কলকাতা, 25 অগস্ট: আরজি কর হাসপাতালে আর্থিক দুর্নীতির তদন্তে নেমে হাসপাতালের সুপারের দফতর থেকে একাধিক নথিপত্র বাজেয়াপ্ত করল সিবিআই । পাশাপাশি গত তিন মাসে, কোন চিকিৎসক কোথায় ও কখন ডিউটি করেছেন, তার রস্টারও ইতিমধ্যেই সংগ্রহ করেছেন সিবিআইয়ের গোয়েন্দারা । এছাড়াও আরজি কর হাসপাতালের একাধিক অন্যান্য আধিকারিকের সঙ্গেও আজ কথা বলেন সিবিআইয়ের আর্থিক দুর্নীতি দমন শাখার আধিকারিকরা ।
আজ সকালে একসঙ্গে শহর ও শহরতলির মোট 15টি জায়গায় একযোগে তল্লাশি অভিযান চালান সিবিআইয়ের দুর্নীতি দমন শাখার গোয়েন্দারা । এর মধ্যে উল্লেখযোগ্য হল বেলেঘাটায় সন্দীপ ঘোষের বাড়ি । তবে আজ বেলেঘাটায় তাঁর বাড়িতে ঢোকার আগে সিবিআই আধিকারিকদের প্রায় এক ঘণ্টা বাড়ির বাইরে দাঁড় করিয়ে রাখার অভিযোগ উঠেছে সন্দীপের বিরুদ্ধে । সিবিআই অধিকারিকরা একাধিকবার সন্দীপ ঘোষের বাড়ির কলিংবেল বাজালেও বাড়ির ভেতর থেকে দীর্ঘক্ষণ কেউ সাড়া দেননি বলে জানা গিয়েছে ৷ প্রায় এক ঘণ্টা পর নীচে নেমে এসে দরজা খোলেন সন্দীপ ঘোষ ৷ এরপর তিনি সিবিআই গোয়েন্দাদের সঙ্গে কথা বলার পর দরজা খুলে দিলে ভেতরে ঢোকেন সিবিআইয়ের গোয়েন্দারা ৷