কলকাতা, 11 সেপ্টেম্বর:আজ সন্ধে 6টায় জুনিয়র ডাক্তারদের আলোচনার জন্য ডাকা হল নবান্নে ৷ রাজ্যের মুখ্যসচিব মনোজ পন্থ বুধবার জুনিয়র ডাক্তারদের ইমেল মারফত বৈঠকের জন্য আমন্ত্রণ পাঠিয়েছেন ৷ আর মুখ্যসচিবের থেকে এই চিঠি পাওয়ার পরই ফের আলোচনায় বসল ওয়েস্ট বেঙ্গল জুনিয়র্স ডক্টর ফ্রন্ট । মুখ্যসচিবের চিঠির পরিপ্রেক্ষিতে পরবর্তীতে কী পদক্ষেপ নেবেন জুনিয়র ডাক্তাররা, সেই নিয়েই চলছে বৈঠক । কারণ তাঁদের আবেদন ছিল 25 থেকে 30 জন অংশ নেবেন নবান্নের ওই বৈঠকে । তবে মুখ্যসচিবের থেকে আসা চিঠিতে বলা হয়েছে, 12 থেকে 15 জন কেবল বৈঠকে অংশ নিতে পারবেন ।
মঙ্গলবার আন্দোলনকারী জুনিয়র ডাক্তারদের সঙ্গে দেখা করতে চেয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ সন্ধ্যা সাড়ে সাতটা পর্যন্ত অপেক্ষা করলেও নবান্নে মমতার সঙ্গে দেখা করতে আসেননি জুনিয়র ডাক্তারেরা । তার বদলে আজ ভোর সাড়ে তিনটে মুখ্যমন্ত্রীকে পালটা ইমেল করেন তাঁরা । এরপরেই এ দিন রাজ্যের মুখ্যসচিব মনোজ পন্থ আরও একবার জুনিয়র ডাক্তারদের ইমেল করলেন । এই চিঠিতে বুধবার সন্ধ্যে 6টায় তাঁদের আলোচনার জন্য ডাকা হল নবান্নে ।
যদিও আন্দোলনকারী জুনিয়র ডাক্তাররা আগেই বলেছিলেন, "মুখ্যমন্ত্রীর থেকে আমরা কোনও ইমেল পাইনি । তবে রাত 3টে 50 নাগাদ আমরা একটি ইমেল করেছি মুখ্যমন্ত্রীকে । সেখানে আমরা আমাদের পাঁচ দফা দাবির উল্লেখ করেছি । আমরা জানতাম না আমাদের জন্য মুখ্যমন্ত্রী নবান্ন অপেক্ষা করছেন । স্বাস্থ্য সচিবের মারফত যে ইমেল আমাদের কাছে এসেছিল তাতে এই কথা উল্লেখ করা ছিল না । তবে আমরা ইমেলের মাধ্যমে জানিয়েছি, আলোচনায় বসতে আমরা রাজি । কিন্তু আমাদের সঙ্গে যে আলোচনা হবে তার সরাসরি সম্প্রচার করতে হবে । দ্বিতীয়ত 25 থেকে 30 জন সদস্য আমাদের এই বৈঠকের অংশ নেবে । আমাদের এই দুটো কথা মেনে নিলে আমরা অবশ্যই মুখ্যমন্ত্রীর সঙ্গে আলোচনায় বসব ।"