কলকাতা, 10 এপ্রিল: নিজস্বী বা সেলফি তুলতে কে না ভালোবাসেন ? সেই 'সেলফি'কেই ভোট প্রচারের হাতিয়ার করল বঙ্গ সিপিএম। পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির সম্পাদক তথা মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রের কংগ্রেস সমর্থিত বামফ্রন্ট প্রার্থী মহঃ সেলিম নিজের ভোট প্রচারে সেলফিকে হাতিয়ার করলেন। সাধারণ ভোটারদের কাছে তাঁর আর্জি, "সেলফি তুলে রাজ্যজুড়ে লক্ষ লক্ষ মানুষের কাছে পৌঁছে যান।"
বিষয়টা ঠিক কী ?
ভোট প্রচারের সময় মহঃ সেলিমের সঙ্গে কিংবা তাঁর নামে লেখা ব্যানার ফেস্টুন হেডিংয়ের সামনে হাসি মুখে সেলফি তুলতে হবে। সেই সেলফি পাঠাতে হবে সিপিএম ডিজিটাল কিংবা মহঃ সেলিমের সোশাল মিডিয়া পেজে। সিপিএম সূত্রে খবর, "হ্যাশট্যাগ সেলিম সেলফি (#salimselfie) দিয়ে মহম্মদ সেলিমের সঙ্গে নিজের ছবি পোস্ট করুন। জুড়ে যান ক্যাম্পেনের সঙ্গে ৷ " এরপরেই লেখা ভোট দিন বামদলকে ৷
ফেসবুকেও এ বিষয়ে প্রচার চালানো হচ্ছে। সেখানে লেখা হয়েছে, "মহম্মদ সেলিম আপনার পাড়ায় বা গ্রামে প্রচারে এসেছেন? চটপট আপনার মোবাইল বের করে তাঁর সঙ্গে হাসিমুখে একটা সেলফি তুলে নিন। মহম্মদ সেলিমের প্রচারে কোনও দেওয়াল লিখন, ফ্লেক্স, ব্যানার, বা পোস্টার পছন্দ হয়েছে? সেটার সঙ্গে সেলফি তুলে নিন। সেগুলো ফেসবুকে পোস্ট করুন বা রিলস বানান হ্যাশট্যাগ সেলিম সেলফি ব্যবহার করে। আমরা আমাদের পেজে মহম্মদ সেলিমের সঙ্গে আপনার ছবি পোস্ট করে সারা মুর্শিদাবাদ এবং সারা রাজ্যজুড়ে লক্ষ লক্ষ মানুষের কাছে পৌঁছে দেব। মহম্মদ সেলিমের সঙ্গে আপনার সেলফি পোস্ট করুন, আর ক্যাম্পেনের সঙ্গে জুড়ে যান।"