পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

সাংসদ খুনে বাংলাদেশে গ্রেফতার 3; পরিকল্পিত খুন, দাবি হাসিনার মন্ত্রীর - Bangladesh MP Murder

CID Investigation In Bangladesh MP Murder: বাংলাদেশের সাংসদ খুনে সিআইডি তদন্ত শুরু হল কলকাতায়। শুরুতেই গোয়ান্দাদের হাতে এল একাধিক চাঞ্চল্যকর তথ্য। খুনের ঘটনার নেপথ্যে রয়েছে পদ্মাপাড়ের দুষ্কৃতীরা। পাশাপাশি এই ঘটনায় বাংলাদেশে তিনজনকে গ্রেফতার করা হয়েছে। হাসিনা প্রশাসনের দাবি, নির্দিষ্ট পরিকল্পনার ভিত্তিতেই খুন করা হয়েছে সাংসদকে।

CID Investigation Order In Bangladesh MP Murder
সিআইডি দফতর, বাংলাদেশের প্রয়াত এমপি (ইনসেটে) (নিজস্ব চিত্র)

By ETV Bharat Bangla Team

Published : May 22, 2024, 10:27 PM IST

Updated : May 23, 2024, 3:39 PM IST

ঘটনার তদন্তভার হাতে নিল সিআইডি (ইটিভি ভারত)

কলকাতা ও ঢাকা 22 মে:সাংসদ আনোয়ারুল আজিমের মৃত্যুর ঘটনায় বাংলাদেশ পুলিশ তিনজনকে গ্রেফতার করেছে বলে জানিয়েছেন, সে দেশের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। সংবাদসংস্থা পিটিআই-তে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রীর দাবি, এটি একটি পরিকল্পিত খুন। এই ঘটনায় ইতিমধ্যেই শোকজ্ঞাপন করেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অন্যদিকে, আনোয়ারুল আজিমের অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় কলকাতায় তদন্তভার নিজেদের হাতে নিল সিআইডি। এই বিষয়ে বিস্ফোরক দাবি করেছেন বাংলাদেশ পুলিশের গোয়েন্দা শাখার প্রধান হারুন আর রশিদ। তাঁর মতে, সে দেশের অপরাধীদের কোনও একটি চক্র এই খুনের নেপথ্যে রয়েছে। ঠিক কী ঘটেছে, তা জানতে তদন্ত শুরু করেছে ঢাকার শের এ বাংলা থানা ।

ঢাকার একাধিক সংবাদমাধ্যমের দাবি, গত 12 মে চিকিৎসার জন্য ভারতে আসেন বাংলাদেশের সাংসদ আনোয়ারুল আজিম। একাধিক প্রতিবেদনে দাবি করা হয়েছে, প্রায় 9 দিন ধরে নিখোঁজ ছিলেন তিনি। তাছাড়াও কলকাতা পুলিশ সূত্রে জানা গিয়েছে, গোপাল বিশ্বাস নামে বরানগরের এক বাসিন্দা থানায় মিসিং ডায়েরিও করেন 18 মে।

আরও পড়ুন: নিউটাউনে উদ্ধার বাংলাদেশের সাংসদ আনোয়ারুল আজিমের দেহ, মৃত্যুর কারণ ঘিরে রহস্য

প্রয়াত সাংসদের মেয়ে মুমতারিন ফেরদৌস ডোরিন ঘটনার প্রকৃত তদন্ত দাবি করেছেন বলে জানিয়েছে সংবাদ সংস্থা পিটিআই। তিনি বলেন, "আমার বাবাকে কারা এবং কেন হত্যা করেছে তা আমি জানতে চাই। বাবার খুনিদের ফাঁসির দাবি জানাচ্ছি।" বাংলাদেশ ছাড়ার আগে বাবার সঙ্গে শেষ কী কথা হয়েছিল তা-ও সংবাদসংস্থাকে জানিয়েছেন মেয়ে। তাঁর দাবি, ভিডিয়ো কলে প্রয়াত সাংসদ বলেছিলেন, "দু-একদিনের মধ্যে ফিরে আসবেন।" দেশে ফিরে মেয়েকে দাঁতের চিকিৎসকের কাছে নিয়ে যাবেন বলেও জানিয়েছিলেন আনোয়ারুল।

এদিকে, পশ্চিমবঙ্গ পুলিশের গোয়েন্দা বিভাগ ইতিমধ্যেই এই ঘটনার তদন্ত শুরু করে দিয়েছে। তদন্তে নেমে রাজ্য পুলিশের গোয়েন্দা বিভাগ ও এসটিএফের একটি দল নিউটাউনের ওই ফ্ল্যাটে গিয়ে হাজির হয়। এই তদন্ত অভিযানের নেতৃত্বে ছিলেন সিআইডি'র আইজি অখিলেশ কুমার চতুর্বেদী। এই ঘটনায় যে আবাসন থেকে বাংলাদেশের এমপির দেহ উদ্ধার হয়েছে এখানকার সিসিটিভি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করছে পুলিশ। এছাড়াও, বিধাননগর কমিশনারেটের গোয়েন্দা বিভাগের স্নিফার ডগ নিয়ে যাওয়া হয়। পাশাপাশি ঘটনাস্থলে আসেন ফরেনসিক বিশেষজ্ঞরাও।

আরও পড়ুন: পরকীয়ায় বিএসএফে কর্মরত স্ত্রী ! প্রতিবাদের পরই উদ্ধার স্বামীর দেহ

Last Updated : May 23, 2024, 3:39 PM IST

ABOUT THE AUTHOR

...view details