পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

'আমার জন্য সুব্রতদাকে গ্রেফতার হতে হয়েছিল', মূর্তি উদ্বোধনে প্রয়াত নেতার স্মৃতি রোমন্থন মমতার - subrata mukherjee statue at Ekdalia

Mamata Banerjee: "আমার জন্য সুব্রতদাকে গ্রেফতার হতে হয়েছিল ৷" আজ বালিগঞ্জের একডালিয়া সুব্রত মুখোপাধ্যায়ের মূর্তি উন্মোচন করে স্মৃতিমেদুর হয়ে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ তুলে ধরলেন পোড় খাওয়া এই নেতার সঙ্গে তাঁর সম্পর্কের কথা ৷

Mamata Banerjee
এরডালিয়ায় সুব্রত মুখোপাধ্যায়ের মুর্তি উন্মোচনে মমতা বন্দ্যোপাধ্যায়

By ETV Bharat Bangla Team

Published : Mar 14, 2024, 10:50 PM IST

Updated : Mar 14, 2024, 10:57 PM IST

কলকাতা, 14 মার্চ:মূর্তি উদ্বোধেনে এসে স্মৃতি মেদুর মমতা বন্দ্যোপাধ্যায় ৷ বৃ্হস্পতিবার একডালিয়ায় মুখ্যমন্ত্রী প্রয়াত তৃণমূল কংগ্রেস নেতা ও প্রাক্তন মন্ত্রী তথা প্রাক্তন মেয়র সুব্রত মুখোপাধ্যায়ের একটি মূর্তি উন্মোচন করেন ৷ সেই উদ্বোধনে এসে রীতিমতো আবেগপ্রবণ হয়ে পড়েন মুখ্যমন্ত্রী। শুধু আবেগপ্রবণ বললে ভুল বলা হবে, অতীত স্মৃতি তুলে এনে এই প্রয়াত নেতাকে নিয়ে স্মৃতিমেদুর হতে দেখা যায় মুখ্যমন্ত্রীকে ৷ কীভাবে তাঁরা একসঙ্গে আন্দোলন করেছেন, খাওয়াদাওয়া নিয়ে কী বায়না ছিল তাঁর, সবই বললেন একডালিয়ার মঞ্চে।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং সুব্রত মুখোপাধ্যায়ের রসায়ন খুব ভালো তা সকলেরই জানা । মুখ্যমন্ত্রী এদিন সেই স্মৃতি তুলে ধরে বলেন, "আমার জন্য একবার গ্রেফতারও হতে হয়েছিল সুব্রতদাকে ।" এরপরই মুখ্যমন্ত্রী শুরু করেন স্মৃতী রোমন্থন ৷ মুখ্যমন্ত্রীর কথা অনুসারে, "সেটা ছিল বাম জমানা। তখন হকার উচ্ছেদ চলছিল। সিপিএম আমলে অপারেশন সানশাইন করা হয়েছিল। সেই সময় একদিন সুব্রত মুখোপাধ্যায় বনধ ডেকেছিলেন । কিন্তু তারপরও তিনি ঘরে বসে ছিলেন । তখন তিন-চারজনকে নিয়ে আমি সুব্রত মুখোপাধ্যায়ের বাড়ি গিয়েছিলাম।"

মমতা প্রশ্ন করেছিলেন, বনধ ডেকে কেন সুব্রত মুখোপাধ্য়ায় ঘরে বসে আছেন ? মিছিল করার কথা বলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। আজকের মুখ্যমন্ত্রীর সেই প্রশ্নের উত্তরেই সুব্রত মুখোপাধ্যায় বলেছিলেন, 4-5 জন মিলে কীভাবে মিছিল করব? মমতা জোর করে সুব্রতকে নিয়ে বেরিয়ে পড়েছিলেন । জনা পাঁচেকের মিছিল কিছুক্ষণের মধ্যেই 500 জনের মিছিলে পরিণত হয়েছিল । আর এদিনের ওই ঘটনার জন্য গ্রেফতার হতে হয়েছিল সুব্রত মুখোপাধ্যায়কে। সুব্রত মুখোপাধ্যায় বলছিলেন, "দেখলি তো তোর জন্য আমাকে জেলে যেতে হল।"
এদিন মমতা বন্দ্যোপাধ্যায় যখন এসব স্মৃতি রোমন্থন করছিলেন তখন তার পাশে ছিলেন প্রয়াত সুব্রত মুখোপাধ্যায়ের স্ত্রী ছন্দাবাণী মুখোপাধ্যায়। প্রাক্তন মেয়র, একদা সহযোদ্ধাকে স্মরণ করতে গিয়ে এদিন প্রতিক্ষণেই আবেগপ্রবণ হয়ে পড় ছিলেন তৃণমূল সুপ্রিমো । বক্তব্য রাখতে গিয়ে বার বার থেমে যাচ্ছিলেন তিনি । বুঝতে অসুবিধা হচ্ছিল না বাকরুদ্ধ হয়ে আসছিল তাঁর কণ্ঠ । তারই মধ্যে নাগরিকদের সঙ্গে ভাগ করে নিলেন মধুর স্মৃতি ৷

আরও পড়ুন:

  1. গুরুতর আহত মমতা বন্দ্যোপাধ্যায়, নিয়ে যাওয়া হল এসএসকেএমে
  2. নেতারা ঐক্যবদ্ধ হলে অধীর ফ্যাক্টর নন, মুর্শিদাবাদের জেলা নেতাদের বোঝালেন মমতা
  3. 'ধর্ম ঠিক করবে কে অনুপ্রবেশকারী আর কে শরণার্থী ?', শাহকে কড়া আক্রমণ তৃণমূলের সাগরিকার
Last Updated : Mar 14, 2024, 10:57 PM IST

ABOUT THE AUTHOR

...view details