কলকাতা, 8 ডিসেম্বর: মাসিক অবসর ভাতা ন্যূনতম 10 হাজার টাকা করার দাবি তুললেন কোল ইন্ডিয়ার কর্মীরা ৷ পাশাপাশি প্রত্যেক অবসরপ্রাপ্ত কর্মীকে স্বাস্থ্যবিমার আওতায় আনার দাবি উঠল কোল এমপ্লয়িজ ফোরামের তরফে ৷
সংগঠনের সভাপতি বিমান মিত্র সাংবাদিক বৈঠকে কর্মীদের দাবি ও দুর্দশার কথা তুলে ধরেন শনিবার । তিনি জানান, কোল ইন্ডিয়ার বহু কর্মীর মাসিক পেনশন 1000 টাকাও নয় । 49 টাকা মাসিক পেনশন পান এমন কর্মীও আছেন । সিংহভাগ কর্মীরই নেই স্বাস্থ্য সুরক্ষা । বিপুল সংখ্যক মৃত কর্মীর স্ত্রী পাচ্ছেন না নামমাত্র অবসর ভাতাও ।
মাসিক অবসর ভাতা ন্যূনতম 10 হাজারের দাবি কর্মীদের (ইটিভি ভারত) এরই সঙ্গে কোল এমপ্লয়িজ ফোরামের তরফে জানানো হয়, একাধিক সমস্যা মেটানোর দাবি জানানো ও আগামিদিনে আন্দোলনের পরিকল্পনা করতে পরের বছর 22 ফেব্রুয়ারি কোল অবসরপ্রাপ্ত কর্মীদের 13টি সংগঠনের প্রতিনিধিরা আলোচনায় বসতে চলেছেন ।
শনিবার কর্মী ও আধিকারিকদের অবসর জীবনের দুরবস্থা নিয়ে সরব হয় কোল এমপ্লয়িজ ফোরাম । তাদের কথায়, 6 লক্ষ অবসরপ্রাপ্ত কর্মী রয়েছেন । এই বিপুল পরিমাণ অবসরপ্রাপ্ত কর্মীদের মধ্যে মাত্র 1 লক্ষ স্বাস্থ্যবিমার আওতাধীন । তাও স্বাস্থ্যবিমার কভারেজ, কর্মীদের ক্ষেত্রে অবসরের পর আমৃত্যু মাত্র 8 লক্ষ টাকা । আধিকারিকদের ক্ষেত্রে আমৃত্যু মাত্র 25 লক্ষ । বাকি 5 লক্ষ কর্মী স্বাস্থ্যবিমার আওতাধীন নন ।
অন্যদিকে বড় সংখ্যায় অবসরপ্রাপ্ত কর্মী মারা গেলে কাগজপত্রের জটিলতার জেরে তাঁদের স্ত্রী নামমাত্র অবসরভাতাটুকুও পান না । এই সমস্ত বিষয় নিয়ে লাগাতার লড়াইয়ের পথে কোল এমপ্লয়িজ ফোরাম ।
সংগঠনের সভাপতি বিমান মিত্র বলেন, "আমরা এই সমস্ত দাবি নিয়ে গত সেপ্টেম্বর মাসে কোল ইন্ডিয়ার চেয়ারম্যানকে স্মারকলিপি দিয়েছি । তিনি কয়লা মন্ত্রকের সচিবকে পাঠিয়েছেন । আমি নিজে গিয়ে একাধিক কর্তার সঙ্গে কথা বলেছি । আমরা আলোচনা করে যেটা করতে পেরেছি সেটা হল, কাগজের ত্রুটি জটিলতা সরিয়ে মৃত কর্মীর স্ত্রীরা এসবিআই ব্যাংকের যে কোনও শাখায় গেলে স্বামীর প্রাপ্য পেনশন পাবেন । তবে আমরা ন্যূনতম 10 হাজার টাকা পেনশনের দাবি জানাচ্ছি । পাশাপাশি প্রত্যেক অবসরপ্রাপ্ত কর্মীকে স্বাস্থ্যবিমার আওতায় আনতে হবে । মৃত কর্মীদের স্ত্রীকে পেনশন দেওয়ার নিয়ম ত্রুটিমুক্ত করে বকেয়া মেটাতে হবে ।"
তিনি আরও বলেন, "এই সমস্ত বিষয় নিয়েই 13টি পেনশনার সংগঠন মিলিত হয়ে রবীন্দ্র তীর্থে আলোচনায় বসবে । আগামিদিনে কী করা হবে সেখানেই সিদ্ধান্ত নেওয়া হবে ।"
সংগঠনের দেওয়া তথ্য অনুসারে, কাগজে জটিলতা থাকায় 10 হাজার এমন মৃত কর্মীর স্ত্রী পেনশন দাবি করতে পারেননি । 1200 কর্মী মারা গিয়েছেন যাঁদের স্ত্রীরা এখনও পেনশন পাননি । 1 হাজারের নীচে পেনশন পান এমন 1 লক্ষ 2 হাজার কর্মী রয়েছেন । মাত্র 21 হাজার কর্মীকে দেওয়া হয়েছে 1000 টাকার উপরে ভাতা । 65 হাজার কর্মী আধিকারিকের পেনশনের প্রস্তাব পাঠানো আছে । তার মধ্যে মাত্র 32 হাজার কর্মী আধিকারিকের পেনশন শুরু হয়েছে ।