বোলপুর, 15 ফেব্রুয়ারি: ফের অনুব্রতহীন বীরভূম সফরে আসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 17 ফেব্রুয়ারি তিনি বীরভূমে আসবেন ৷ 18 ফেব্রুয়ারি সিউড়িতে প্রশাসনিক সভা করবেন ৷ এখনও পর্যন্ত এমনই সম্ভাব্য সূচি তৈরি হয়েছে ৷ আসন্ন লোকসভা নির্বাচনের জন্য তৈরি কোর কমিটিই বীরভূমের সংগঠন পরিচালনা করবে, সেটা আগেই ঠিক হয়ে গিয়েছে ৷ তাও নির্বাচনের আগে এই জেলায় বেশকিছু জনমুখী প্রকল্প ঘোষণা করার কথা রয়েছে ৷ সেই কাজেই মুখ্যমন্ত্রী বীরভূমে আসছেন বলে খবর ৷ অনুব্রত মণ্ডল না-থাকাকালীন এ নিয়ে দ্বিতীয়বার বীরভূম সফরে আসছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়।
গরুপাচার ও আর্থিক প্রতারণার মামলায় এখন তিহাড়ে বন্দি প্রাক্তন বীরভূম জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডল ৷ তৃণমূল ও জেলা প্রশাসন সূত্রে জানা গিয়েছে, এবারের সফরে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের কোনও দলীয় কর্মসূচি নেই ৷ শুধু প্রশাসনিক সভা করবেন তিনি ৷ সূত্রের খবর, 17 ফেব্রুয়ারি বোলপুরে আসবেন মুখ্যমন্ত্রী ৷ বল্লভপুর জঙ্গলে রাঙাবিতান গেস্ট হাউসে রাত্রিবাস করবেন ৷ পরের দিন, অর্থাৎ 18 ফেব্রুয়ারি সিউড়িতে প্রশাসনিক সভা করবেন ৷ সভা শেষ করে ওইদিনই কলকাতার উদ্দেশ্যে রওনা দেবেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷