পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

রাজ্যের কার্নিভালে বুকে প্রতিবাদী ব্যাজ, টি-শার্টে শিরদাঁড়া ! পুলিশের হাতে আটক চিকিৎসক

রাজ্যের কার্নিভালে বুকে প্রতিবাদী ব্যাজ লাগানো এবং পরনের টি-শার্টে লেখা শিরদাঁড়া ৷ এই 'অপরাধে' এক চিকিৎসককে আটক করল কলকাতা পুলিশ ৷

By ETV Bharat Bangla Team

Published : 5 hours ago

Updated : 2 hours ago

ETV BHARAT
পুলিশের হাতে আটক চিকিৎসক (নিজস্ব চিত্র)

কলকাতা, 15 অক্টোবর: নানা প্রচেষ্টা সত্ত্বেও প্রতিবাদের রেশ এড়াতে পারল না রাজ্য সরকারের দুর্গাপুজো কার্নিভাল ৷ সেখানে মেডিক্যাল পরিষেবা দিতে যাওয়া কলকাতা পুরনিগমের এক চিকিৎসকের পোশাকে তারই আঁচ পাওয়া গিয়েছে ৷ সেজন্য অবশ্য তাঁকে আটক করে ময়দান থানায় নিয়ে যায় পুলিশ ৷ অবিলম্বে তাঁর মুক্তির দাবিতে বিক্ষোভ দেখান পুরনিগমের চিকিৎসকরা ৷ তারপরেই ছেড়ে দেওয়া হয় ওই চিকিৎসককে ৷

রাজ্যের দুর্গাপুজো কার্নিভালে আরজি করের আঁচ ঠেকাতে রেড রোডকে নিরাপত্তার চাদরে মুড়ে ফেলে পুলিশ প্রশাসন । দ্রোহের কার্নিভাল রুখতে পুলিশ তৎপর থাকলেও হাইকোর্টের নির্দেশে তা ঠেকানো যায়নি ৷ তবে এত কিছুর পরও রাজ্যের কার্নিভালকে প্রতিবাদের আঁচ থেকে পুরোপুরি রক্ষা করা গেল না ।

রাজ্যের কার্নিভালে মেডিক্যাল পরিষেবা দিতে কলকাতা পুরনিগমের যে টিম গিয়েছে, সেই প্রতিনিধি দলের এক মেডিক্যাল অফিসার বুকে পরেছিলেন বড় একটি ব্যাজ । তাতে লেখা অনশনকারী প্রতিনিধি । তাঁর পরনে যে কালো টি-শার্টটি ছিল, তাতে লেখা শিরদাঁড়া । আর সেই 'অপরাধে'ই কলকাতা পুলিশ পুর চিকিৎসক তপব্রত রায়কে আটক করল । তাঁকে আটক করে ময়দান থানায় নিয়ে যাওয়া হয় ৷

এই ঘটনা কলকাতা পুরনিগমের বাকি চিকিৎসকদের কানে পৌঁছতেই তাঁদের মধ্যে তীব্র ক্ষোভ ছড়িয়েছে । কলকাতা পুরনিগম সূত্রে খবর, আজ ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশনের ডাকে চলছে বিভিন্ন জায়গায় প্রতীকী অনশন । সেই প্রতীকী অনশনে সংহতি জানিয়ে পুর চিকিৎসক তপব্রত রায় বুকে ব্যাজ পরেই হাজির হন রাজ্যের কার্নিভাল এলাকার মেডিক্যাল কক্ষে । তিনি শিরদাঁড়া লেখা কালো গেঞ্জি পরেছিলেন, আর বুকে লাগানো বড় কাগজের ব্যাজে লিখেছেন প্রতিনিধি অনশনকারী । আর সেই ঘটনায় চোখে পড়তেই পুলিশ তাঁকে আটক করে ।

এই ঘটনায় ক্ষুব্ধ পুর চিকিৎসকদের একাংশ ময়দান থানার সামনে হাজির হয়ে বিক্ষোভ দেখান । এবিষয়ে তাঁরা কলকাতা পুরনিগমের মুখ্য স্বাস্থ্য আধিকারিকের কাছে আবেদন করেন ৷ তিনি পুর কমিশনার ধবল জৈনের সঙ্গে এ ব্যাপারে আলোচনা করছেন বলে জানান ।

আটক চিকিৎসকের থেকে ফোন কেড়ে নেওয়ার অভিযোগও করেছেন পুর চিকিৎসকরা । তাঁরা জানাচ্ছেন, পুলিশ ফোন নিয়ে নেওয়ায় আটক চিকিৎসকের সঙ্গে কথা বলা যাচ্ছে না । এরপর সন্ধেয় মুক্তি দেওয়া হয় ওই পুর চিকিৎসককে ৷

Last Updated : 2 hours ago

ABOUT THE AUTHOR

...view details