পশ্চিমবঙ্গ

west bengal

জুনিয়র ডাক্তারদের চিঠির জবাবে সন্ধে 6.30টায় বৈঠক ডাকলেন মুখ্যসচিব - CS Sends Letter to Junior Doctors

By ETV Bharat Bangla Team

Published : Sep 18, 2024, 3:27 PM IST

Updated : Sep 18, 2024, 3:37 PM IST

CS Sends Letter to Junior Doctors: জুনিয়র ডাক্তাররা তাঁদের অমীমাংসিত দাবিগুলি নিয়ে আলোচনার জন্য আজ বৈঠক করতে চেয়ে ইমেল পাঠিয়েছিলেন মুখ্যসচিবকে ৷ সেই আবেদনের জবাবে আজ সন্ধে 6.30টায় নবান্নে বৈঠক ডাকলেন মুখ্যসচিব ৷ তিনি ইমেলে জুনিয়র ডাক্তারদের জানিয়েছেন, 30 জন প্রতিনিধি বৈঠকে উপস্থিত থাকতে পারবেন ৷

ETV BHARAT
সন্ধে 6.30টায় বৈঠক ডাকলেন মুখ্যসচিব (নিজস্ব চিত্র)

কলকাতা, 18 সেপ্টেম্বর:সকালেই আলোচনায় বসতে চেয়ে ইমেল পাঠিয়েছিলেন জুনিয়র ডাক্তাররা । আর এবার সেই ইমেলের জবাব পাঠিয়ে তাঁদের নবান্নে বৈঠকের জন্য আহ্বান জানালেন মুখ্যসচিব মনোজ পন্থ । মুখ্যসচিব যে ইমেলটি জুনিয়র ডাক্তারদের উদ্দেশে পাঠিয়েছেন, তাতে তিনি আজ সন্ধে সাড়ে ছটায় বৈঠকের জন্য আমন্ত্রণ জানিয়েছেন ।

এদিনের বৈঠকে জুনিয়র ডাক্তারদের 30 জন প্রতিনিধি উপস্থিত থাকতে পারেন বলে জানিয়েছেন মুখ্যসচিব । একইসঙ্গে, দক্ষিণবঙ্গ জুড়ে বন্যা পরিস্থিতি তৈরি হওয়ায় জুনিয়র ডাক্তারদের আরও একবার কাজে যোগদানের আহ্বান জানিয়েছেন তিনি ।

প্রসঙ্গত গত কয়েকদিন দফায় দফায় ইমেল পালটা ইমেল চলেছে । দীর্ঘ টানাপোড়েনের পর গত সোমবার রাতে জুনিয়র ডাক্তারদের সঙ্গে বৈঠক করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । গত দিন জুনিয়র ডাক্তারদের দাবির বড় অংশই মেনে নিয়েছে প্রশাসন । যদিও এরপরও জুনিয়র ডাক্তারদের তরফ থেকে বলা হচ্ছিল তাঁরা খুশি নন । কারণ তাঁদের দাবিসমূহের চার এবং পাঁচ নম্বর ক্ষেত্রে যে বিষয়গুলি রয়েছে, তা নিয়ে বিস্তারিত আলোচনার অবকাশ রয়েছে বলে জানান তাঁরা । বর্তমান স্বাস্থ্যসচিব নারায়ণ স্বরূপ নিগমের অপসারণ-সহ একাধিক বিষয়ে আলোচনা চান জুনিয়র ডাক্তাররা ।

মুখ্যসচিবের পাঠানো ইমেল (নিজস্ব চিত্র)

সরাসরি মুখ্যসচিবকে আলোচনার জন্য চিঠি দিলেও, টাস্ক ফোর্স গঠন বা স্বাস্থ্যসচিবের অপসারণের বিষয়টি নিয়ে সিদ্ধান্ত এককভাবে কতটা মুখ্যসচিবের পক্ষে নেওয়া সম্ভব হবে, তা নিয়ে প্রশ্ন থেকে যাচ্ছে ৷ এই দিন বৈঠক হলেও শেষ পর্যন্ত সেই বৈঠক থেকে সমাধানসূত্র উঠে আসবে কি না এবং কর্মবিরতি তুলে নেওয়া হবে কি না, তার উত্তর সময় দেবে ৷

প্রসঙ্গত, বন্যা পরিস্থিতি তৈরি হওয়ার কারণে এই মুহূর্তে জেলা সফরে রয়েছেন মুখ্যমন্ত্রী । দক্ষিণবঙ্গের বন্যা দুর্গতদের উদ্ধার ও ত্রাণকার্য সরেজমিনে পর্যালোচনা করে দেখছেন তিনি ৷ এই পরিস্থিতিতে মুখ্যসচিবের সঙ্গে বৈঠক কতটা কার্যকরী হয় সেটাই দেখার ৷

Last Updated : Sep 18, 2024, 3:37 PM IST

ABOUT THE AUTHOR

...view details