পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

বছরে 580টি ইঞ্জিন, সর্বকালীন রেকর্ড ভাঙল চিত্তরঞ্জন রেল কারখানা - Chittaranjan Locomotive Works - CHITTARANJAN LOCOMOTIVE WORKS

Rail Engine: এক বছরে 580টি ইঞ্জিন তৈরি করে নয়া রেকর্ড গড়ল চিত্তরঞ্জন রেল কারখানা ৷ এর জন্য শ্রমিকদের শুভেচ্ছা জানিয়েছেন কারখানার জেনারেল ম্যানেজার ৷

CHITTARANJAN LOCOMOTIVE WORKS , চিত্তরঞ্জন রেল ইঞ্জিন কারখানা
চিত্তরঞ্জন রেল ইঞ্জিন কারখানা

By ETV Bharat Bangla Team

Published : Apr 2, 2024, 7:25 AM IST

কলকাতা, 2 এপ্রিল: উৎপাদনের সর্বকালীন রেকর্ড ভাঙল চিত্তরঞ্জন রেল ইঞ্জিন কারখানা । 2023-24 অর্থবর্ষে মোট 580টি রেল ইঞ্জিন তৈরি করল চিত্তরঞ্জন লোকোমেটিভ ওয়ার্কস বা সিএলডব্লুউ । ওই আর্থিক বর্ষে 540টি ইঞ্জিন বানানোর লক্ষ্যমাত্রা ছিল চিত্তরঞ্জন রেল কারখানার । সেই লক্ষ্যমাত্রাকে ছাপিয়ে 40টি বেশি ইঞ্জিন তৈরি করে ফেলেছে কারখানার দক্ষ শ্রমিকরা । চিত্তরঞ্জন রেলইঞ্জিন কারখানার জেনারেল ম্যানেজার হিতেন্দ্র মালহোত্রা শ্রমিকদের এই নয়া রেকর্ড গড়ার জন্য শুভেচ্ছা জানিয়েছেন ।

এর আগে 2019-20 সালে প্রথমবার বিশ্ব রেকর্ড করেছিল চিত্তরঞ্জন রেল কারখানা । সেবার 402টি ইঞ্জিন বানিয়ে লিমকা বুক অফ রেকর্ডে নাম তুলেছিল সিএলডব্লুউ । 2021-22 অর্থবর্ষে করোনাকাল থাকায় উৎপাদনে সামান্য ঘাটতি আসে । 2022-23 অর্থবর্ষে 436টি রেল ইঞ্জিন প্রস্তুত করেছিল সিএলডব্লু । কিন্তু দেশে ইঞ্জিনের বিরাট চাহিদা থাকায় 2023-2024 সালে রেলবোর্ড টার্গেট দেয় 540টি ইঞ্জিন । অর্থাৎ, 2022-23 এর উৎপাদনের 100টি বেশি ইঞ্জিন ।

চিত্তরঞ্জন রেল ইঞ্জিন কারখানার 2023-24 আর্থিক বর্ষের কাজের খতিয়ান

তবে এই বিরাট পাহাড় প্রমাণ টার্গেট শুনেও পিছিয়ে যায়নি কারখানার দক্ষ শ্রমিকরা । কারণ ততদিনে একদিনে 12টি ইঞ্জিন তৈরি করার রেকর্ড করে ফেলেছে । 2022-23 সালের মার্চ মাসে একদিনে 12টি রেল ইঞ্জিন বানিয়েছিল সিএলডব্লুউ ।

2023-24 এর আর্থিকবর্ষেও ঝড়ের গতিতে কাজ হয় । শেষ পর্যন্ত গত 31 মার্চ পর্যন্ত লক্ষ্যমাত্রাকে ছাপিয়ে 580টি লোকো ইঞ্জিন তৈরি করেছে চিত্তরঞ্জন রেল কারখানা । এটিই সর্বকালীন সেরা রেকর্ড তাদের ৷ 580টি রেল ইঞ্জিনের মধ্যে 520টি ডব্লুউএজি নাইন এইচসি লোকো ইঞ্জিন, 36টি ডব্লুউএজি নাইন এইচএইচ, 10 সেট (20টি ইঞ্জিন) ডব্লুউএজি নাইন টুইন, 2 সেট (4টি ইঞ্জিন) ডব্লুউএপি ফাইভ পুস-পুল লোকো অমৃত ভারত ট্রেনের জন্য বানানো হয়েছে ।

একদিকে ফ্রেট করিডর দিয়ে চলার জন্য মালবাহী রেকের জন্য উন্নত প্রযুক্তির ও উচ্চ শক্তির লোকো, অন্যদিকে অমৃত ভারত, বন্দে ভারতের জন্য পুস-পুল টুইন ইঞ্জিন বানিয়েছে সিএলডব্লুউ । আগামীতে আরও বিরাট টার্গেট আসবে কারখানার কাছে । অন্তত 600 রেল ইঞ্জিনের টার্গেট আসবেই বলে মনে করা হচ্ছে ।

আরও পড়ুন :

  1. একদিনে 12টি রেল ইঞ্জিন তৈরি করে রেকর্ড চিত্তরঞ্জন কারখানার
  2. চিত্তরঞ্জন রেলইঞ্জিন কারখানা শ্যামাপ্রসাদের নামে হোক, অগ্নিমিত্রার প্রস্তাবে বিতর্ক

ABOUT THE AUTHOR

...view details