কলকাতা, 15 ফেব্রুয়ারি: বৃহস্পতিবার বাজেট ভাষণে ফের একবার মুখ্যমন্ত্রীর কথায় উঠে এল 100 দিনের কাজের প্রসঙ্গ ৷ 21 ফেব্রুয়ারি রাজ্যের 100 দিনের কাজের শ্রমিকদের টাকা রাজ্য সরকারই মিটিয়ে দেবে বলে জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী ৷ কিন্তু এদিন বাজেটের জবাবি ভাষণে বিধানসভায় দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় জানান, 21 ফেব্রুয়ারির বদলে সেই টাকা দেওয়া হবে 1 মার্চ ৷ এদিন তিনি বলেন, " 100 দিনের কাজ করেছে 21 লক্ষ মানুষ। তাদের 21 ফেব্রুয়ারি থেকে সেই টাকা দেব বলেছিলাম। কিন্তু সেটা আমরা 1 মার্চ থেকে দেব। সার্ভে করতে গিয়ে সংখ্যাটা বেড়ে হয়েছে 24 লক্ষ ৷"
এদিন বিরোধীদের আক্রমণ করে মুখ্যমন্ত্রী বলেন, "অনেকেই আছেন যাঁরা নিজেরা কাজ করেন না। কিন্তু একতরফা ভাষণ দিয়ে যান। মিথ্যে ভাষণ দিয়ে কনফিউজ করার জন্য ভাওতা দেওয়ার জন্য নানা কথা বলে যান ৷ তাঁদের উত্তর শোনার মানসিকতা নেই ৷ একজন অর্থনীতিবিদ এসেছেন। তিনি বললেন রাজ্যের নাকি কোনও দিশা নেই। তাহলে চলছে কী করে রাজ্য ?"
একই সঙ্গে এদিন মুখ্যমন্ত্রী বলেন, "21 লক্ষ শ্রমিকের মাইনের হিসাব দেওয়া হয়েছে। একটা টোকেন মানির কথা বলা হয়েছে কর্মশ্রীর জন্য ৷ পথশ্রীর টাকা রাজ্যের টাকা। মিথ্যা বলে যাচ্ছে শুধু। জঙ্গলমহল নিয়ে নাকি কিছু বলা নেই ! সারা বাংলা নিয়ে বলা আছে বাজেটে। 23 টা জেলার প্রত্যেক স্কিম আছে। চা সুন্দরীদের নাকি উচ্ছেদ করে হচ্ছে ! ওদের উদ্বাস্তু করা হল কোথা থেকে ? জমি আর এক লক্ষ 20 হাজার করে দেওয়া হচ্ছে। বিজেপি কিছু করতে পেরেছে ? ভোট এলেই চা বাগান অধিগ্রহণ করবে বলা হয় ৷"
এদিন বিধানসভায় মুখ্যমন্ত্রী আরও বলেন, "শুনেছি আধার কার্ড বাতিল করে দেবে। হঠাৎ করে নাকি বাতিল করে দিতে বলেছে। যাতে মানুষ ভোট দিতে না পারে। কত টাকা দিয়ে ঘুরে ঘুরে আধার কার্ড করা। আমি প্রশাসনকে বিষয়টি দেখতে বলেছি ৷ 2011 সালের পর থেকে ধারাবাহিকভাবে আমাদের সরকার কাজ করে চলেছে ৷ ভোটের আগে এলাম কুহু-কুহু ডাকলাম, চলে গেলাম এরকম করি না ৷"