ডায়মন্ড হারবার, 26 ফেব্রুয়ারি: আইসিইউ’তে ঢুতে রোগীর শ্লীলতাহানি ৷ ডায়মন্ড হারবারের ঘটনায় চাঞ্চল্য ৷ অভিযোগ, হাসপাতালের আইসিইউ বিভাগে চিকিৎসাধীন এক নাবালিকা ছাত্রীর শ্লীলতাহানির করা হয়েছে । ডায়মন্ড হারবার হাসপাতালে ভর্তি রয়েছে নবম শ্রেণির ওই ছাত্রী । সেখানেই হাসপাতালের এক সাফাই কর্মী তার শ্লীলতাহানি করে বলে অভিযোগ । ইতিমধ্যেই শ্লীলতাহানির অভিযোগে গ্রেফতার করা হয়েছে ওই সাফাই কর্মীকে ৷
গত শনিবার সন্ধ্যায় নেতড়ার এক বাসিন্দা তাঁর অসুস্থ মেয়েকে ডায়মন্ড হারবার হাসপাতালে ভর্তি করেন । শারীরিক অবস্থার অবনতি হলে রাতে ক্রিটিকাল কেয়ার ইউনিটে নিয়ে যাওয়া হয় । পরিবারের অভিযোগ, আইসিইউ’য়ের মধ্যেই রাতে ওই ছাত্রীকে শারীরিক নির্যাতন করা হয় ।
সোমবার পরিবারের লোকজন দেখা করতে গেলে, নির্যাতিতা ছাত্রী তার মা’কে সমস্ত ঘটনা জানায় । তারপর হাসপাতাল কর্তৃপক্ষ ও ডায়মন্ড হারবার থানায় অভিযোগ জানায় নির্যাতিতা ছাত্রীর পরিবার । নাবালিকার মা বলেন, ‘‘মেয়ে অসুস্থ হয়ে পড়ায় হাসপাতালে ভর্তি করেছিলাম । অবস্থা খারাপ ছিল । ওই অবস্থায় হাসপাতালের ভিতরেই যে ওর এমন অবস্থা করবে ভাবব কীভাবে । কোথাও কি মেয়েদের কোনও নিরাপত্তা নেই ।’’