দুর্গাপুর, 8 ফেব্রুয়ারি: এপার বাংলায় সরকারি হাসপাতালের পোস্টারে ওপার বাংলার ম্যাপ ৷ ঘটনাটি ঘটেছে শিল্পাঞ্চল দুর্গাপুরে ৷ কেন এমন হল, সেটা খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন দুর্গাপুর মহকুমা হাসপাতালের সুপার ৷ তবে এই ঘটনার সমালোচনা করেছে বিজেপি ও তৃণমূল ৷ বিজেপি এই নিয়ে তদন্তের দাবি তুলেছে ৷ তবে তৃণমূল এই ঘটনার নেপথ্যে চক্রান্ত দেখছে ৷ তাদের মতে, শান্ত বাংলাকে অশান্ত করার চেষ্টা করছে কেউ কেউ ৷
ঘটনাটি ঠিক কী ? দুর্গাপুর মহকুমা হাসপাতালের আইসিইউ-এর ঠিক পাশে রয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থার স্বীকৃতি দেওয়া ক্যাঙারু মাদার কেয়ারের পোস্টার । সন্তানের জন্ম দেওয়ার পর সেই সন্তানকে কীভাবে পরিচর্যা করা প্রয়োজন, সেই নিয়েই সচেতনতার কথা লেখা থাকে এই পোস্টারে । সরকারি বেসরকারি সমস্ত হাসপাতালেই দেওয়া হয় এই পোস্টার ।
কিন্তু দুর্গাপুর মহকুমা হাসপাতালে সেই পোস্টারের বাংলাদেশ সরকারের লোগো ব্যবহার করা হয়েছে । যাকে ঘিরেই শুরু হয়েছে বিতর্ক । সেই পোস্টারের মধ্যে যে লোগো ব্যবহার করা হয়েছে, সেটি স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের । অথচ বিষয়টি দুর্গাপুর মহকুমা হাসপাতালের সুপার ড. ধীমান মণ্ডল জানেনই না । তিনি বলেন, "বিষয়টি আমি জানি না । তবে এই ধরনের লোগো ব্যবহার করা যেতে পারে না । কে বা কারা লাগিয়েছে ? কেন লাগানো হয়েছে ? আমি খতিয়ে দেখে ব্যবস্থা গ্রহণ করছি ।"