পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

সন্দীপের বাড়ি থেকে বিস্ফোরক তথ্য ও নথিপত্র উদ্ধার সিবিআইয়ের - RG Kar Corruption - RG KAR CORRUPTION

RG Kar Corruption: আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের বাড়ি থেকে উদ্ধার বিস্ফোরক তথ্য ও নথিপত্র ৷ গত 25 অগস্ট তাঁর বেলেঘাটার বাড়িতে তল্লাশি চালায় সিবিআই ৷ সেদিনই এই তথ্য উদ্ধার হয়েছিল বলে সিবিআই সূত্রে জানা গিয়েছে ৷

RG Kar Corruption
সন্দীপের বাড়ি থেকে উদ্ধার বিস্ফোরক তথ্য ও নথিপত্র (ফাইল ছবি)

By ETV Bharat Bangla Team

Published : Sep 5, 2024, 8:55 PM IST

কলকাতা, 5 সেপ্টেম্বর: আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে আর্থিক দুর্নীতির মামলায় গ্রেফতার হয়েছেন সেখানকার প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ ৷ এবার তাঁর বেলেঘাটার বাড়িতে তল্লাশি চালিয়ে বিস্ফোরক সব নথি হাতে পেল সিবিআই ৷ যে তথ্যে এই দুর্নীতির নেপথ্যের কারিগর পর্যন্ত পৌঁছানো যাবে বলেই ধারণা সিবিআইয়ের তদন্তকারী আধিকারিকদের ৷

কী এমন নথি পাওয়া গেল, যা এই আর্থিক দুর্নীতির তদন্তের মোড় ঘুরিয়ে দিতে পারে ৷ সিবিআইয়ের তদন্তকারী আধিকারিকরা এই নিয়ে মুখে কুলুপ এঁটেছেন ৷ তবে সিবিআইয়ের একটি সূত্র থেকে জানা গিয়েছে, গত কয়েক বছরে সন্দীপ ঘোষের বিরুদ্ধে একাধিক অভিযোগ হয়েছে ৷ অনেকেই তাঁর বিরুদ্ধে অভিযোগ জানিয়েছেন পুলিশ থেকে প্রশাসনের বিভিন্নস্তরে ৷ সেই সব অভিযোগের নথিপত্র সব সন্দীপ ঘোষের বাড়ি থেকেই উদ্ধার করেছে সিবিআই ৷

কেন্দ্রীয় এই তদন্তকারী সংস্থার সূত্রে আরও জানা গিয়েছে যে এই নথি উদ্ধার করে বিস্মিত তদন্তকারীরা ৷ কারণ, যাঁর নামে অভিযোগ, সব অভিযোগের নথি কীভাবে তাঁর কাছে এল ? তাহলে কি প্রশাসনের শীর্ষস্তরের কোনও প্রভাবশালীর মাধ্যমেই এই নথি হাতে পেয়েছিলেন সন্দীপ ? আপাতত এই প্রশ্নের উত্তর খুঁজছেন তদন্তকারীরা ৷

সিবিআইয়ের গোয়েন্দারা জানতে পারেন যে 2023-24 সালে হাউজস্টাফ নিয়োগের জন্য কমিটি তৈরি হয় আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ৷ অথচ এই কমিটির অনুমোদন ছাড়াই প্রায় 84 জন হাউসস্টাফ নিয়োগ করা হয় ৷ সন্দীপ ঘোষের অঙ্গুলিহেলনেই এই নিয়োগ হয় ৷ সেই সংক্রান্ত নথিপত্রও উদ্ধার করা হয়েছে সন্দীপ ঘোষের বাড়ি থেকে । এই সব তথ্য ইতিমধ্যেই আদালতে পেশ করেছে সিবিআই ।

উল্লেখ্য, কলকাতা হাইকোর্টের নির্দেশে আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে আর্থিক দুর্নীতির তদন্তে নেমেছে সিবিআই ৷ গত 25 অগস্টে সকালে সিবিআই আধিকারিকরা তাঁর বেলেঘাটার বাড়িতে তল্লাশি যান ৷ বাড়ির নিচে প্রায় এক ঘণ্টা সিবিআই আধিকারিকদের অপেক্ষা করান সন্দীপ । পরে সাফাই দেওয়া হয় যে তিনি নাকি সেই বাথরুমে গিয়েছিলেন । তাই সিবিআইকে দরজা খুলে দিতে সময় লাগে তাঁর ।

অনেকে প্রশ্ন তুলেছিলেন, তাহলে কি কোনও কিছু লুকাতে সিবিআইকে বাড়ির বাইরে অপেক্ষা করিয়েছিলেন সন্দীপ ৷ যদিও সেই চেষ্টা যে সফল হয়নি, তা ক্রমশ বোঝা যাচ্ছে ৷ কারণ, সিবিআইয়ের দাবি, সেই দিনই সন্দীপের বেলেঘাটার বাড়ি থেকে উদ্ধার হয় এই সব গুরুত্বপূর্ণ তথ্য ও নথিপত্র ।

ABOUT THE AUTHOR

...view details