পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

কেন্দ্রীয় বাহিনী এবার সন্দেশখালিতে, গ্রামবাসীদের মনোবল বাড়াতে চলছে রুটমার্চ - Central forces route march

Route march in Sandeshkhali: গ্রামবাসীর মনোবল বাড়াতে সন্দেশখালিতে উপদ্রুত এলাকাগুলিতে রুটমার্চ করছে কেন্দ্রীয় বাহিনী ৷ ভোটের মুখে সন্দেশখালির দিকে বিশেষ নজর আছে কমিশনের ৷

ETV BHARAT
ETV BHARAT

By ETV Bharat Bangla Team

Published : Mar 4, 2024, 3:41 PM IST

Updated : Mar 4, 2024, 4:12 PM IST

কেন্দ্রীয় বাহিনী এবার সন্দেশখালিতে

সন্দেশখালি, 4 মার্চ:এ বার সন্ত্রস্ত সন্দেশখালিতে পা দিল কেন্দ্রীয় বাহিনী । সোমবার সকাল থেকেই তারা রুটমার্চ শুরু করে দেয় সন্দেশখালির উপদ্রুত এলাকায় । আপাতত গ্রামে গ্রামে এলাকা পরিদর্শন করে গ্রামবাসীদের আস্থা ফেরানোর চেষ্টা করছেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা ।

সূত্রের খবর, নদিপথ পেরিয়ে এ দিনই কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা প্রথমে পৌঁছয় রামপুর বাজারে । এরপর তাঁরা বেড়মজুর পঞ্চায়েতের রামপুর এবং জেলিয়াখালি পঞ্চায়েতের বিভিন্ন এলাকায় রুটমার্চ শুরু করেন । নির্বাচনের আগে সন্ত্রস্ত সন্দেশখালির গ্রামবাসীদের মনোবল বাড়াতে ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি সুনিশ্চিত করতেই সেখানে কেন্দ্রীয় বাহিনীর রুটমার্চ চলছে বলে জানা গিয়েছে ।

কয়েকদিন আগেই এই বেড়মজুর এবং জেলিয়াখালি পঞ্চায়েত এলাকায় গ্রামবাসীদের বিক্ষোভে পরিস্থিতি রীতিমতো উত্তপ্ত হয়ে উঠেছিল । তার জেরে শাহজাহান ঘনিষ্ঠ একের পর এক শাসকনেতাকে ক্ষোভের মুখে পড়তে হয়েছিল সেই সময় । হামলা, ভাঙচুর,মারধর কিছুই বাদ যায়নি । এমনকি ক্ষুদ্ধ গ্রামবাসীদের হাত থেকে বাঁচতে শাহজাহানের 'দোসর' সিরাজউদ্দিন ঘনিষ্ঠ তৃণমূল নেতা অজিত মাইতিকে আশ্রয় নিতে হয়েছিল অন‍্যের বাড়িতে ।

শুধু তাই নয় ! গ্রামবাসীদের ক্ষোভের আগুনে শাহজাহানের 'ডান' হাত হিসেবে পরিচিত শিবু হাজরার একাধিক পোল্ট্রি ফার্ম এবং বাগান বাড়িও পুড়ে খাক হয়ে যায় । সেই ক্ষোভ শুধুমাত্র বেড়মজুর, জেলিয়াখালি গ্রাম পঞ্চায়েত এলাকাতেই সীমাবদ্ধ ছিল না । শাহজাহান বাহিনীর অত‍্যাচার ও দীর্ঘদিনের শোষণের বিরুদ্ধে পুঞ্জীভূত সেই ক্ষোভ আছড়ে পড়েছিল আশপাশের এলাকাতেও । যা গোটা দেশকে নাড়িয়ে দিয়েছে । এই অশান্তির প্রেক্ষিতে দিল্লি থেকে একের পর এক স্বশাসিত সংস্থা, বিশেষ করে একাধিক জাতীয় কমিশন ছুটে এসেছে সন্দেশখালিতে । রাজ‍্য সরকারের উদ্দেশে কড়া বার্তাও দিতে দেখা যায় তাঁদের ।

সন্দেশখালির লাগাতার অশান্তির প্রেক্ষিতে বিশেষ নজর দিয়েছিল জাতীয় নির্বাচন কমিশনও । সেই আবহেই এ বার সন্ত্রস্ত সন্দেশখালিতে পৌঁছে গেল কেন্দ্রীয় বাহিনী । এ দিকে, সাধারণ মানুষের আস্থা অর্জনে সন্দেশখালির পাশাপাশি এ দিন উত্তর 24 পরগনার বারাসত, অশোকনগর, ভাটপাড়া-সহ সন্নিহিত একাধিক জায়গাতেও রুটমার্চ চলে কেন্দ্রীয় বাহিনীর তরফে ।

প্রসঙ্গত, লোকসভা নির্বাচনের দিনক্ষণ এখনও পর্যন্ত ঘোষণা হয়নি ৷ কিন্তু,তার আগেই এ রাজ্যে পা পড়েছে কেন্দ্রীয় বাহিনীর । ভোটের আগে প্রায় 109 কোম্পানি কেন্দ্রীয় বাহিনীর পা দেওয়ার কথা রয়েছে পশ্চিমবঙ্গে । যা শনিবার থেকেই ধাপে ধাপে বাংলাতে আসতে শুরু করেছে । রাজ‍্যে পা দিয়ে দার্জিলিং, জলপাইগুড়ি, শিলিগুড়িতে ইতিমধ্যে রুটমার্চ করে ফেলেছে কেন্দ্রীয় বাহিনী । রবিবারও কলকাতার একাধিক জায়গায় রুটমার্চ করেছে তারা । এ বার রুটমার্চ শুরু হল সন্ত্রস্ত সন্দেশখালিতেও ।

আরও পড়ুন:

  1. সন্দেশখালিতে পৌঁছল ফ্যাক্ট ফাইন্ডিং টিম, নতুন করে ফের জারি 144 ধারা
  2. শাহজাহান কাণ্ডের জের ! বসিরহাট থানার আইসির পদ বদলি নিয়ে সরগরম রাজনীতি
  3. গান্ধিজির তিন বাঁদর হল ইন্ডিয়া জোট, সন্দেশখালি নিয়ে কংগ্রেস-সিপিএমকে কটাক্ষ মোদির
Last Updated : Mar 4, 2024, 4:12 PM IST

ABOUT THE AUTHOR

...view details