কলকাতা, 25 ফেব্রুয়ারি: এ বছর অভিন্ন পোর্টালের মাধ্যমেই হবে স্নাতকস্তরের ভরতি প্রক্রিয়া । সম্প্রতি একটি অনুষ্ঠানে যোগ দিয়ে এমনটাই জানালেন শিক্ষাসচিব মণীশ জৈন । তাঁর কথায়, "গত বছরের শেষ মুহূর্তে 4 বছরের ডিগ্রি কোর্স চালুর সিদ্ধান্ত হওয়ায় পোর্টালটিকে সেই অনুযায়ী তখন পরিবর্তন করা যায়নি। আসন বিন্যাসও নতুন করে তৈরি করতে হত । তবে এবার সব ব্যবস্থা নেওয়া হয়েছে । পোর্টালে ভরতির প্রক্রিয়া এই বছরই চালু হবে ।" কিছুদিন আগেই শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুও একথাই জানিয়েছিলেন।
অভিন্ন পোর্টালের পাশাপাশি এদিন ইন্টার্নশিপের বিষয়ও তুলে ধরেন শিক্ষাসচিব। তিনি বলেন, "রাজ্যে ভালো শিক্ষাবিদের অভাব নেই । এবার ভালো উদ্যোগপতি তৈরি হলেই রাজ্য দ্রুত এগিয়ে যাবে । সেই পরিবেশ সৃষ্টি করতে হবে । তার জন্য শিক্ষার সঙ্গে শিল্প প্রতিষ্ঠানগুলির সমন্বয় সাধন, ইন্টার্নশিপ এবং ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিংয়ের প্রয়োজন । স্কুল স্তরেই এই প্রক্রিয়া শুরু করেছে রাজ্য সরকার । গত বছর থেকেই সামার প্রজেক্টের অংশ হিসেবে বিভিন্ন সংস্থায় ছাত্রছাত্রীদের ভ্রমণে নিয়ে যাওয়ার কথা বলা হয়েছে স্কুলগুলিকে । তবে, তা আরও সুসংহতভাবে ক্লাস্টারভিত্তিক উপায়ে করতে হবে ।"