কলকাতা, 29 অক্টোবর: তন্ময় ভট্টাচার্যের প্রশ্নে পার্টি সদস্য, সমর্থক ও দরদীদের মুখ না-খোলার বার্তা দেওয়া হয়ে ছিল সোমবার । মঙ্গলবার পার্টির সদস্য পদ পাওয়ার ক্ষেত্রে 'সদস্যদের কষ্টিপাথরে' যাচাইয়ের তুলনা টানলেন সিপিএম রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম ।
তিনি বলেন, "সিপিএম দেশের মধ্যে একমাত্র দল যাদের মহিলা সংক্রান্ত অভিযোগ যাচাইয়ের জন্য আলাদা তদন্ত কমিটি আছে । মহিলাদের নেতৃত্বাধীন ওই কমিটিতে সিপিএম রাজ্য সম্পাদক কিংবা কোনও নেতার প্রভাব খাটানোর জায়গা নেই । এতদিন দলের অভ্যন্তরে অভিযোগ গ্রহণ করে তদন্ত করা হত, এখন যে কেউ এই ধরনের অভিযোগ করলে সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেওয়া হয় ।"
মিসড কলে মেম্বারশিপ হয় না, (ইটিভি ভারত)
মঙ্গলবার তন্ময় ভট্টাচার্য সম্পর্কে দলের বক্তব্য কর্মী-সমর্থকদের স্পষ্ট করে জানিয়েছেন রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম ৷ তিনি জানান, বিষয়টি এখন আইসিসি দেখছে অর্থাৎ দলের বিবেচনাধীন । এমতাবস্থায় দলের কোনও সদস্যের প্রকাশ্যে বা সমাজমাধ্যমে কোনও বক্তব্য রাখা বা মত প্রকাশ করা সমীচীন নয় । দলের দরদী, সমর্থক ও বন্ধুদেরও এই বিতর্কে অংশ না নেওয়াই অভিপ্রেত ।"
কিন্তু, তারপরও বিতর্ক থামছে না । সোমবার বরানগর থানা থেকে বেরিয়ে নিজের বাড়িতে তন্ময় ভট্টাচার্য সাংবাদিক সম্মেলন করেন। সেখানে অভিযোগকারিণী ও নিজের ওজন নিয়ে যে কথা বলেছেন তাতেও বিতর্ক শুরু হয়েছে । এইসব ইস্যুতে তন্ময়ের বিরুদ্ধে মিছিল করে শাসকদল তৃণমূল । এ প্রসঙ্গে সেলিম বলেন,"সব কিছুর মরাল অথরিটি আছে । আরজি করে ভাঙচুর হল কোনও ব্যবস্থা নিল না । আজ পর্যন্ত তদন্ত করল না ৷ গোটা দেশের মধ্যে গর্বের সঙ্গে বলি, দলের মধ্যে কেবল সিপিআইএম সমর্থকদের মধ্যে নীতি নৈতিকতা রাখে । কোনও কিছু হলে নির্দিষ্ট পরিকল্পনায় ব্যবস্থা নেওয়া হয় । সিপিআইএম প্রথম অভ্য়ন্তরীণ তদন্ত করে । এটা কোনও সালিশি সভা নয় । আমরা অভিযোগ আসার সঙ্গে সঙ্গে ব্যবস্থা নিয়ে পাঠিয়েছি ।"
সেলিমের আরও দাবি, "সিপিএম পার্টিতে মিসড কলে সদস্যপদ পাওয়া যায় না । আজীবনও সদস্য পদ পাওয়া যায় না । প্রতিবছর কাজের পারফরম্যান্স বিচার করে সদস্যপদ পুনর্নবীকরণ হয় । কষ্টিপাথরে যাচাইয়ের মতো । যা দেশের অন্য কোনও রাজনৈতিক দল করে না । তৃণমূল তো নয়ই । পার্থ চট্টোপাধ্যায় ও তাঁর বান্ধবীর খাটের তলা থেকে কোটি কোটি টাকা পাওয়া গেল । সেই পার্থ আবার তৃণমূলের শৃঙ্খলারক্ষা কমিটির চেয়ারম্যান ছিলেন । আসলে তৃণমূল-বিজেপি সরকারি নিয়মনীতিই মানে তারা আবার কী বুঝবে ।"