পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

লোকসভায় নামল গ্রাফ, তিনে শেষ করলেন সিপিএমের সায়রা শাহ হালিম - Ballygunge Assembly in Lok Sabha - BALLYGUNGE ASSEMBLY IN LOK SABHA

CPI(M) Result in Ballygunge Assembly: কলকাতা দক্ষিণ লোকসভা কেন্দ্রের পরাজিত বাম প্রার্থী সায়রা শাহ হালিম মাত্র 13.55 শতাংশ ভোট পেয়েছেন ৷ তিনি এর আগে বালিগঞ্জ বিধানসভা উপনির্বাচনে 30 শতাংশের কিছু বেশি ভোট পেয়ে দ্বিতীয় স্থানে ছিলেন ৷

Saira Shah Halim
বাম প্রার্থী সায়রা শাহ হালিমের হয়ে প্রচারে মহম্মদ সেলিম (ছবি সৌজন্য: বঙ্গ সিপিআইএমের এক্স হ্যান্ডেল)

By ETV Bharat Bangla Team

Published : Jun 10, 2024, 7:02 PM IST

কলকাতা, 10 জুন: বিধানসভা উপনির্বাচনে সিপিআই(এম) কিছুটা আশার আলো দেখতে পেয়েছিলেন ৷ এদিকে দু'বছর পর ওই বিধানসভার লোকসভা কেন্দ্রে তৃতীয় স্থানে নেমে গেল বামেরা ৷ 2022 বালিগঞ্জ বিধানসভা আসনে উপনির্বাচন হয় ৷ সেবার দ্বিতীয় স্থানে ছিলেন বাম প্রার্থী সায়রা শাহ হালিম ৷ তিনিই এবার কলকাতা দক্ষিণ থেকে বাম প্রার্থী হয়েছিলেন ৷ কিন্তু প্রায় সাড়ে 4 লক্ষ ভোটে পরাজিত হয়েছেন তিনি ৷ পাশাপাশি কেন্দ্রে সায়রা রয়েছেন তৃতীয় স্থানে ৷ গত উপনির্বাচনে প্রাপ্ত ভোট তো লোকসভায় পাননি, এমনকী হিসেব বলছে কংগ্রেসের ভোটও এবার জোটেনি সিপিআই(এম)-এর কপালে ৷

রাজ্যের মন্ত্রী ও বালিগঞ্জ বিধানসভা কেন্দ্রের তৃণমূল বিধায়ক সুব্রত মুখোপাধ্যায়ের প্রয়াণের পর 2022 সালের এপ্রিল ওই আসনে উপনির্বাচন হয় ৷ সেবার তৃণমূল প্রার্থী বাবুল সুপ্রিয় মোট 51 হাজার 199 ভোট পেয়েছিলেন ৷ প্রাপ্ত ভোটের হার ছিল 49.69 শতাংশ ৷ সিপিএমের ঝুলিতে ছিল 30 হাজার 971 টি এবং প্রাপ্ত ভোটের হার 30.06 শতাংশ ৷ এই উপনির্বাচনে কংগ্রেস ও সিপিএম আলাদাভাবে লড়েছিল ৷ কংগ্রেসের ঝুলিতে পড়েছিল 5.06 শতাংশ এবং 5 হাজার 218 টি ভোট ৷ সেবার বিজেপির প্রাপ্ত ভোট ছিল 13 হাজার 220 এবং 12.83 শতাংশ ৷ জয়ী তৃণমূল প্রার্থী বাবুল সুপ্রিয়র সঙ্গে দ্বিতীয় স্থানে থাকা সিপিআই(এম)-এর সায়রা শাহ হালিমের ভোটের ব্যবধান ছিল 20 হাজার 228 ৷

লোকসভা নির্বাচনে বালিগঞ্জ বিধানসভার ফলাফল (ইটিভি ভারত)

মাত্র দু'বছরের ব্যবধানে লোকসভার ফলাফলে সেই সমীকরণ সব ওলটপালট হয়ে গেল ৷ এবার তৃণমূল প্রার্থী মালা রায় বালিগঞ্জ বিধানসভা থেকে ভোট পেয়েছেন 95 হাজার 830 টি ৷ বিজেপি পেয়েছে 39 হাজার 717 টি ভোট ৷ আর সেখানে কংগ্রেস-সিপিএম জোট প্রার্থীর প্রাপ্ত ভোট 19 হাজার 239 ৷ ফের দ্বিতীয় থেকে তৃতীয় স্থানে নামল সিপিআই(এম) ৷ যেটুকু আশার আলো দেখা গিয়েছিল, এবারের নির্বাচনে তা একেবারে নিভে গেল ৷ এদিকে উপনির্বাচনে সিপিএম ও কংগ্রেস আলাদা লড়াই করেছিল ৷ কংগ্রেস পেয়েছিল 5 হাজার 218 ভোট ৷ বাম-কংগ্রেসের ভোট একত্র করলে হয় 36 হাজার 189 ভোট ৷ তবে এবার লোকসভা নির্বাচনে ওই বিধানসভা থেকে বাম-কংগ্রেস জোট পেয়েছে 19 হাজার 239 টি ভোট ৷ গতবারের তুলনায় 16 হাজার 950 টি ভোট কম ৷

2022 সালের বালিগঞ্জ উপনির্বাচনে রাজনৈতিক দলগুলির ফলাফল (ইটিভি ভারত)

ফলাফল বিচারে সেখানে সিপিএম নিজেদের ভোট যেমন পায়নি, তেমনই কংগ্রেসের ভোটও হাতছাড়া হয়েছে ৷ লোকসভা নির্বাচনে সায়রা প্রার্থী হওয়ার পর থেকে দক্ষিণ কলকাতার কংগ্রেস নেতৃত্ব বিদ্রোহ করেছিল ৷ প্রার্থীর পক্ষে প্রচারে নামেনি তারা ৷ লোকসভা ভোটের একেবারে শেষ লগ্নে এক হয় দুই পক্ষ ৷ তবে ফলাফল বলছে কংগ্রেসের ভোট পায়নি বাম প্রার্থী সায়রা শাহ হালিম ৷ পাশাপাশি নিজের ভোটও অর্ধেক খুইয়েছেন তিনি ৷

তবে সিপিএমের সেই খোয়ানো ভোট পেয়ে বিজেপি এই কেন্দ্রে তাদের ভোট বৃদ্ধি করেছে ৷ উপনির্বাচনে বিজেপির ভোট ছিল 13 হাজার 220 ভোট ৷ এবার গেরুয়া শিবির পেয়েছে 39 হাজার 717 ভোট ৷ আর খুব স্বাভাবিক ভাবে প্রাপ্ত ভোট ও ব্যবধান দুই-ই বাড়িয়েছে তৃণমূল ৷ উপনির্বাচন যেখানে তৃণমূল কংগ্রেস পেয়েছিল 51 হাজার 199টি ভোট ৷ এবার লোকসভায় বালিগঞ্জ বিধানসভায় ভোট পেয়েছে 95 হাজার 830 ভোট ৷ উপনির্বাচনে জয়ের ব্যবধান ছিল 20 হাজার 228 ভোট ৷ এইবার ব্যবধান বেড়ে দাঁড়িয়েছে 56 হাজার 113 ৷

ABOUT THE AUTHOR

...view details