পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

বীরভূম লোকসভা কেন্দ্রে প্রশাসনিক সভা, ফের অনুব্রত গড়ে মুখ্যমন্ত্রী

Mamata Banerjee Birbhum Visit: বীরভূমের প্রাক্তন তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডল এখন তিহাড় জেলে বন্দি ৷ এদিকে লোকসভা নির্বাচনের দিক এগিয়ে আসছে ৷ এই রাজনৈতিক আবহে অনুব্রতর গড়ে আসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷

By ETV Bharat Bangla Team

Published : Feb 15, 2024, 8:11 AM IST

ETV Bharat
মমতা বন্দ্যোপাধ্যায়ের বীরভূম সফর

বোলপুর, 15 ফেব্রুয়ারি: ফের অনুব্রতহীন বীরভূম সফরে আসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 17 ফেব্রুয়ারি তিনি বীরভূমে আসবেন ৷ 18 ফেব্রুয়ারি সিউড়িতে প্রশাসনিক সভা করবেন ৷ এখনও পর্যন্ত এমনই সম্ভাব্য সূচি তৈরি হয়েছে ৷ আসন্ন লোকসভা নির্বাচনের জন্য তৈরি কোর কমিটিই বীরভূমের সংগঠন পরিচালনা করবে, সেটা আগেই ঠিক হয়ে গিয়েছে ৷ তাও নির্বাচনের আগে এই জেলায় বেশকিছু জনমুখী প্রকল্প ঘোষণা করার কথা রয়েছে ৷ সেই কাজেই মুখ্যমন্ত্রী বীরভূমে আসছেন বলে খবর ৷ অনুব্রত মণ্ডল না-থাকাকালীন এ নিয়ে দ্বিতীয়বার বীরভূম সফরে আসছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়।

গরুপাচার ও আর্থিক প্রতারণার মামলায় এখন তিহাড়ে বন্দি প্রাক্তন বীরভূম জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডল ৷ তৃণমূল ও জেলা প্রশাসন সূত্রে জানা গিয়েছে, এবারের সফরে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের কোনও দলীয় কর্মসূচি নেই ৷ শুধু প্রশাসনিক সভা করবেন তিনি ৷ সূত্রের খবর, 17 ফেব্রুয়ারি বোলপুরে আসবেন মুখ্যমন্ত্রী ৷ বল্লভপুর জঙ্গলে রাঙাবিতান গেস্ট হাউসে রাত্রিবাস করবেন ৷ পরের দিন, অর্থাৎ 18 ফেব্রুয়ারি সিউড়িতে প্রশাসনিক সভা করবেন ৷ সভা শেষ করে ওইদিনই কলকাতার উদ্দেশ্যে রওনা দেবেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷

এর আগে বীরভূম সফরে এসে বোলপুরে প্রশাসনিক সভা করেছেন মুখ্যমন্ত্রী ৷ তবে এবার সিউড়িতে প্রশাসনিক সভা করছেন ৷ রাজনৈতিক ওয়াকিবহাল মহলের একাংশের মতে, পঞ্চায়েত নির্বাচনের নিরিখে বোলপুরের থেকে বীরভূম লোকসভায় তৃণমূলের সংগঠন দুর্বল ৷ তাই এবার সিউড়িতে প্রশাসনিক সভা করবেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷ আসন্ন নির্বাচনকে মাথায় রেখে বীরভূম থেকে বেশকিছু জনমুখী প্রকল্প ঘোষণা করতে পারেন মুখ্যমন্ত্রী ৷

জানুয়ারি মাসে কালীঘাটের বৈঠকে স্থির হয়, অনুব্রতহীন বীরভূমে 5 জনের কোর কমিটিই লোকসভা নির্বাচনে সাংগঠনিক হাল ধরবে ৷ 'প্রিয় কেষ্ট' ফিরলে তাঁকেই সসম্মানে দলের সব পদ ফিরিয়ে দেওয়ার নির্দেশও দিয়েছেন নেত্রী ৷ এই প্রসঙ্গে বীরভূম কোর কমিটির সদস্য তথা রাজ্যের ক্ষুদ্র-মাঝারি ও কুটির শিল্পমন্ত্রী চন্দ্রনাথ সিংহ বলেন, "জেলা সফরে আসছেন মুখ্যমন্ত্রী ৷ 17 ফেব্রুয়ারি বোলপুরে থাকার কথা ৷ 18 ফেব্রুয়ারি সিউড়িতে প্রশাসনিক সভা করার কথা এখনও পর্যন্ত ঠিক হয়েছে ৷"

আরও পড়ুন:

  1. অনুব্রতর সঙ্গে কেন যোগাযোগ ছিল বিভাসের? জিজ্ঞাসাবাদ সিবিআইয়ের
  2. তুমি কত বড় নেতা যে চেয়ার ছেড়ে উঠে যাও, কাজল শেখকে ধমক মমতার
  3. জয়দেব মেলায় হাসছেন 'তিহারবন্দি' অনুব্রত, ব্যানারে নেই কাজল শেখের ছবি

ABOUT THE AUTHOR

...view details