পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

পর্তুগিজ গির্জায় বড়দিনের প্রার্থনায় মুখ্যমন্ত্রী - CM MAMATA BANERJEE

বড়দিনের আগের রাতে ব্র্যাবোর্ন রোডে পর্তুগিজ গির্জায় প্রার্থনায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ তাঁর সঙ্গে ছিলেন প্রশাসন ও পুলিশের উচ্চপদস্থ কর্তারা ৷

Mamata Banerjee at midnight mass
বড়দিনের প্রার্থনায় চার্চে মুখ্যমন্ত্রী (নিজস্ব চিত্র)

By ETV Bharat Bangla Team

Published : 23 hours ago

Updated : 23 hours ago

কলকাতা, 25 ডিসেম্বর:বড়দিনে ক্যারলে যোগ দিতে মঙ্গলবার রাতেই গির্জায় পৌঁছে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রত্যেক বছরই বড়দিনের আগের রাতে গির্জায় যান তিনি। প্রার্থনায় যোগ দেওয়ার পাশাপাশি সকলকে বড়দিনের শুভেচ্ছা জানান মুখ্যমন্ত্রী ৷

বড়দিনের আগের রাতে গির্জায় প্রার্থনায় মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কখনও দেখা গিয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মেয়ে আজানিয়াকে ৷ আবার কখনও তাঁকে সঙ্গ দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার রাত 10টা নাগাদ ব্র্যাবোর্ন রোডে পর্তুগিজ গির্জায় পৌঁছে যান মুখ্যমন্ত্রী। এদিন তাঁর সঙ্গে ছিলেন রাজ্য প্রশাসন ও পুলিশের কর্তা ব্যক্তিরা ৷

ফাদার থমাস ডি'সুজা আশীর্বাদ করেছেন মুখ্যমন্ত্রীকে (নিজস্ব চিত্র)

প্রথমে বড়দিন উপলক্ষে গির্জায় বিভিন্ন সাজসজ্জা ঘুরে দেখেন মুখ্যমন্ত্রী । তারপর যোগ দেন প্রার্থনা অনুষ্ঠানে। এদিন মুখ্যমন্ত্রীর পাশাপাশি পর্তুগিজ গির্জায় প্রার্থনায় যোগ দেন রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার। ফাদার থমাস ডি'সুজা মুখ্যমন্ত্রীকে এই বিশেষ দিনে আশীর্বাদ করেন। প্রতি বছরই বড়দিন উপলক্ষে বিভিন্ন অনুষ্ঠান হয় কলকাতাজুড়ে । মমতা বন্দ্যোপাধ্যায় নিয়ম করে এ ধরনের অনুষ্ঠানে যোগ দেন। অতীতে মধ্য কলকাতার সেন্ট পলস ক্যাথিড্রাল গির্জায় ক্রিসমাস ক্যারলে যোগ দিতে দেখা গিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়কে। তবে এবার তাঁকে যেতে দেখা গেল ব্র্যাবোর্ন রোডে পর্তুগিজ গির্জায়।

ফাদার থমাস ডি'সুজা সঙ্গে মুখ্যমন্ত্রী (নিজস্ব চিত্র)

এদিন সেখানে 'বিশ্বপিতা তুমি হে প্রভু...' গানে গলাও মেলাতেও দেখা গেল রাজ্যের প্রশাসনিক প্রধানকে। প্রার্থনা শেষ করে সকলের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন মুখ্যমন্ত্রী ৷ পরে রাজ্যবাসীর উদ্দেশ্যে সোশাল মিডিয়ায় শুভেচ্ছাবার্তা দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ।

সেখানে তিনি লেখেন,"ক্রিসমাস হল আশা, ভালোবাসা এবং ঐক্যের উদযাপন। এই জাদুকরি ঋতুতে, আমরা ঐক্য এবং ভ্রাতৃত্বের চেতনাকে আলিঙ্গন করতে একত্রিত হওয়ার সঙ্গে সঙ্গে সমস্ত পার্থক্য দূর হয়ে যায়।"

Last Updated : 23 hours ago

ABOUT THE AUTHOR

...view details