পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

এলেন না রাজ্য়পাল, আচার্যের মনোনীত ব্যক্তিদের উপস্থিতিতেই সমাবর্তন যাদবপুরে - JADAVPUR UNIVERSITY

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের 67তম সমাবর্তন অনুষ্ঠানে এলেন না আচার্য সিভি আনন্দ বোস । উপস্থিত ছিলেন তাঁর মনোনীত দুই প্রতিনিধি ৷

Jadavpur University Convocation
যাদবপুর বিশ্ববিদ্যালয়ের 67তম সমাবর্তন অনুষ্ঠান (নিজস্ব ছবি)

By ETV Bharat Bangla Team

Published : Dec 24, 2024, 6:33 PM IST

কলকাতা, 24 ডিসেম্বর:নিজে না-এলেও সমাবর্তন অনুষ্ঠানে মনোনীত ব্যক্তি বা নমিনিকে পাঠালেন আচার্য তথা রাজ্যপাল সিভি আনন্দ বোস । মঙ্গলবার ছিল যাদবপুর বিশ্ববিদ্যালয়ের 67তম সমাবর্তন অনুষ্ঠান । এই সমাবর্তন অনুষ্ঠানে সম্মতি দেননি আচার্য । ফলে সিভি আনন্দ বোস নিজে হাজির হলেন না ছাত্রছাত্রীদের ডিগ্রি দানের অনুষ্ঠানে । কিন্তু তাঁর দুই মনোনীত ব্যক্তি বা নমিনিদের সমাবর্তন অনুষ্ঠানে যোগ দেওয়াতে আপত্তিও জানাননি তিনি ।

তবে কেন সমাবর্তন অনুষ্ঠানে এলেন না আচার্য সিভি আনন্দ বোস, সেই কথাও সকলকে জানানোর নির্দেশ তিনি দিয়েছেন মনোনীত নমিনিদের । সেই মতোই বৈঠকের রাজভবনের নমিনি কাজী মাসুম আখতার বলেন, "একটা ভুল বোঝাবুঝি হয়েছে । তবে আমার আসা নিয়ে উনি(রাজ্যপাল) কোনও বাধা দেননি । তবে উনি বলেছেন, কেন তিনি এলেন না, সেটা সবাইকে জানাতে । তবে উনি ছাত্রদের জীবন নিয়ে যথেষ্ট উদ্বিগ্ন ।"

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠানে হাজির আচার্যের মনোনীত ব্যক্তিরা (ইটিভি ভারত)

যদিও সমাবর্তনের অনুষ্ঠানে আচার্যের অনুপস্থিতিতে রাজনীতি দেখছেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের কোর্ট বৈঠকের সদস্যরা । কোর্ট বৈঠকের সদস্য তথা অধ্যাপক মনোজিত মণ্ডল বলেন, "সকাল থেকে উনি (রাজ্য়পাল) উপাচার্যকে থ্রেট দিচ্ছিলেন আজকে ছুটি নেওয়ার জন্য । কিন্তু সেটা পড়ুয়াদের স্বার্থে উপাচার্য করেননি । সমাবর্তনের বিষয়ে আচার্য সিভি আনন্দ বোস সবটাই জানতেন । কারণ একাধিকবার চিঠি দেওয়া হয়েছে তাঁকে । এছাড়াও তাঁর মনোনীত ব্যক্তিরা প্রতিটা বৈঠকে উপস্থিত ছিলেন ।"

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠান (নিজস্ব ছবি)

তাঁর সংযোজন, "19 নভেম্বর উপাচার্য একটা সরকারি অনুষ্ঠানে গিয়েছিলেন । তারপরই হঠাৎ তিনি চিঠি দেন । উনি এত বিধির কথা বলছেন জানি না ৷ এদিকে কোন বিধিতে শান্তা দত্ত ডিগ্রি প্রদান করলেন কলকাতা বিশ্ববিদ্যালয়ে ? কোন বিধিতে রবীন্দ্রভারতীর উপাচার্য একজন বিচারপতি ? উনি আসলে ননসেন্সের মতো কথা বলছেন ।"

উল্লেখ্য, মঙ্গলবার সকাল দশটা থেকে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে শুরু হয় সমাবর্তন অনুষ্ঠান । এর আগে সকাল 9টা 45 মিনিটে হয়েছে কোর্ট বৈঠক । যদিও এই কোর্ট বৈঠকে আচার্যের অনুমতি ছিল না । কিন্তু সেখানেও রাজভবনের নমিনি উপস্থিত ছিলেন । তবে এই বৈঠকের পর নিয়ম মেনে পতাকা উত্তোলন করেন বর্তমানে বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য ভাস্কর গুপ্ত এবং সহকারী উপাচার্য অমিতাভ দত্ত । তারপরেই শুরু হয় সমাবর্তন অনুষ্ঠান । এই বছর প্রায় 400 জন পিএইচডি স্কলারকে সম্মানিত করা হয়েছে । প্রায় 3500 ছাত্রছাত্রীকে ডিগ্রি প্রদান করা হয়েছে ।

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠান (নিজস্ব ছবি)

এই বছরের সমাবর্তন অনুষ্ঠান প্রসঙ্গে সহকারী উপাচার্য অমিতাভ দত্ত বলেন, "আচার্যের সম্মতিতে আমরা আমাদের সমাবর্তন অনুষ্ঠান করতে পেরেছি । এটায় আমরা খুশি । উপাচার্যের সঙ্গে বেশ কিছুদিন ধরেই কথোপকথন চলছিল আচার্যের । সেখানেই উনি সম্মতি দিয়েছেন ।"

যদিও উপাচার্যের গলায় শোনা গিয়েছে আক্ষেপের সুর । তিনি বলেন, "আচার্য আসেনি তাতে আমার কিছু করার নেই । আমার খারাপ লেগেছে, উনি এলে ভালো লাগতো । তবে আমি সারাজীবন সৎ পথে চলেছি ।"

ABOUT THE AUTHOR

...view details