পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

বিজেপির দলীয় কার্যালয় সংস্কারকে ঘিরে তৃণমূলের সঙ্গে সংঘাত, উত্তেজনা জলপাইগুড়িতে - জলপাইগুড়ি পৌরসভা

BJP Party Office Renovation: গেরুয়া শিবিরের দলীয় কার্যালয় সংস্কারকে কেন্দ্র করে তৃণমূল-বিজেপি সংঘাত । দলীয় কার্যালয় সংস্কারের কাজ বন্ধের চিঠি জলপাইগুড়ি পৌরসভার । কাজ বন্ধ হবে না পালটা হুঙ্কার জেলা বিজেপি নেতৃত্বের ।

BJP Party Office Renovation
বিজেপির দলীয় কার্যালয় সংস্কার

By ETV Bharat Bangla Team

Published : Mar 5, 2024, 9:08 PM IST

বিজেপির দলীয় কার্যালয় সংস্কারকে ঘিরে তৃণমূলের সঙ্গে সংঘাত

জলপাইগুড়ি, 5 মার্চ:বিজেপির দলীয় কার্যালয় সংস্কারকে কেন্দ্র করে বিতর্ক জলপাইগুড়িতে । গেরুয়া শিবিরের দলীয় কার্যালয়ে সংস্কারের কাজ বন্ধ করার চিঠি পাঠালো জলপাইগুড়ি পৌরসভা । এই পৌরসভা তৃণমূল পরিচালিত ৷ তাই চিঠি পাঠিয়ে বিজেপির দলীয় কার্যালয় সংস্কার করতে বাঁধা দেওয়ার অভিযোগ শাসকদলের বিরুদ্ধে । তবে কার্যালয় সংস্কারকে ঘিরে তৃণমূল পরিচালিত জলপাইগুড়ি পৌরসভা ও বিজেপির তর্জা এখন তুঙ্গে । ক্ষমতার অপব্যবহার করছেন পৌরসভার চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান ৷ একদিকে যখন এমনটাই অভিযোগ তুলছে বিজেপি ৷

অন্যদিকে বেআইনিভাবে বিতর্কিত জমিতে জেলা কার্যালয় বানাচ্ছে গেরুয়া শিবির । তাই কাজ বন্ধ করার জন্য নোটিশ পাঠানো হয়েছে বলে দাবি পৌরসভার ভাইস চেয়ারম্যান সৈকত চট্টোপাধ্যায়ের । আইন মেনেই বিজেপির কার্যালয়ের সংস্কারের কাজ হচ্ছে । কাজ বন্ধ হবে না পালটা হুঙ্কার জেলা বিজেপি সভাপতি বাপি গোস্বামীর ।

এ বিষয়ে জলপাইগুড়ি পৌরসভার ভাইস চেয়ারম্যান সৈকত চট্টোপাধ্যায় বলেন, "আব্দুর সাত্তার নামে এক ব্যক্তি পৌরসভার কাছে অভিযোগ করেছেন ডিবিসি রোডের বিজেপি কার্যালয় অবৈধভাবেভাবে গড়ে তোলা হচ্ছে । আমরা ইতিমধ্যেই বিজেপির কর্মকর্তাদের কাজটি বন্ধ করতে বলেছি । তাঁরা যদি কাজ বন্ধ না করেন তাহলে পুলিশকে চিঠি দেওয়া হবে । অভিযোগ আছে বিনা অনুমতিতে বিজেপির দলীয় কার্যালয় বানানো হচ্ছে ৷ আমরা অভিযোগ পেয়েই বিষয়টি খতিয়ে দেখছি ৷ কোন প্ল্যান পাশ ছাড়া কোন নির্মাণ হতে পারে না ।"

বিজেপির জেলা সভাপতি বাপি গোস্বামীর কথায়, "বিজেপির কোন কিছু দেখলেই বেআইনি মনে হয় শাসকদলের । ভোটের সময় এলেই বিজেপিকে সমস্যায় ফেলার চেষ্টা করে থাকে তৃণমূল । আমাদের দলীয় কার্যীলয়ের সব কাগজ আছে । রাজ্য সরকার জমির মিউটেশন করেছে । পর্চা দিয়েছে । শুধু তাই নয়, আমরা খাজনাও দিই । ফলে আমাদের জমিতে ঘর ও সংস্কারের কাজ করতে বাঁধা কীসের । এ দিকে তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যীলয় যে নর্দমা দখল করে করা হয়েছে সেগুলো ভাইস চেয়ারম্যানের চোখে পড়ে না । আমরা তো বৈধ জায়গার মালিক । আর যে জায়গা নিয়ে বিতর্ক আছে সেই জায়গায় আমরা একটা পেরেকও পুতিনি । আমার কাছে কোন নোটিশ আসেনি । আমাদের কাজ বন্ধ হবে না ।"

জানা গিয়েছে, সামনে লোকসভা নির্বাচন । এখন রাজনৈতিক দলগুলির ব্যস্ততা চরমে ৷ তবে দলীয় বৈঠক করতে জায়গার অভাব দেখা দিয়েছে বিজেপির । তাই পুরনো ঘরগুলোকে ভেঙে ফেলে নতুন করে টিনের চাল দিয়ে একটি বড় হল ঘর করা হচ্ছে জলপাইগুড়িতে । আর তাতেই বাধ সেজেছে পৌরসভা । বিগত লোকসভা ভোটের আগে জলপাইগুড়ি ডিবিসি রোডের বিজেপির দলীয় কার্যালয়ের বিল্ডিং প্ল্যান পাশ করাকে কেন্দ্র করেই বিতর্ক হয় । পৌরসভা বিল্ডিং প্ল্যান আটকে দেয় । এরপর ফের বিজেপির পার্টি অফিস সংস্কারকে কেন্দ্র করে বিতর্ক দাঁনা বাঁধল ।

আরও পড়ুন:

  1. পাহাড়ে মোতায়েন 9 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী, শুরু রুটমার্চ
  2. নিশীথের এলাকায় তৃণমূলের দলীয় কার্যালয় খোলাকে ঘিরে বোমাবাজি!
  3. কাজলের গড়ে দলীয় কার্যালয় থেকে মুছে ফেলা হল অনুব্রতর ছবি, কটাক্ষ বিজেপির

ABOUT THE AUTHOR

...view details