পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

চলতি বছর থেকেই শুরু অভিন্ন পোর্টালে ভরতি প্রক্রিয়া, ঘোষণা শিক্ষাসচিবের - শিক্ষাসচিব মণীশ জৈন

College Admission on Portal: রাজ্যে চালু হয়েছে 4 বছরের ডিগ্রি কোর্স ৷ 2023 সালে কিছু সমস্যা থাকলেও এ বছরেই অভিন্ন পোর্টালে হবে স্নাতক স্তরে ভরতি প্রক্রিয়া ৷ এমনটাই জানিয়েছেন শিক্ষাসচিব মণীশ জৈন ৷

College Admission on Portal
শিক্ষা দফতর

By ETV Bharat Bangla Team

Published : Feb 25, 2024, 7:30 PM IST

কলকাতা, 25 ফেব্রুয়ারি: এ বছর অভিন্ন পোর্টালের মাধ্যমেই হবে স্নাতকস্তরের ভরতি প্রক্রিয়া । সম্প্রতি একটি অনুষ্ঠানে যোগ দিয়ে এমনটাই জানালেন শিক্ষাসচিব মণীশ জৈন । তাঁর কথায়, "গত বছরের শেষ মুহূর্তে 4 বছরের ডিগ্রি কোর্স চালুর সিদ্ধান্ত হওয়ায় পোর্টালটিকে সেই অনুযায়ী তখন পরিবর্তন করা যায়নি। আসন বিন্যাসও নতুন করে তৈরি করতে হত । তবে এবার সব ব্যবস্থা নেওয়া হয়েছে । পোর্টালে ভরতির প্রক্রিয়া এই বছরই চালু হবে ।" কিছুদিন আগেই শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুও একথাই জানিয়েছিলেন।

অভিন্ন পোর্টালের পাশাপাশি এদিন ইন্টার্নশিপের বিষয়ও তুলে ধরেন শিক্ষাসচিব। তিনি বলেন, "রাজ্যে ভালো শিক্ষাবিদের অভাব নেই । এবার ভালো উদ্যোগপতি তৈরি হলেই রাজ্য দ্রুত এগিয়ে যাবে । সেই পরিবেশ সৃষ্টি করতে হবে । তার জন্য শিক্ষার সঙ্গে শিল্প প্রতিষ্ঠানগুলির সমন্বয় সাধন, ইন্টার্নশিপ এবং ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিংয়ের প্রয়োজন । স্কুল স্তরেই এই প্রক্রিয়া শুরু করেছে রাজ্য সরকার । গত বছর থেকেই সামার প্রজেক্টের অংশ হিসেবে বিভিন্ন সংস্থায় ছাত্রছাত্রীদের ভ্রমণে নিয়ে যাওয়ার কথা বলা হয়েছে স্কুলগুলিকে । তবে, তা আরও সুসংহতভাবে ক্লাস্টারভিত্তিক উপায়ে করতে হবে ।"

উচ্চশিক্ষা দফতর সূত্রে খবর, ইতিমধ্যেই একটি কেন্দ্রীয় পোর্টালের মাধ্যমে পড়ুয়া ভরতির প্রক্রিয়া শুরু হয়েছে । গত বছর শেষ মুহূর্তে অভিন্ন পোর্টালে ভরতির সিদ্ধান্ত নেওয়া হয়েছিল । এর প্রস্তুতিও শুরু হয়েছিল । এই সিদ্ধান্তে অনুমোদন দিয়েছিল রাজ্যের মন্ত্রিসভাও । কিন্তু অভিন্ন পোর্টালটি তিন বছরের স্নাতক পাঠ্যক্রমের ভিত্তিতে তৈরি করা হয়েছিল । তাই পরবর্তীকালে চার বছরের স্নাতক পাঠ্যক্রম চালু হতেই পোর্টালে ভরতি নিয়ে তৈরি হয়েছিল জটিলতা ।
এ বছর ফের পোর্টালে ভরতির বিষয়ে উচ্চশিক্ষা দফতরের এই সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছে বহু কলেজ-বিশ্ববিদ্যালয় । কারণ ভরতির নামে ছাত্র ইউনিয়নের অর্থ দাবি করার অভিযোগ সামনে এসেছে বারংবার । সেই অভিযোগের সুরাহা করতেই কলেজ ও বিশ্ববিদ্যালয়ে ভরতির প্রক্রিয়া অনলাইন করার সিদ্ধান্ত নেয় শিক্ষা দফতর ৷

আরও পড়ুন:

  1. চলতি শিক্ষাবর্ষ থেকেই চালু হচ্ছে 4 বছরের স্নাতক
  2. চার বছরের স্নাতক কোর্স নিয়ে প্রশ্ন শিক্ষামহলে, পড়ুয়াদের স্বার্থেই সিদ্ধান্ত বলে দাবি শিক্ষামন্ত্রীর
  3. জাতীয় শিক্ষানীতিকে মান্যতা নয়, পড়ুয়াদের স্বার্থেই চারবছরের ডিগ্রি কোর্স; দাবি ব্রাত্যর

ABOUT THE AUTHOR

...view details