কলকাতা, 5 সেপ্টেম্বর: আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে আর্থিক দুর্নীতির মামলায় গ্রেফতার হয়েছেন সেখানকার প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ ৷ এবার তাঁর বেলেঘাটার বাড়িতে তল্লাশি চালিয়ে বিস্ফোরক সব নথি হাতে পেল সিবিআই ৷ যে তথ্যে এই দুর্নীতির নেপথ্যের কারিগর পর্যন্ত পৌঁছানো যাবে বলেই ধারণা সিবিআইয়ের তদন্তকারী আধিকারিকদের ৷
কী এমন নথি পাওয়া গেল, যা এই আর্থিক দুর্নীতির তদন্তের মোড় ঘুরিয়ে দিতে পারে ৷ সিবিআইয়ের তদন্তকারী আধিকারিকরা এই নিয়ে মুখে কুলুপ এঁটেছেন ৷ তবে সিবিআইয়ের একটি সূত্র থেকে জানা গিয়েছে, গত কয়েক বছরে সন্দীপ ঘোষের বিরুদ্ধে একাধিক অভিযোগ হয়েছে ৷ অনেকেই তাঁর বিরুদ্ধে অভিযোগ জানিয়েছেন পুলিশ থেকে প্রশাসনের বিভিন্নস্তরে ৷ সেই সব অভিযোগের নথিপত্র সব সন্দীপ ঘোষের বাড়ি থেকেই উদ্ধার করেছে সিবিআই ৷
কেন্দ্রীয় এই তদন্তকারী সংস্থার সূত্রে আরও জানা গিয়েছে যে এই নথি উদ্ধার করে বিস্মিত তদন্তকারীরা ৷ কারণ, যাঁর নামে অভিযোগ, সব অভিযোগের নথি কীভাবে তাঁর কাছে এল ? তাহলে কি প্রশাসনের শীর্ষস্তরের কোনও প্রভাবশালীর মাধ্যমেই এই নথি হাতে পেয়েছিলেন সন্দীপ ? আপাতত এই প্রশ্নের উত্তর খুঁজছেন তদন্তকারীরা ৷