পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

সন্দেশখালিতে ফের সিবিআই, শাহজাহান ঘনিষ্ঠের বাড়িতে হানা তদন্তকারীদের - Sandeshkhali Arms recovery - SANDESHKHALI ARMS RECOVERY

Sandeshkhali CBI Raid: ফের শেখ শাহজাহান ঘনিষ্ঠের খোঁজে সন্দেশখালিতে পৌঁছে গেল সিবিআই। দোকান বন্ধ থাকায় কেন্দ্রীয় তদন্তকারী আধিকারিকরা হানা দিল তার বাড়িতেও। পরিবারের সদস্যদেরও জিজ্ঞাসাবাদ করেছে সিবিাই।

Sandeshkhali CBI Raid
সন্দেশখালিতে ফের সিবিআই, শাহজাহান ঘনিষ্ঠের বাড়িতে হানা তদন্তকারীদের

By ETV Bharat Bangla Team

Published : Apr 27, 2024, 7:02 PM IST

সন্দেশখালি, 27 এপ্রিল: ফের 'শাহজাহান' ঘনিষ্ঠের খোঁজে সন্দেশখালিতে হানা সিবিআইয়ের। এবারও ধৃত শেখ শাহজাহানের ঘনিষ্ঠের বাড়ি এবং দোকানে তদন্তে গিয়েছিলেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকেরা।

স্থানীয় সূত্রে খবর, শনিবার বেলার দিকে শাহজাহানের গড় সন্দেশখালির রাজবাড়ি এলাকায় হানা দেন বেশ কয়েকজন সিবিআই আধিকারিক। তাঁদের সঙ্গে ছিলেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরাও। জনৈক তুফান মৃধার দোকানে 'অভিযান' চলে প্রথমে। সেখানে তাঁকে না পেয়ে পরে তাঁর বাড়িতে যান সিবিআই আধিকারিকরা। তুফান মৃধার পরিবারের সদস্যদের সঙ্গেও কথা বলেন তদন্তকারীরা। স্থানীয়রা জানাচ্ছেন, সিবিআই আধিকারিকরা প্রথমে শাহজাহান ঘনিষ্ঠ তুফানের দোকানে গিয়েছিলেন। কিন্তু দোকান বন্ধ থাকায় সেখান থেকে সরাসরি তাঁর বাড়িতে চলে যান সিবিআই আধিকারিকেরা। তুফানের পরিবারের তরফে জানানো হয়েছে, সকালে কাজের সূত্রে বাইরে গিয়েছেন তিনি। তবে এলাকার মানুষজন জানাচ্ছে, গত তিন-চার দিন ওই দোকান বন্ধ রয়েছে ৷ তুফানকেও এলাকায় দেখা যাচ্ছে না।

শুক্রবার থেকে আবারও 'মিশন সন্দেশখালি' শুরু করেছে সিবিআই। গত 5 জানুয়ারি রেশন দুর্নীতি মামলায় শেখ শাহজাহানের বাড়িতে হানা দিতে গিয়ে ইডির আক্রান্ত হওয়ার মামলার প্রেক্ষিতে এই অভিযান বলে জানা গিয়েছে। শুক্রবার শাহজাহান ঘনিষ্ঠের বাড়ি ঘিরে চলে তল্লাশি। সিবিআইয়ের কাছে খবর ছিল, অস্ত্র লুকানো রয়েছে শাহজাহানের পাড়াতে। সেই খবর পেয়ে সাসপেন্ড হওয়া এক তৃণমূল নেতার আত্মীয় আবু তালেব মোল্লার বাড়িতে অভিযান চালায় সিবিআই। সেখানে বাড়ির মেঝে খুঁড়ে উদ্ধার হয় বেশ কিছু অস্ত্র। এরপর সিবিআই ডেকে পাঠায় এনএসজিকে।

এরই মধ্যে শনিবার শাহজাহান-ঘনিষ্ঠ এক জনকে কলকাতায় ডেকে জিজ্ঞাসাবাদ করছে সিবিআই। সেই সঙ্গে শাহজাহানের গড় সন্দেশখালিতেও জারি রয়েছে সিবিআইয়ের অভিযান। তবে, সেখান থেকে নতুন কোনও তথ্য সিবিআইয়ের হাতে উঠে এসেছে কি না, তা এখনও স্পষ্ট হয়নি।

আরও পড়ুন

সন্দেশখালিতে অস্ত্র মজুত ছিল নাকি বাইরে থেকে নিয়ে লোকদেখানো উদ্ধার, প্রশ্ন তুললেন মমতা

আমেরিকার আগ্নেয়াস্ত্র ব্যবহারের শখ ছিল শাহজাহানের ! অনুমান সিবিআইয়ের

ABOUT THE AUTHOR

...view details