দুর্গাপুর, 27 মে: রেমাল আতঙ্কে সকাল থেকে যখন রাজ্যের বিভিন্ন জেলায় বৃষ্টির দাপট, সেই বৃষ্টি ভেজা সকালেই হু হু করে বের হচ্ছে কালো ধোঁওয়া ! দুর্গাপুর স্টেশন বাজারের একটি কাপড়ের দোকানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল সোমাবর ৷ এই আগুনের জেরে ব্যাপক চাঞ্চল্য ছড়ায় গোটা এলাকায় । স্থানীয়রা প্রথমে জল দিয়ে আগুন নেভানোর চেষ্টা চালায় । আগুনের তীব্রতা ক্রমশ বাড়তে থাকায় খবর দেওয়া হয় দুর্গাপুরের দমকল বিভাগে । ঘটনাস্থলে পৌঁছয় দুর্গাপুরের দমকলের একটি ইঞ্জিন । দমকলের চার ঘণ্টার চেষ্টায় শেষে এই আগুন নিয়ন্ত্রণে আসে । পুড়ে ছাই হয়ে গিয়েছে দোকানের বেশিরভাগ জিনিসপত্র ৷
পাশের দোকানের এক কর্মী তরুণ রুইদাস বলেন, "আমরা দোকান খোলার পর দেখতে পাই ওই দোকানের সুইচ বোর্ড থেকে আগুন বের হচ্ছে । খবর দিই ওই দোকানের মালিককে । আমরাই প্রথমে হাত লাগিয়ে দোকানের জিনিসপত্র খালি করি । পরে দমকল আসে ৷ তবুও ভেতরে থাকা বেশ কিছু জিনিস পুড়ে গিয়েছে ।"