পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

রাজ্যকে অন্ধকারে রেখেই ওয়াকফ বিল আনা হয়েছে, বিধানসভায় কেন্দ্রকে তোপ মমতার - MAMATA ON WAQF BILL

মুখ্যমন্ত্রীর কথায়, 2024 সালে যে সংশোধনী আনা হচ্ছে, তা নিয়ে রাজ্যগুলির সঙ্গে আলোচনা করা দরকার ছিল । কারণ, কেন্দ্রের পাশাপাশি রাজ্যেও ওয়াকফ বোর্ড আছে ।

mamata banerjee
ওয়াকফ বিল নিয়ে মুখ খুললেন মুখ্যমন্ত্রী (ইটিভি ভারত)

By ETV Bharat Bangla Team

Published : Nov 28, 2024, 2:31 PM IST

কলকাতা, 28 নভেম্বর: ওয়াকফ বিল নিয়ে কেন্দ্র রাজ্য সরকারের সঙ্গে কোনোভাবেই আলোচনা করেনি । বৃহস্পতিবার বিধানসভায় দাঁড়িয়ে এমনটাই দাবি করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ।

এ দিন বিধানসভার প্রশ্নোত্তর পর্বে তৃণমূল বিধায়ক মোশারফ হোসেন কেন্দ্রের আনা ওয়াকফ বিল রাজ্যকে জানিয়ে করা হয়েছে কি না, তা নিয়ে প্রশ্ন তোলেন । এরই জবাব দিতে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, "রাজ্য সরকারের সঙ্গে কেন্দ্রের ওয়াকফ বিল নিয়ে কোনও আলোচনা হয়নি ।"

বিধানসভায় ওয়াকফ বিল নিয়ে কথা বললেন মুখ্যমন্ত্রী (নিজস্ব ছবি)

মুখ্যমন্ত্রীর কথায়, "ওয়াকফ বোর্ড বা ওয়াকফ সম্পত্তি ব্রিটিশ আমল থেকে চলে আসছে । আমরা এগুলি তৈরি করিনি । মূল আইনটি 1935 সালের । তবে কেন্দ্রীয় সরকার 1995 সালের আইন সংশোধন করার জন্য গত 8 অগস্ট লোকসভায় একটি সংশোধনী বিল নিয়ে এসেছে । তা যদি আইনে পরিণত হয় তাহলে দেশের ওয়াকফ ব্যবস্থা ধ্বংস হয়ে যাবে । এটা আমাদের অভিমত ।"

তিনি আরও বলেন, "ওয়াকফ বিল নিয়ে আমাদের সঙ্গে কোনও আলোচনা হয়নি । 2024 সালে যে সংশোধনী আনা হচ্ছে, তা নিয়ে রাজ্যগুলির সঙ্গে আলোচনা করা দরকার ছিল । কারণ, কেন্দ্রে যেমন ওয়াকফ বোর্ড আছে, একইভাবে রাজ্যেও ওয়াকফ বোর্ড আছে । আর সবটাই কোয়াসি জুডিশিয়াল বডি । আমরা সংবাদমাধ্যম থেকে জেনেছি বিষয়টা ।"

মুখ্যমন্ত্রীর দাবি, "আমাদের সাংসদরা এই বিষয়টিকে নিয়ে প্রথমেই প্রতিবাদ করেছিলেন । তাঁদের প্রতিবাদের কারণেই সংসদে একটা জয়েন্ট পার্লামেন্টারি কমিটি হয়েছিল । পরবর্তীতে সকল বিরোধী দল মিলেই এটাকে বয়কট করে, সেখানে কিছু অপ্রীতিকর ঘটনাও ঘটে । সেই কারণে জেপিসির যে ভিজিট, তা বাতিল হয়ে গিয়েছে । বলা হয়েছে, এই বিষয়টি 2025 সালের মার্চ মাসে বাজেটে নিয়ে আসা হবে ।"

ওয়াকফ বিল নিয়ে কেন্দ্রকে আক্রমণ শানালেন মমতা বন্দ্যোাপাধ্যায় (নিজস্ব ছবি)

ওয়াকফ বিল নিয়ে রাজ্যকে উপেক্ষা করে শুধুমাত্র কাগজে বিজ্ঞাপনের মতো করে বিজ্ঞপ্তি দিয়ে দেওয়া হয়েছে ৷ এই দাবি করে ঘটনায় কিছুটা বিস্ময় প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোাপাধ্যায় । তিনি বলেন, "কেন্দ্রীয় সরকারের বিজ্ঞপ্তি দেখেছি । কোনোভাবেই রাজ্য সরকারের মতামত চাওয়া হয়নি । এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ তথা স্পর্শকাতর একটা বিষয় । সমাজের একটি নির্দিষ্ট অংশকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে অবমাননা করার চেষ্টা হচ্ছে ।"

মুখ্যমন্ত্রীর দাবি, এই বিলকে একটি অংশকে উপেক্ষা করার জন্য করা হয়েছে ৷ কেন এমনটা করা হচ্ছে তার ব্যাখ্যা দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, "এটা একটা ধর্মের বিরুদ্ধে বিল । ভারতীয় সংবিধানে 75 বছর পূর্তি হয়েছে গত 26 তারিখ । ভারতবর্ষ ধর্মনিরপেক্ষ ও গণতান্ত্রিক রাষ্ট্র । বৈচিত্রের মধ্যে ঐক্যই আমাদের প্রধান শক্তি ।"

মুখ্যমন্ত্রী বলেছেন, "এই বিলটি 26 নম্বর ধারায় প্রদত্ত ধর্মীয় স্বাধীনতার অধিকার এবং 14 নম্বর ধারায় বলা সাম্যের অধিকারকে লংঙ্ঘন করা হয়েছে । এছাড়াও সংবিধানের রাজ্য তালিকার 18 এবং 35 নম্বর ধারার বলা আছে, ভূমি সংক্রান্ত বিষয়ে আইন প্রণয়নের অধিকার রাজ্য সরকারের রয়েছে । এটা রাজ্যের একটি এক্তিয়ার ভুক্ত বিষয় । কেন্দ্র এমন কোনও আইন করতে পারে না, যা রাজ্যের অধিকারকে খর্ব করে । আমি বলতে পারি, এখানে রাজ্য বিধানসভার অধিকারও ক্ষুন্ন করা হয়েছে ।"

ABOUT THE AUTHOR

...view details