বহরমপুর, 27 মার্চ: লোকসভা নির্বাচনে অধীর গড়ে তৃণমূলের প্রার্থী প্রাক্তন ক্রিকেটার ইউসুফ পাঠান ৷ এবার তৃণমূল প্রার্থীর নামে কমিশনে দায়ের হল অভিযোগ ৷ কান্দি থানার সামনে ইউসুফ পাঠানের নির্বাচনী প্রচারে সচিন তেন্ডুলকরের ছবি ব্যবহার করায় বিরোধীরা একযোগে অভিযোগ তুলতে শুরু করেছে। এমনকী বিজেপি এবং কংগ্রেস নির্বাচনী বিধিভঙ্গের অভিযোগ দায়ের করছে নির্বাচন কমিশনের কাছে।
যদিও তৃণমূলের দাবি, ইউসুফের সঙ্গে সচিনের একটি খেলার মূহূর্তের ছবি দেওয়া হয়েছে। যদিও বিরোধীদের দাবি, সচিনের মতো বিশ্বমানের ক্রিকেটারের ছবি প্রচারে ব্যবহার করে তৃণমূল নির্বাচনী বিধিভঙ্গ করেছে। দক্ষিণ মুর্শিদাবাদ জেলা বিজেপির সাংগঠনিক সভাপতি শাখারভ সরকার বলেন, "প্রথমত ইউসুফ আর সচিনের ছবি একসঙ্গে দিয়ে তৃণমূল নির্বাচনী বিধিভঙ্গ করেছে। পাশাপাশ জাতীয় দলের জার্সি ব্যবহার করতে পারেন না কোনও প্রার্থী ৷"
জেলা কংগ্রেসের মুখপাত্র জয়ন্ত দাস বলেন, "কান্দিতে ব্যবহার করা ছবি নিয়ে আমরা ইতিমধ্যে নির্বাচন কমিশনে অভিযোগ দায়ের করেছি। সচিনের ছবি প্রচারে ব্যবহার করে তৃণমূল বিধিভঙ্গ করেছে। এদিকে আবার ছবির নীচে সৌজন্য দেওয়া হয়েছে কান্দির বিধায়ক তথা মুর্শিদাবাদ বহরমপুর ইউনিটের জেলা তৃণমূল সভাপতি অপূর্ব সরকারের। তিনি বলেন, "ইউসুফ জাতীয় দলের ক্রিকেটার ভারতের গর্ব। এই ছবি নির্বাচনী বিধি ভেঙেছে বলে আমরা মনে করি না।"
উল্লেখ্য, গত 10 মার্চ ব্রিগেডের জনগর্জন সভা থেকে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় দেশের প্রাক্তন ক্রিকেটারের নাম প্রার্থী হিসেবে ঘোষণা করেছিলেন। প্রাক্তন ভারতীয় ক্রিকেটার শুধুমাত্র আইপিএল জেতেননি। মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বে 2007 ও 2011 বিশ্বজয়ী দলের সদস্য ছিলেন ডানহাতি এই মারকুটে ব্যাটার। বাইশ গজ থেকে রাজনীতির ময়দানে পা-দেওয়ায় তাঁকে নিয়ে কম বিতর্ক হয়নি ৷ ইউসুফকে বহিরাগত বলেও কটাক্ষ করা হয়েছে ৷
আরও পড়ুন:
- কুমন্তব্যের জেরে দিলীপকে শো-কজ কমিশনের, হিরণের বিরুদ্ধে রিপোর্ট তলব
- শুভেন্দুকে অকথ্য ভাষায় আক্রমণ তৃণমূল নেতার, কমিশনের দৃষ্টি আকর্ষণ বিরোধী দলনেতার
- কঙ্গনাকে কুমন্তব্য করায় কংগ্রেসের সুপ্রিয়া শ্রীনাতে শোকজ নির্বাচন কমিশনের