কলকাতা, 25 ফেব্রুয়ারি: মহাকুম্ভ 144 বছর পর হচ্ছে ৷ এই তথ্য নিয়ে প্রশ্ন তুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ মঙ্গলবার নবান্নে সাংবাদিক বৈঠকে তিনি বলেন, " 144 বছর আগে হয়েছিল, আবার 144 বছর পর মহাকুম্ভ হবে। এমনটা ভাবা ঠিক নয় ৷" পাশাপাশি তিনি জানান, কোনও ধর্মকেই অসম্মান করেননি।
এই প্রসঙ্গে মুখ্যমন্ত্রী আরও বলেন, "আমি যা বলছি সেটা ভুলও হতে পারে ৷ কারণ, আমি এ বিষয়ে অজ্ঞ ৷ যাঁরা এ বিষয়টি জানেন তাঁদের কাছে অনুরোধ, আমাকে গবেষণা করে জানাবেন সঠিকটা কী ! গঙ্গাসাগর প্রতি বছর হয় ৷ মহাকুম্ভ বারো বছর অন্তর হয় ৷ পুরীর জগন্নাথ মন্দিরের নিমকাঠের মূর্তি তৈরিরও অনেক নিয়ম আছে ৷ আমি যতদূর জানি, সেটা ভুল হতে পারে, পুরীর নিয়ম অনুযায়ী সম্ভবত বারো বছর পরপর নিমকাঠের মূর্তি বদলানো হয় ৷ 2014 সালে মহাকুম্ভ হয়েছিল ৷ আমার যদি ভুল হয়, তাহলে আপনারা সংশোধন করে দেবেন ৷ 144 বছর পর কুম্ভ হচ্ছে, এটা ঠিক নয় ৷"
এদিন ফের প্রয়াগরাজে মহাকুম্ভ মেলায় একের পর এক দুর্ঘটনা নিয়ে সমালোচনা করেন মমতা ৷ মহাকুম্ভকে কেন্দ্র করে একের পর এক দুর্ঘটনায় বহু মানুষের প্রাণ গিয়েছে ৷ সেই প্রসঙ্গ উত্থাপন করে মুখ্যমন্ত্রী মমতা বলেন, "দুর্ঘটনার আগে বা পরে আমরা যদি তা নিয়ে সঠিক পরিকল্পনা না করি তাহলে সাধারণ মানুষের সমস্যা হয় ৷ যোগী সাহেব যতই আমাকে গালাগালি দিন, তাতে আমার ফোসকা পড়বে না ৷ মুখ্যমন্ত্রী হিসেবে আপনার উপর আমার নিশ্চয়ই শ্রদ্ধা আছে ৷ অনেক পরিবার বিপদে পড়েছে। তাদের হাতে মৃতদেহ তুলে দেওয়ার আগে আপনারা ময়নাতদন্ত করেননি ৷ আমরা বাধ্য হয়েছি ময়নাতদন্ত করাতে ৷ আপনারা অর্থ সাহায্যের ঘোষণা করেছেন। সেই পরিবারগুলিকে দ্রুত সেই অর্থ দিয়ে দেওয়া উচিত ৷"
গত 18 ফেব্রুয়ারি রাজ্য় বিধানসভায় মহাকুম্ভ ঘিরে একের পর দুর্ঘটনা নিয়ে যোগী সরকারকে কড়া আক্রমণ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ একটি প্রসঙ্গে তাঁকে বলতে শোনা যায় মহাকুম্ভ মৃত্যুকুম্ভে পরিণত হয়েছে। তাঁর মন্তব্যে বিতর্ক তৈরি হয় ৷ বিজেপি নেতারা এমনকী উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথও মুখ্যমন্ত্রীর মন্তব্যের পাল্টা সমালোচনা করেন ৷
এদিন রাজ্য মন্ত্রিসভার বৈঠকের পর সাংবাদিকদের তিনি বলেন, "কোনও ধর্মকে আমি অসম্মান করিনি ৷" তিনি জানান, কুম্ভে যে ধরনের অব্যবস্থা হয়েছে সেটা তুলে ধরার চেষ্টা করেছেন ৷ মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের কাছে মুখ্যমন্ত্রীর স্পষ্ট দাবি, কুম্ভে যাঁদের মৃত্যু হয়েছে, দ্রুত তাঁদের ক্ষতিপূরণ দেওয়া হোক ৷