন ভোট শুরু হতেই প্রদীপ চলে আসেন ক্যাম্প অফিসে । নিজের হাতে ফেস্টুনও লাগান । এরপর অস্থায়ী ক্যাম্পেই বসে ছিলেন। নেতা-কর্মীদের সঙ্গে ভোট নিয়ে আলোচনাও করছিলেন । ভোট দিতে যাওয়ার সময় ভোটারদের সঙ্গে সৌজন্য সাক্ষাতও সারেন তিনি। তখনও আশপাশের কেউ বুঝতে পারেননি অল্প সময় পরেই কী ভয়াবহ ঘটনার সাক্ষী থাকতে হবে তাঁদের ।
জানা গিয়েছে, আচমকাই প্রদীপের শরীর খারাপ হতে শুরু করে। দেরি না করে দলীয় সতীর্থরা তাঁকে ধূপগুড়ি মহকুমা হাসপাতালে নিয়ে যান । সেখানে তাঁকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা । দীর্ঘদিন ধরেই দল করেছেন প্রদীপ । সতীর্থরা তাঁর প্রয়াণে গভীরভাবে শোকাহত । এই ঘটনা বাদ দিলে জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রের ভোট ছিল শান্তিপূর্ণই । এই লোকসভা কেন্দ্রে নির্বিঘ্নেই ভোট করিয়েছে নির্বাচন কমিশন ।
আরও পড়ুন:
- দিনভর 556টি অভিযোগ ! তিন কেন্দ্রে ভোট ‘শান্তিপূর্ণ’, জানাল কমিশন
- ভোট প্রক্রিয়া মিটতেই উত্তরের তিন কেন্দ্রে আগাম বিজয় মিছিল তৃণমূলের
- কুণাল অস্ত্রেই সুদীপকে মাত, অভিনব প্রচার বাম-কংগ্রেসের