পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

সাসপেন্ড করলে দল ঠিকই করেছে ! শ্লীলতাহানির অভিযোগে সাফাই তন্ময়ের - TANMOY BHATTACHARYA

সাক্ষাৎকার নেওয়ার সময় কোলে বসে পড়েন সিপিএম নেতা তন্ময় ভট্টাচার্য ৷ তরুণী সাংবাদিকের এমন ভয়াবহ অভিযোগের পরই প্রাক্তন বিধায়ককে সাসপেন্ড করল দল ৷

CPIM Suspend Tanmoy Bhattacharya
সিপিএম নেতা তন্ময় ভট্টাচার্য (ইটিভি ভারত)

By ETV Bharat Bangla Team

Published : Oct 27, 2024, 8:04 PM IST

Updated : Oct 27, 2024, 10:00 PM IST

দমদম, 27 অক্টোবর:আরজি কর কাণ্ডের আবহে এবার মহিলা সাংবাদিকের শ্লীলতাহানির অভিযোগ উঠল সিপিএম নেতা তন্ময় ভট্টাচার্যের বিরুদ্ধে । ডিজিটাল মাধ্যমের ওই সাংবাদিকের অভিযোগ, ঘটনাটি ঘটেছে সিপিএম নেতার সাক্ষাৎকার নেওয়ার সময়। অভিযোগ পাওয়ার পরেই দলের প্রাক্তন বিধায়ককে সাসপেন্ড করেছে সিপিএম ৷ এ বিষয়ে ইটিভি ভারত’কে তিনি জানান, ‘‘এই কাজে দল সাসপেন্ড করলে ঠিকই করেছে ৷ কিন্তু আমি এ জাতীয় কাজ করিনি ৷’’

গোটা ঘটনাটি রবিবার সমাজমাধ‍্যমে লাইভ করে তুলে ধরেন নিগৃহীতা তরুণী । সেই সঙ্গে সিপিএমের প্রাক্তন বিধায়ক তন্ময় ভট্টাচার্যের বিরুদ্ধে একরাশ ক্ষোভও উগরে দিয়েছেন তিনি । সেখানেই তিনি অভিযোগ করেন, এটাই প্রথম নয় ৷ এর আগেও তন্ময় ভট্টাচার্যের আচরণ তাঁকে বিব্রত করেছে ৷

তরুণী সাংবাদিকের অভিযোগের পরই প্রাক্তন বিধায়ককে সাসপেন্ড করল দল (ইটিভি ভারত)

তরুণীর ভিডিয়োটি এক্স হ‍্যান্ডেলে শেয়ার করে সিপিএম’কে বিঁধেছেন তৃণমূলের রাজ‍্য মুখপাত্র কুণাল ঘোষ । তিনি ঘটনার তদন্তের দাবি জানিয়ে অভিযোগ সত্যি হলে সিপিএম নেতাকে পুলিশের গ্রেফতার করা উচিত বলে পোস্ট করেছেন। সিপিএমকে আক্রমণ করেছেন তৃণমূলের তরুণ নেতা দেবাংশু ভট্টাচার্যও।

এবিষয়ে ইটিভি ভারতের পক্ষ থেকে তন্ময় ভট্টাচার্যের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘‘ওই মহিলা সাংবাদিকদের অভিযোগ শুনে আমি স্তম্ভিত । কল্পনাও করতে পারিনি যে এই ধরনের অভিযোগ আনা হবে আমার বিরুদ্ধে। সবচেয়ে আশ্চর্যের বিষয়, আমার বিরুদ্ধে কোনও অভিযোগ থাকলে বরানগর থানায় যেতে পারত । কিন্তু তা না-করে সে ফেসবুক লাইভ করে গোটা ঘটনাটি সামনে আনল। এটাই অদ্ভুত লেগেছে আমার ।’’

দলের প্রাক্তন বিধায়ককে সাসপেন্ড করেছে সিপিএম (ইটিভি ভারত)

পাশপাশি তিনি জানান, এমন অভিযোগ ওঠার পর তাঁকে সাসপেন্ড করে দল ঠিকিই করেছে । এমন অভিযোগ প্রমাণিত হলে ব্যবস্থা নেওয়া উচিত। তবে তিনি জানান, এক্ষেত্রে তাঁর কোনও দোষ নেই । যদিও তন্ময় ভট্টাচার্যের পাশে দাঁড়াননি পার্টির রাজ্য নেতৃত্ব । তাঁর আচরণের কড়া নিন্দা করে দল থেকে তাঁকে সাসপেন্ড করার ঘোষণা করেছেন রাজ‍্য সম্পাদক মহম্মদ সেলিম ।

সিপিএম রাজ্য সম্পাদক বলেন, ‘‘তন্ময় ভট্টাচার্যর বিষয়ে অভিযোগ এসেছে ৷ আপাতত তাঁকে নিলম্বিত করছে দল ৷ শৃঙ্খলারক্ষা কমিটি গোটা বিষয়টি দেখছে ৷ পার্টির নিয়ম-নীতি মেনে যাবতীয় সিদ্ধান্ত নেওয়া হবে ৷’’ অন্যদিকে, তন্ময় ভট্টাচার্যের বিরুদ্ধে বরানগর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ওই সাংবাদিক ৷

আরও পড়ুন:

Last Updated : Oct 27, 2024, 10:00 PM IST

ABOUT THE AUTHOR

...view details