পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

হাসপাতাল থেকে নিজাম প্যালেসে 'কালীঘাটের কাকু', জেরার জন্য প্রস্তুত সিবিআই - PRIMARY TEACHERS RECRUITMENT SCAM

সিবিআই সূত্রের খবর, বুধবার জোকা ইএসআই হাসপাতাল থেকে নিজাম প্যালেসে এনে সুজয়কৃষ্ণ ভদ্রকে জেরা করবেন সিবিআই আধিকারিকরা ৷

Sujoy Krishna Bhadra
সুজয়কৃষ্ণ ভদ্র ওরফে কালীঘাটের কাকু (ইটিভি ভারত)

By ETV Bharat Bangla Team

Published : 6 hours ago

কলকাতা, 18 ডিসেম্বর: নিয়োগ দুর্নীতি মামলার অন্যতম অভিযুক্ত সুজয়কৃষ্ণ ভদ্র ওরফে 'কালীঘাটের কাকু'কে আজ ভোর রাতে জোকা ইএসআই হাসপাতাল থেকে নিয়ে আসা হয়েছে নিজাম প্যালেসে। সিবিআই সূত্রের খবর, আজ 'কাকু'কে জেরার পর্ব শুরু করবেন সিবিআইএ তদন্তকারী আধিকারিকরা। তবে যেহেতু সুজয়কৃষ্ণর শারিরীক অবস্থার অবনতি হয়েছে, তাই চিকিৎসকদের যাবতীয় পরামর্শ মেনেই তাকে জিজ্ঞাসাবাদ করবেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা।

সূত্রের খবর, রাতে নিয়মমাফিক ওষুধ এবং চিকিৎসকের পরামর্শে নির্দিষ্ট ডায়েট মেনে খাবার খেয়ে, গায়ে কালো রঙের সাল চাপিয়ে হুইল চেয়ারে বসে নিজাম প্যালেসে ঢোকেন সুজয়কৃষ্ণ ভদ্র। আজ সকালে ফের তার স্বাস্থ্য পরীক্ষা করা হয় নিজাম প্যালেসের ভেতরেই।

আজ সুজয়কৃষ্ণকে জিজ্ঞাসাবাদ করবে সিবিআই এর চার সদস্যের একটি বিশেষ দল ৷ তারা 'কালীঘাটের কাকু'কে জেরা করার জন্য নিজাম প্যালেসে পৌঁছে গিয়েছেন। তৈরি হচ্ছে আইনী কাগজপত্র। নিজাম প্যালেস সূত্রের খবর, আজ দশটার পর থেকে সুজয়কৃষ্ণ ভদ্রকে জিজ্ঞাসাবাদ শুরু করার কথা তদন্তকারীদের। তবে 21 ডিসেম্বর পর্যন্ত সিবিআই হেফাজতেই থাকছেন তিনি। ফলে হাতে তেমন সময় না থাকার ফলেই এবার তড়িঘড়ি কালীঘাটের কাকুকে জিজ্ঞাসাবাদ করতে ময়দানে নেমে পড়েছে সিবিআই। মূলত, প্রাথমিকে নিয়োগ দুর্নীতি মামলায় যে সকল প্রশ্নগুলি উত্তর এখনও পাওয়া যায়নি, সুজয়কৃষ্ণকে প্রশ্ন করে সেগুলির নাগাল পেতে চাইছেন তদন্তকারীরা।

সিবিআই আধিকারিকরা মূলত জানতে চাইছেন যে, প্রাথমিকে নিয়োগ দুর্নীতির মামলার যে কোটি কোটি টাকার আর্থিক অনিয়ম হয়েছিল, এখান থেকে কোন কোন প্রভাবশালীদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ওই টাকা পৌঁছেছিল? এই দুর্নীতি মামলায় গোটা বাংলায় মোট কতজন এজেন্ট কাজ করতো? তাদেরকে কারা নিয়োগ করেছিল? কোথা কোথা থেকে তারা টাকা তুলতো? তদন্তকারীরা প্রাথমিকভাবে জানতে পেরেছেন, গোটা বাংলায় এই সকল এজেন্টরা একাধিক অযোগ্য চাকরিপ্রার্থীদের কাছ থেকে কোটি কোটি টাকা তুলে সেই টাকা পৌঁছে দিত 'কালীঘাটের কাকু'র কাছে। তবে তদন্তকারীরা এখনও পর্যন্ত নিশ্চিত নন যে এই সব টাকা একত্রিত করার পর সুজয়কৃষ্ণ সেই টাকা কোন কোন প্রভাবশালীদের পাঠাতেন।

শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলার একাধিক অজানা প্রশ্নের উত্তর খুঁজে পাওয়ার জন্যই গতকাল প্রেসিডেন্সি সংশোধনাগার থেকেই গ্রেফতার (শোন অ্যারেস্ট) করা হয় কালীঘাটের কাকুকে। পরে প্রেসিডেন্সি সংশোধনাগার থেকে ভার্চুয়ালি তাকে আদালতে পেশ করে সিবিআই। সেখানে তার 21 ডিসেম্বর পর্যন্ত সিবিআই হেফাজতের নির্দেশ আসার পর সকাল পর্যন্ত অপেক্ষা না করে গতকাল রাতেই প্রেসিডেন্সি সংশোধনাগারে পৌঁছে যায় সিবিআইয়ের তদন্তকারী আধিকারিকরা। পরে প্রেসিডেন্সি সংশোধনাগার থেকে প্রায় সাড়ে বারোটা নাগাদ সুজয়কৃষ্ণকে বের করে এনে তার স্বাস্থ্য পরীক্ষার জন্য নিয়ে যাওয়া হয় জোকা ইএসআই হাসপাতালে। সেখানে তার পরীক্ষা করার পর আজ ভোর সাড়ে তিনটা নাগাদ অবশেষে কালীঘাটের কাকুকে জোকা ইএসআই হাসপাতাল থেকে নিয়ে আসা হয় নিজাম প্যালেসে।

আরও পড়ুন
নিয়োগ দুর্নীতি মামলায় কালীঘাটের কাকুকে শোন অ্যারেস্ট দেখাল সিবিআই
মিলল না স্বস্তি, 'কালীঘাটের কাকু'কে নিম্ন আদালতে পেশে স্থগিতাদেশ দিল না হাইকোর্ট

ABOUT THE AUTHOR

...view details