পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

কর্মবিরতি-জট কাটাতে বৈঠকে ডাক মুখ্যসচিবের, আলোচনা শুরু জুনিয়র ডাক্তারদের - RG Kar Doctor Rape and Murder

RG Kar Junior Doctors Protest: রাজ্যের মুখ্যসচিব মনোজ পন্থ ফের জুনিয়র ডাক্তারদের ইমেল করলেন । এই ইমেলে আজ সন্ধে 6টায় তাঁদের আলোচনার জন্য ডাকা হয়েছে নবান্নে । 12 থেকে 15 জনের প্রতিনিধি দল নিয়ে আসতে পারে বলে ইমেলে জানিয়ে দেওয়া হয়েছে । এরপরেই আলোচনায় বসলেন জুনিয়র ডাক্তারেরা ৷

Junior Doctors protest
জুনিয়র ডাক্তারদের সঙ্গে আলোচনার জন্য চিঠি নবান্নের (নিজস্ব ছবি)

By ETV Bharat Bangla Team

Published : Sep 11, 2024, 3:56 PM IST

Updated : Sep 11, 2024, 5:09 PM IST

কলকাতা, 11 সেপ্টেম্বর:আজ সন্ধে 6টায় জুনিয়র ডাক্তারদের আলোচনার জন্য ডাকা হল নবান্নে ৷ রাজ্যের মুখ্যসচিব মনোজ পন্থ বুধবার জুনিয়র ডাক্তারদের ইমেল মারফত বৈঠকের জন্য আমন্ত্রণ পাঠিয়েছেন ৷ আর মুখ্যসচিবের থেকে এই চিঠি পাওয়ার পরই ফের আলোচনায় বসল ওয়েস্ট বেঙ্গল জুনিয়র্স ডক্টর ফ্রন্ট । মুখ্যসচিবের চিঠির পরিপ্রেক্ষিতে পরবর্তীতে কী পদক্ষেপ নেবেন জুনিয়র ডাক্তাররা, সেই নিয়েই চলছে বৈঠক । কারণ তাঁদের আবেদন ছিল 25 থেকে 30 জন অংশ নেবেন নবান্নের ওই বৈঠকে । তবে মুখ্যসচিবের থেকে আসা চিঠিতে বলা হয়েছে, 12 থেকে 15 জন কেবল বৈঠকে অংশ নিতে পারবেন ।

জুনিয়র ডাক্তারদের পাঠানো মুখ্যসচিবের চিঠি (নিজস্ব ছবি)

মঙ্গলবার আন্দোলনকারী জুনিয়র ডাক্তারদের সঙ্গে দেখা করতে চেয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ সন্ধ্যা সাড়ে সাতটা পর্যন্ত অপেক্ষা করলেও নবান্নে মমতার সঙ্গে দেখা করতে আসেননি জুনিয়র ডাক্তারেরা । তার বদলে আজ ভোর সাড়ে তিনটে মুখ্যমন্ত্রীকে পালটা ইমেল করেন তাঁরা । এরপরেই এ দিন রাজ্যের মুখ্যসচিব মনোজ পন্থ আরও একবার জুনিয়র ডাক্তারদের ইমেল করলেন । এই চিঠিতে বুধবার সন্ধ্যে 6টায় তাঁদের আলোচনার জন্য ডাকা হল নবান্নে ।

যদিও আন্দোলনকারী জুনিয়র ডাক্তাররা আগেই বলেছিলেন, "মুখ্যমন্ত্রীর থেকে আমরা কোনও ইমেল পাইনি । তবে রাত 3টে 50 নাগাদ আমরা একটি ইমেল করেছি মুখ্যমন্ত্রীকে । সেখানে আমরা আমাদের পাঁচ দফা দাবির উল্লেখ করেছি । আমরা জানতাম না আমাদের জন্য মুখ্যমন্ত্রী নবান্ন অপেক্ষা করছেন । স্বাস্থ্য সচিবের মারফত যে ইমেল আমাদের কাছে এসেছিল তাতে এই কথা উল্লেখ করা ছিল না । তবে আমরা ইমেলের মাধ্যমে জানিয়েছি, আলোচনায় বসতে আমরা রাজি । কিন্তু আমাদের সঙ্গে যে আলোচনা হবে তার সরাসরি সম্প্রচার করতে হবে । দ্বিতীয়ত 25 থেকে 30 জন সদস্য আমাদের এই বৈঠকের অংশ নেবে । আমাদের এই দুটো কথা মেনে নিলে আমরা অবশ্যই মুখ্যমন্ত্রীর সঙ্গে আলোচনায় বসব ।"

জুনিয়র ডাক্তারদের আন্দোলনের স্লোগান (নিজস্ব ছবি)

তবে জুনিয়র ডাক্তারদের তরফ থেকে 30 জনের প্রতিনিধি দল নবান্নে আসতে চেয়েছিলেন । আজ মনোজ পন্থ যে ইমেল পাঠিয়েছেন তাতে 12 থেকে 15 জনের প্রতিনিধি দল নিয়ে তাঁরা আসতে পারেন বলে জানিয়ে দেওয়া হয়েছে । একইসঙ্গে এ দিন মুখ্যসচিব আন্দোলনরত জুনিয়র ডাক্তারদের সুপ্রিম কোর্টের রায়ের কথা মনে করিয়ে দিয়ে আরও একবার কাজে যোগদানের জন্য আবেদন জানিয়েছেন ।

মঙ্গলবার আলোচনা ভেস্তে যাওয়ার পর জুনিয়র ডাক্তারদের মূল বক্তব্য ছিল, তাঁদের আন্দোলন বা অবস্থান যে স্বাস্থ্য সচিবের পদত্যাগ চেয়ে তিনি ইমেল করে আলোচনায় ডাকছেন ৷ বিষয়টি যথেষ্টই অপমানজনক ৷ আর সেই জন্য তাঁদের পক্ষে আলোচনার টেবিলে যোগদান করা সম্ভব ছিল না । তাই বুধবার আরও একবার আলোচনার রাস্তা খোলা রেখে সরাসরি বৈঠকে যোগ দেওয়ার জন্য আমন্ত্রণ জানালেন রাজ্যের মুখ্যসচিব ।

এই অবস্থায় দেখার জুনিয়র ডাক্তারদের তরফ থেকে রাজ্য সরকারের এই ডাকে সাড়া দেওয়া হয় কি না । একইসঙ্গে এ দিনও এই বৈঠকে মুখ্যমন্ত্রী যে উপস্থিত থাকবেন সেকথাও স্পষ্টভাবে বলা হয়নি চিঠিতে । তবে মনে করা হচ্ছে, যদি শেষ পর্যন্ত জুনিয়র ডাক্তাররা নবান্নে আসেন সেক্ষেত্রে বৈঠকে উপস্থিত থাকতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায় ।

Last Updated : Sep 11, 2024, 5:09 PM IST

ABOUT THE AUTHOR

...view details