পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

বর্ধমান বিশ্ববিদ্যালয়ে এসএফআইয়ের 'আজাদি' স্লোগানে বিতর্ক - Azadi Slogan by SFI - AZADI SLOGAN BY SFI

রিভিউ রেজাল্ট প্রকাশের দাবিতে 'আজাদি' স্লোগান বর্ধমান বিশ্ববিদ্যালয়ে ৷ এসএফআইয়ের ইউনিটের সদস্যদের এই স্লোগানে বিতর্ক শুরু হয়েছে ৷

Azadi Slogan by SFI
বর্ধমান বিশ্ববিদ্যালয়ের কন্ট্রোলারের ঘরের বাইরে বিক্ষোভ এসএফআইয়ের ৷ (নিজস্ব চিত্র)

By ETV Bharat Bangla Team

Published : Oct 5, 2024, 5:00 PM IST

বর্ধমান, 5 অক্টোবর: বামপন্থী ও ছাত্র যুব আন্দোলনে বারবার 'আজাদি' স্লোগান দেওয়ার অভিযোগ উঠেছে ৷ এমনকি আরজি করের আন্দোলনেও এই 'আজাদি' স্লোগান দেওয়া নিয়ে বিতর্ক হয়েছে ৷ সেই বিতর্ক এবার মাথাচাড়া দিল বর্ধমান বিশ্ববিদ্যালয়ে ৷ অভিযোগ, এসএফআই-এর বিক্ষোভের সময় 'আজাদি' স্লোগান তোলে সিপিআইএমের এই ছাত্র সংগঠনের সদস্যরা ৷ এই ঘটনাকে কেন্দ্রে করে বিতর্ক ও রাজনৈতিক চাপানউতোর শুরু হয়েছে বর্ধমান বিশ্ববিদ্যালয়ে ৷

জানা গিয়েছে, শুক্রবার বর্ধমান বিশ্ববিদ্যালয়ের পরীক্ষার রিভিউ রেজাল্ট ও রেজাল্টের হার্ড কপি পড়ুয়াদের হাতে তুলে দেওয়া-সহ একাধিক দাবিতে কন্ট্রোলারের ঘরের বাইরে ঘেরাও করে বিক্ষোভ দেখায় এসএফআই ৷ বিক্ষোভ চলাকালীন এসএফআই সদস্য়দের তরফে সেখানে 'আজাদি' স্লোগান দেওয়া হয় বলে অভিযোগ ৷ এ নিয়ে বিশ্ববিদ্যালয়ের কর্মচারী সমিতি ও অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ জানিয়েছে, এসএফআই ছাত্রছাত্রীদের দাবি নিয়ে আন্দোলন করতেই পারে ৷ কিন্তু, বিচ্ছিন্নতাবাদী কিছু শক্তির স্লোগান দেওয়ার অর্থ তো, দেশকে টুকরো করার স্লোগান ৷ তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত ৷

বর্ধমান বিশ্ববিদ্যালয়ে এসএফআইয়ের 'আজাদি' স্লোগানে বিতর্ক (ইটিভি ভারত)

যদিও, এসএফআইয়ের নেত্রী উষশী রায়চৌধুরী দাবি করেছেন, "বেনিয়ম থেকে আজাদি তো চাই ৷ বেনিয়ম তো শুধু দেশের স্বাধীনতা নয় ৷ সবই তো কর্তৃপক্ষের বেনিয়ম ৷ কন্ট্রোলার স্যারের ঘরের বাইরে সেই বেনিয়মের বিরুদ্ধে 'আজাদি' স্লোগান দেওয়া হয়েছে ৷ ইউজি কোর্সের রিভিউ রেজাল্ট ও পঞ্চম সিমেস্টারের রিভিউ রেজাল্টের হার্ড কপি এখনও দিতে পারেনি ৷ এমনকি সেটা কবে দেবে, কিংবা আদৌ দেবে কি না, সেই দাবিতে সরব হয়েছি ৷ কন্ট্রোলারের কাছে সঠিক কোনও উত্তর নেই ৷ ছেলেমেয়েদের ভবিষ্যৎ তাঁদের জন্য আটকে থাকছে ৷"

বর্ধমান বিশ্ববিদ্যালয়ের কন্ট্রোলারের ঘরের বাইরে বিক্ষোভ এসএফআইয়ের ৷ (নিজস্ব চিত্র)

বর্ধমান বিশ্ববিদ্যালয়ের তৃণমূল নেতা তথা কর্মচারী সমিতির সাধারণ সম্পাদক শ্যামাপ্রসাদ বন্দ্যোপাধ্যায় বলেন, "যে স্লোগানগুলি আমাদের দেশের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয় ৷ স্বাধীন ভারতবর্ষে যে স্লোগানগুলি মানায় না, সেই স্লোগান আজ একটা লুপ্তপ্রায় রাজনৈতিক দল দেওয়া শুরু করেছে ৷ তাদের আরও শিক্ষা দেওয়া প্রয়োজন ৷ শুধু শিক্ষাঙ্গন নয়, বিভিন্ন জায়গায় এই ধরনের স্লোগানকে তারা ব্যবহার করছে ৷ এই স্লোগানকে সাধারণ মানুষ, সুশীল সমাজ গ্রহণ করতে পারছে না ৷ শুধু এসএফআই নয়, আরও কিছু রাজনৈতিক দল কখনও পাকিস্তান কিংবা বাংলাদেশের সংস্কৃতিকে মিশিয়ে দিয়ে ভারত তথা বাংলাকে কলুষিত করার চেষ্টা করছে ৷ কিন্তু, পারবে না ৷ এসএফআই কিংবা তাদের অন্য সংগঠন যদি ভাবে, এইভাবে স্লোগান দিয়ে উত্তপ্ত পরিস্থিতি তৈরি করবে ৷ তাহলে সেই উদ্দেশ্য সফল হবে না ৷"

পরীক্ষার রিভিউ রেজাল্ট ও রেজাল্টের হার্ড কপির দাবিতে বিক্ষোভ ৷ (নিজস্ব চিত্র)

অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের নগর ভাইস প্রেসিডেন্ট অভিজিৎ বারিক বলেন, "এসএফআই কন্ট্রোলার রুমে কিছু দাবিদাওয়া নিয়ে ঘেরাও করে ৷ সেখানে তারা 'আজাদি' স্লোগান দেয় ৷ এই সব স্লোগান তো দেশের মধ্যে থেকে কিছু বিচ্ছিন্নতাবাদী শক্তি দিয়ে থাকে ৷ বাম সংগঠন বরাবর দেশ বিরোধী ৷ তাই তারা এ দিন এই ধরনের স্লোগান দিয়েছে ৷ তাদের বিরুদ্ধে প্রশাসনের ব্যবস্থা নেওয়া উচিত ৷"

ABOUT THE AUTHOR

...view details