কলকাতা, 5 অগস্ট: ভারতে কমিউনিস্ট পার্টি গড়ে তোলার জন্য যে সমস্ত ব্যক্তিরা উদ্যোগ নিয়েছিলেন, তাঁদের মধ্যে অন্যতম ছিলেন মুজাফ্ফর আহমেদ ওরফে 'কাকাবাবু' ৷ আজ তাঁর 136 তম জন্মদিন ৷ এই দিনটিকে স্মরণ রেখে আজ সকাল থেকেই সিপিআইএম পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির তরফে নানান রকম কর্মসূচি গ্রহণ করা হয়েছে ৷ একইসঙ্গে বঙ্গ সিপিএমের যে করুণ দশা, তা কাটিয়ে উঠতে কাকাবাবুর জীবনের সংগ্রামকে অনুসরণ করে চ্যালেঞ্জের মোকাবিলা করার কথা বললেন সিপিএম রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম, বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসুরা ৷ আজ ‘এক বিপ্লবী কমিউনিস্ট’ নামে মুজফফ্র আহমদকে নিয়ে ই-বই প্রকাশ করা হয়েছে ৷
মুজাফ্ফর আহমেদের আত্মজীবনী ৷ (নিজস্ব চিত্র) আজ সকাল সাড়ে আটটায় গোবরা কবরস্থানে মুজাফ্ফর আহমেদের কবরে মাল্যদান করেন সিপিআইএম নেতারা ৷ সকাল দশটায় মুজাফ্ফর আহমেদ ভবনে তাঁর প্রতিকৃতিতে মাল্যদান করেন বিমান বসু-সহ পার্টির অন্যান্য সদস্যরা ৷ তারপর গণশক্তি ভবন, মুজাফ্ফর আহমেদ পাঠাগার-সহ একাধিক জায়গায় কাকাবাবুকে স্মরণ ও তাঁকে কেন্দ্র করে আলোচনা সভা শুরু হয় ৷ বিকালে মহাজাতি সদনে সঙ্গীত ও মুজাফফর আহমেদ স্মৃতি পুরস্কার প্রদান অনুষ্ঠান রয়েছে ৷ যেখানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন সূর্যকান্ত মিশ্র, মহম্মদ সেলিম এবং সভাপতিত্ব করবেন বিমান বসু ৷
বাংলায় ভারতের কমিউনিস্ট পার্টি গড়ে তোলার অন্যতম পথিকৃৎ ছিলেন মুজাফফর আহমেদ ৷ 1889 সালের 5 আগস্ট তৎকালীন পূর্ববাংলা তথা বর্তমান বাংলাদেশের চট্টগ্রামে তিনি জন্মগ্রহণ করেন ৷ 1973 সালের 18 ডিসেম্বর তাঁর জীবনাবসান হয় ৷ 1913 সালে তিনি কলকাতায় আসেন ৷ যুক্ত হন বঙ্গীয় মুসলিম সাহিত্য সমিতিতে ৷ 1916 সাল থেকে রাজনৈতিক সভা মিছিলে অংশ নিতে শুরু করেন ৷
বিমান বসু বলেন, "কাকাবাবু শ্রমিক আন্দোলন গড়ে তোলার কাজ শুরু করেছিলেন ৷ কৃষক আন্দোলনের সঙ্গে যুক্ত হয়ে তিনি বারবার তরুণ প্রজন্ম এবং মহিলাদের সংঘটিত করার বিষয়ে নজর দিয়েছিলেন ৷ তাই, আজ যেখানে মানুষ অত্যাচারিত হচ্ছে, নিপীড়িত হচ্ছে, তাদের পাশে দাঁড়ানোর শপথ নিতে হবে ৷ বিভিন্ন গণ সংগঠনের নেতৃত্বে নিজস্ব আন্দোলন গড়ে তোলা এবং যুক্ত আন্দোলনের পথ ধরে চলার শপথও নিতে হবে ৷ সবসময় মনে রাখতে হবে, মুজাফ্ফর আহমেদ অনেক ত্যাগ ও শিক্ষার মধ্য দিয়ে পার্টি ও গণ সংগঠনের মাধ্যমে আন্দোলন সংগ্রাম করে তুলতেন ৷"
মহম্মদ সেলিম বলেন, "জন্মদিন পালনের বিরোধী ছিলেন কাকাবাবু ৷ কিন্তু, পরবর্তীকালে বামপন্থি কর্মীদের মতাদর্শগতভাবে সংঘটিত করতে কাকাবাবুর জন্মদিন পালনের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল ৷ রামমোহন লাইব্রেরি হলে কাকাবাবুর জন্মদিন পালন হয় ৷ আজ রাজ্য তথা দেশের কমিউনিস্ট আন্দোলন কঠিন পরিস্থিতির মুখোমুখি ৷ এই সময় বামপন্থার পুনর্জাগরণের লক্ষে কাকাবাবুর জীবন থেকে শিক্ষা নিয়ে আমাদের এগোতে হবে ৷"