পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

আজই হেফাজতে ‘কালীঘাটের কাকু’ ? প্রেসিডেন্সি সংশোধনাগারে সিবিআই - RECRUITMENT SCAM

বেশ কয়েকদিন ধরে সিবিআই ‘কালীঘাটের কাকু’কে নিজেদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করতে মরিয়া চেষ্টা চালাচ্ছিল । আর তাই মঙ্গল-রাতে প্রেসিডেন্সি সংশোধনাগারে পৌঁছলেন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার কর্তারা।

Sujay Krishna Bhadra aka Kalighater Kaku
আজই হেফাজতে ‘কালীঘাটের কাকু’ ? (ইটিভি ভারত)

By ETV Bharat Bangla Team

Published : 7 hours ago

কলকাতা, 17 ডিসেম্বর: ‘কালীঘাটের কাকু’ ওরফে সুজয়কৃষ্ণ ভদ্রকে মঙ্গলবারই নিজেদের হেফাজতে নিতে চায় সিবিআই । নিজাম প্যালেসে দীর্ঘক্ষণ ধরে বৈঠক করার পর মেডিক্যাল বোর্ড গঠন করা হয়েছে বলে জানা গিয়েছে । শেষ খবর পাওয়া পর্যন্ত, সিবিআইয়ের একটি বিশেষ ইউনিট ইতিমধ্যেই পৌঁছে গিয়েছে প্রেসিডেন্সি সংশোধনাগারে । সেখানে গিয়ে আধিকারিকদের সঙ্গে কথা বলছেন সিবিআই আধিকারিকরা । কিছুক্ষণের মধ্যেই কালীঘাটের কাকু ওরফে সুজয়কৃষ্ণ ভদ্রকে প্রেসিডেন্সি সংশোধনাগার থেকে বার করে নিজেদের হেফাজতে নিতে পারে সিবিআই ।

সিবিআই সূত্রের খবর, সংশোধনাগার থেকে কালীঘাটের কাকু’কে বার করে রাখা হবে জোকা ইএসআই হাসপাতালে । সেখানে তাঁর স্বাস্থ্য পরীক্ষার পর সারারাত হাসপাতালেই রাখা হবে তাকে ।

সম্প্রতি সুজয়কৃষ্ণ ভদ্র অসুস্থ বোধ করলে তাঁকে প্রেসিডেন্সি সংশোধনাগার হাসপাতালে ভর্তি করা হয় ।এর মধ্যেই তাকে আজ 'শোন অ্যারেস্ট' দেখায় সিবিআই। রাজ্যে প্রাথমিক নিয়োগ দুর্নীতি কাণ্ডে কালীঘাটের কাকুর সঙ্গে রাজ্যের একাধিক প্রভাবশালী ব্যক্তিত্বের যোগাযোগের তত্ত্ব খাড়া করার পরেই তাঁকে গ্রেফতার করে সিবিআই । এর আগে সুজয়কৃষ্ণ ভদ্রকে প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় ইডি গ্রেফতার করেছিল ।

এরপর এই নিয়োগ দুর্নীতি মামলায় একাধিক অজানা তথ্যের খোঁজ পাওয়ার জন্য কালীঘাটের কাকু’কে জিজ্ঞাসাবাদ করতে আদালতের দ্বারস্থ হয়েছিল সিবিআই । সেই সময়ে আদালতের তরফ থেকে সাফ জানিয়ে দেওয়া হয়, সিবিআই যদি ইচ্ছা করে সেক্ষেত্রে কালীঘাটের কাকুকে তারা গ্রেফতারও করতে পারে । ঠিক সেইমতোই তাকে 'শোন অ্যারেস্ট' দেখায় সিবিআই । মূলত রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গে তাঁর একাধিক যোগাযোগ খুঁজে পেয়েছেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার গোয়েন্দারা। 'কালীঘাটের কাকু' একজন ছাপোষা ব্যবসায়ী থেকে কোটি কোটি টাকার মালিক কীভাবে হলেন, তা জানতে চাইছেন তদন্তকারীরা ।

আরও পড়ুন

ABOUT THE AUTHOR

...view details