কলকাতা, 29 মে: বাংলাদেশের সাংসদ আনওয়ারুল আজিম খুনের ঘটনার তদন্ত করতে এবার নেপাল রওনা দিচ্ছে সিআইডি ৷ চলতি সপ্তাহে সিআইডির একটি বিশেষ প্রতিনিধি দল নেপালের উদ্দেশ্যে রওনা দেবে বলে ভবানী ভবন সূত্রে জানা গিয়েছে । এই ঘটনায় সিয়াম নামে এক ব্যক্তির খোঁজে নেপালে পাড়ি দিতে চলেছে সিআইডি । ইতিমধ্যেই বিধাননগর কমিশনারেটর গোয়েন্দা বিভাগের থেকে এই তদন্তভার গ্রহণ করেছে সিআইডি । আর তদন্তে নেমে সিআইডির গোয়েন্দারা জানতে পেরেছেন, এই ঘটনায় জিহাদকে সাহায্য করেছিল সিয়াম নামে ওই ব্যক্তি । ঘটনার পর সে নেপালে পালিয়ে গিয়েছে । সঠিক কোন রুট ধরে সিয়াম নেপালের উদ্দেশ্যে রওনা দিয়েছিল তা জানার জন্যই এবার পড়শি দেশে যাত্রা করবে সিআইডি ।
নিউটাউনের সেপটিক ট্যাঙ্কে মিলল চার কেজি টুকরো মাংস, চুল; বাংলাদেশি সাংসদের দেহাংশ ?
ইতিমধ্যেই দেশের সাংসদ খুন হওয়ায় বাংলাদেশ পুলিশের গোয়েন্দারা এই শহরে এসেছেন । মঙ্গলবার অভিযুক্তকে জেরা করে তদন্তকারীরা জানতে পারেন, নিউটাউনে সংশ্লিষ্ট ফ্ল্যাট যেখানে সাংসদ ছিলেন তার পাশে একটি সেপটিক ট্যাঙ্কে কিছু বস্তু থাকলেও থাকতে পারে । এরপরই সেখানে তল্লাশি অভিযান চালানো হয় । রাতে সেখান থেকে উদ্ধার হয় প্রায় 4 কেজি মাংসের দলা । সঙ্গে উদ্ধার হয় বেশ কিছু চুল। ইতিমধ্যেই সেগুলি ফরেনসিক পরীক্ষার জন্য পাঠিয়েছে পুলিশ। রিপোর্ট পেলে জানা যাবে সেগুলি প্রয়াত সাংসদের কিনা।
পাশাপাশি ওই উদ্ধার হওয়া মাংসের দলা কার তা চিহ্নিত করতে ডিএনএ পরীক্ষার জন্য বাংলাদেশে সাংসদের পরিবারের সঙ্গে কথা বলেছেন সিআইডির গোয়েন্দারা । সম্প্রতি শেখ হাসিনার দলের এই প্রবীণ সাংসদ বাংলাদেশ থেকে কলকাতায় এসেছিলেন । তারপর থেকে তিনি নিখোঁজ হয়ে যান । কিছুদিন পর জানা যায় যে, নিউটাউনের একটি ফ্ল্যাটে তাঁকে খুন করা হয়েছে । এমনকী সাংসদের দেহ বিভিন্ন খণ্ডে ভাগ করে সেগুলি বিভিন্ন জায়গায় ফেলে দেওয়া হয় । এবার এই ঘটনার তদন্তে এলো নয়া মোড়।
অচৈতন্য করতে ক্লোরোফর্ম, মাংস কাটার সরঞ্জাম দিয়ে দেহ টুকরো ! সাংসদ খুনে চাঞ্চল্যকর তথ্য