পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

আরজি কর-কাণ্ডে সুবিচার চেয়ে লোকাল ট্রেনে বিশ্বকর্মা পুজো নিত্যযাত্রীদের - Vishwakarma Puja 2024

Vishwakarma Puja in Local Train: ধুমধাম করে চলন্ত ট্রেনেই হল বিশ্বকর্মা পুজো ৷ হাওড়া-কাটোয়া লাইনের লোকাল ট্রেনে পুজোর আয়োজক নিত্যযাত্রীরা ৷ আরজি কর-কাণ্ডের সুবিচার চাইলেন সকলে ৷ পুজো উপলক্ষে ফুল দিয়ে সাজল ট্রেনের কামরা ৷ হল মিষ্টি মুখ, সঙ্গে ছিল বাজনা সহযোগে নাচ ৷

Vishwakarma Puja in Local Train
চলন্ত ট্রেনে হল বিশ্বকর্মা পুজো (নিজস্ব ছবি)

By ETV Bharat Bangla Team

Published : Sep 17, 2024, 6:28 PM IST

বলাগড়, 17 সেপ্টেম্বর: আরজি কর-কাণ্ডের সুবিচার চেয়ে ট্রেনের মধ্যে বিশ্বকর্মা পুজোতে মাতলেন নিত্যযাত্রীরা । মঙ্গলবার হাওড়া-কাটোয়া লাইনের একটি লোকাল ট্রেনে এই দৃশ্য দেখা গেল । রীতিমতো পুরোহিত ডেকে মন্ত্রপাঠ করে পুজোর আয়োজন করা হয় এ দিন । চলন্ত ট্রেনের কামরাতেই ঢাক ঢোল সহযোগে চলে পুজো । ফুল দিয়ে সাজানো হয় ট্রেনের কামরাকে ৷ বিশ্বকর্মা পুজোর পর নিত্যযাত্রীদের মিষ্টিও বিতরণ করা হয় । যাত্রীদের তরফে সুবিচার চেয়ে উঠল স্লোগান ।

লোকাল ট্রেনে বিশ্বকর্মা পুজো নিত্যযাত্রীদের (নিজস্ব ভিডিয়ো)

বিশ্বকর্মা পুজো দিয়ে বাংলায় উৎসবের মরশুমের সূচনা হয় । কিন্ত এ বছর পুজোর জৌলুস অনেক কম ৷ কারণ আরজি কর হায়পাতালে চিকিৎসক ছাত্রীকে ধর্ষণ ও খুনের ঘটনায় শোকের পরিবেশ গোটা রাজ্যে । প্রতিবাদে সামিল আট থেকে আশি ৷ প্রতিবাদের মাঝেই একটা দিন উৎসবে মেতে উঠলেন ট্রেনের নিত্যযাত্রীরা ৷

কাটোয়া থেকে একটি লোকাল ট্রেন ভোর 5টা 40 মিনিটে ছেড়ে হাওড়ায় পৌঁছয় 8টা 45 মিনিটে । প্রতিদিন দীর্ঘ 145 কিলোমিটার এই পথ নিত্যযাত্রীরা একসঙ্গে কাটান । তাঁরা কাটোয়া লোকালের চার নম্বর কামরার সকলেই নিত্যযাত্রী । কেউ সরকারি কর্মচারি, তো কেউ আবার কলকাতার বড়বাজারের খুব কম বেতনে দোকানে হেল্পারের কাজ করেন । বছরের পর বছর তাঁরা একসঙ্গে ট্রেনে যাতায়াত করছেন ৷ এরই সঙ্গে প্রায় 31 বছর ধরে পুজো করে আসছেন নিত্যযাত্রীরা ।

লোকাল ট্রেনে বিশ্বকর্মা পুজো করলেন নিত্যযাত্রীরা (নিজস্ব ছবি)

রোজকার নানা কাজকর্মে, নানা ভালো মন্দের মধ্যেই তাঁরা সকলে একই কামরায় যাতায়াত করেন । তাই নিত্যযাত্রীরা একটি পরিবারের মতো হয়ে উঠেছেন ৷ এর থেকেই প্রত্যেক বছর বিশ্বকর্মা পুজো করে থাকেন তাঁরা ৷ এবারও তার অন্যথা হল না ৷ এবারও মূর্তি কিনে এনে চলন্ত ট্রেনের কামরায় পুজো করলেন নিত্যযাত্রীরা । এছাড়াও ভেন্ডার কামরায় বিশ্বকর্মার ছবি দিয়েও পুজো সারেন ব্যবসায়ীরা । নিজেরাই চাঁদা তুলে এই পুজোর ব্যবস্থা করেন সকলে ।

তবে পুজোর জন্য ট্রেন থেমে থাকে না ৷ নির্দিষ্ট সময়ে সে তার গন্তব্যে পৌঁছয় । তারই মাঝে চলে মন্ত্রপাঠের সঙ্গে বিশ্বকর্মা পুজো ৷ এক যাত্রী বলেন, "31 বছর ধরে আমরা পুজো করে আসছি । এ বছর আমরা পুজো করছি ৷ তার সঙ্গে আরজি কর-কাণ্ডের সুবিচার চাই আমরা ।"

ABOUT THE AUTHOR

...view details