কলকাতা, 9 মার্চ: পাখির চোখ লোকসভা ভোট ৷ নির্বাচনের দিন ঘোষণার আগেই শনিবার থেকে লাগাতার কর্মসূচি নিয়েছে সিপিএম। উত্তর ও দক্ষিণবঙ্গ মিলিয়ে 11টি জনসভা করার টার্গেট নেওয়া হয়েছে। তাও আবার মাত্র তিন দিনে। এখনওপর্যন্ত প্রার্থী তালিকা প্রকাশ না করলেও ভোটের রণকৌশল কেমনভাবে সাজাতে হবে তার একটা ঝলক দেখাল আলিমুদ্দিন স্ট্রিট ৷
সিপিএম পলিটব্যুরো সদস্য ও আদিবাসী জনজাতি নেতা রাম চন্দ্র ডোম বলেন, "চোরেদের গর্জন নয়, বিজেপি-তৃণমূলকে বর্জন করুন" স্লোগান দেব। একই সঙ্গে কেন্দ্র-রাজ্যের জ্বলন্ত ইস্যুগুলোকে সাধারণ মানুষের কাছে তুলে ধরা হবে। মূলত, এই নির্বাচনি কর্মসূচি বা জনসভায় প্ৰধান বক্তাদের তালিকায় থাকবেন সিপিআই(এম)’র রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম, বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু, পলিটব্যুরো সদস্য সুজন চক্রবর্তী, রামচন্দ্র ডোম, ডিওয়াইএফআই নেত্রী মীনাক্ষী মুখোপাধ্যায়, রাজ্য কমিটির সদস্য আভাস রায়চৌধুরী, আলোকেশ দাশ, কনীনিকা ঘোষ বোস, প্রতিকুর রহমান, এসএফআই সর্বভারতীয় নেত্রী দ্বীপ্সিতা ধর প্রমুখ। এই সভাগুলোতে প্রধান স্লোগান কী হবে, তাও ঠিক করা হয়েছে। যা লোকসভা নির্বাচনের প্রচারে বারে বারে উচ্চারিত হবে সিপিএম নেতাকর্মীদের মুখে।
এদিকে, আগমী 12 তারিখ থেকে রমজান মাসের সূচনা হতে পারে। ফলে, 11 তারিখের পর রমজান মাসভর বড় কোনও জনসভা করার টার্গেট নেই আলিমুদ্দিন স্ট্রিটের। তবে, ভোট প্রচারের স্বার্থে ছোট পথ সভা, এলাকায় এলাকায় জনসংযোগ,মিছিল করার পরিকল্পনা রয়েছে। আর আগে যে প্রাথমিক 'দশে দশ' কর্মসূচি নেওয়া হয়েছে, তাতে এই পর্বে উত্তরবঙ্গে দু’টি সভা হচ্ছে। শনিবার জলপাইগুড়ির ফুলবাড়ির সভায় প্রধান বক্তা সিপিআই(এম) রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম। রাজ্য সম্পাদকমন্ডলীর সদস্য জীবেশ সরকারও এই সভায় বক্তব্য রাখবেন। এরপর 11 মার্চ অর্থাৎ, আগামী পরশু ফের কোচবিহারের মেখলিগঞ্জের সভায় প্রধান বক্তা যুবনেত্রী মীনাক্ষী মুখোপাধ্যায়। কারণ, তাঁর নেতৃত্বেই কোচবিহার জেলা থেকে 50 দিনের দীর্ঘ 'ইনসাফ যাত্রা' শুরু করেছিল ডিওয়াইএফআই। সেখানেও মীনাক্ষীর সঙ্গে বক্তা হিসাবে উপস্থিত থাকবেন জীবেশ সরকার।
শনিবার জলপাইগুড়ির ফুলবাড়ির পর আগামিকাল ১০ মার্চ, মুর্শিদাবাদের ভগবানগোলায় সভা। সেখানে প্রধান বক্তা মহঃ সেলিম। সঙ্গে জেলা সম্পাদক ও রাজ্য কমিটির সদস্য জামির মোল্লা বক্তব্য রাখবেন। অন্যদিকে, আরও চার পাঁচটি জায়গায় আগামিকাল অর্থাৎ রবিবার সভা রয়েছে। দক্ষিণ 24 পরগনার লাউহাটির সভায় সুজন চক্রবর্তী, রাজ্য কমিটির সদস্য তুষার ঘোষ, প্রতীকুর রহমান, অলোকেশ দাস বক্তব্য রাখবেন বলে জানা গিয়েছে। কৃষ্ণনগরের সভায় মীনাক্ষী মুখোপাধ্যায়, কনীনিকা বোস ঘোষ, রমা বিশ্বাস বক্তব্য রাখবেন। সন্ধেয় দমদম লোকসভার সিঁথির জনসভায় মীনাক্ষীর পাশাপাশি রাজ্য সম্পাদকমন্ডলীর সদস্য পলাশ দাস এবং রাজ্য কমিটির সদস্য ফৈয়াজ খান বক্তব্য রাখবেন।
পূর্ব বর্ধমানের বুদবুদে বক্তা থাকবেন সিপিআই(এম) কেন্দ্রীয় কমিটির সদস্য আভাস রায় চৌধুরি, জেলা সম্পাদক সৈয়দ হোসেন, পশ্চিম বর্ধমান জেলা সম্পাদক গৌরাঙ্গ চট্টোপাধ্যায়, এসএফআই নেত্রী দীপ্সিতা ধর। হুগলির বৈদ্যপুরে সভায় বক্তা থাকবেন জেলা সম্পাদক ও রাজ্য সম্পাদকমণ্ডলীর সদস্য দেবব্রত ঘোষ, মহিলা আন্দোলনের প্রবীণ নেত্রী অঞ্জু কর, কৃষক সভার রাজ্য সম্পাদক অমল হালদার, শতরূপ ঘোষ। বীরভূমের রামপুরহাটের সভায় বক্তা থাকবেন রামচন্দ্র ডোম, সুজন চক্রবর্তী, জেলা সম্পাদক গৌতম ঘোষ, ডিওয়াইএফআই’র রাজ্য সভাপতি ধ্রুবজ্যোতি সাহা। হাওড়ার উলুবেড়িয়ার সভায় বক্তা থাকবেন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু, শ্রীদীপ ভট্টাচার্য, জেলা সম্পাদক দিলীপ ঘোষ।