কলকাতা, 2 এপ্রিল: উৎপাদনের সর্বকালীন রেকর্ড ভাঙল চিত্তরঞ্জন রেল ইঞ্জিন কারখানা । 2023-24 অর্থবর্ষে মোট 580টি রেল ইঞ্জিন তৈরি করল চিত্তরঞ্জন লোকোমেটিভ ওয়ার্কস বা সিএলডব্লুউ । ওই আর্থিক বর্ষে 540টি ইঞ্জিন বানানোর লক্ষ্যমাত্রা ছিল চিত্তরঞ্জন রেল কারখানার । সেই লক্ষ্যমাত্রাকে ছাপিয়ে 40টি বেশি ইঞ্জিন তৈরি করে ফেলেছে কারখানার দক্ষ শ্রমিকরা । চিত্তরঞ্জন রেলইঞ্জিন কারখানার জেনারেল ম্যানেজার হিতেন্দ্র মালহোত্রা শ্রমিকদের এই নয়া রেকর্ড গড়ার জন্য শুভেচ্ছা জানিয়েছেন ।
এর আগে 2019-20 সালে প্রথমবার বিশ্ব রেকর্ড করেছিল চিত্তরঞ্জন রেল কারখানা । সেবার 402টি ইঞ্জিন বানিয়ে লিমকা বুক অফ রেকর্ডে নাম তুলেছিল সিএলডব্লুউ । 2021-22 অর্থবর্ষে করোনাকাল থাকায় উৎপাদনে সামান্য ঘাটতি আসে । 2022-23 অর্থবর্ষে 436টি রেল ইঞ্জিন প্রস্তুত করেছিল সিএলডব্লু । কিন্তু দেশে ইঞ্জিনের বিরাট চাহিদা থাকায় 2023-2024 সালে রেলবোর্ড টার্গেট দেয় 540টি ইঞ্জিন । অর্থাৎ, 2022-23 এর উৎপাদনের 100টি বেশি ইঞ্জিন ।
তবে এই বিরাট পাহাড় প্রমাণ টার্গেট শুনেও পিছিয়ে যায়নি কারখানার দক্ষ শ্রমিকরা । কারণ ততদিনে একদিনে 12টি ইঞ্জিন তৈরি করার রেকর্ড করে ফেলেছে । 2022-23 সালের মার্চ মাসে একদিনে 12টি রেল ইঞ্জিন বানিয়েছিল সিএলডব্লুউ ।