কলকাতা, 30 ডিসেম্বর:কাঁথি সমবায় ব্যাঙ্কের নির্বাচন বাতিল নিয়ে বিজেপির দ্রুত শুনানির আবেদনে সাড়া দিল না কলকাতা হাইকোর্ট। মামলাটি শুনানির জন্য নিয়মিত বেঞ্চে পাঠিয়ে দিলেন অবকাশকালীন বেঞ্চের বিচারপতি শম্পা দত্ত পাল। শঙ্কর বেরা-সহ 51 জন অসফল প্রার্থী কলকাতা হাইকোর্টে শীত অবকাশকালীন বেঞ্চের দ্বারস্থ হন।
তাঁদের দাবি, কাঁথি সমবায় ব্যাঙ্কের নির্বাচন বাতিল করা হোক। পাশাপাশি বোর্ড গঠনের প্রক্রিয়াকেও বাতিল করুক আদালত। রাজ্যের অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্ত আদালতে জানান, সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী সিসিটিভি ছিল। ভোটারদের নিয়ে আসা থেকে শুরু তাঁদের নিরাপত্তা ব্যবস্থাও করা হয়েছিল। আদালতের ঠিক করে দেওয়া সমস্ত নিয়ম মেনেই নির্বাচন করা হয়েছে। নির্বাচন সংক্রান্ত সমস্ত নথি সংরক্ষণ করে রাখা হয়েছে। এরপর বিচারপতি আবেদনকারীদের আবেদন শুনানির জন্য নিয়মিত বেঞ্চে পাঠিয়ে দেন।