সন্দেশখালি, 24 মার্চ: সন্দেশখালিকাণ্ডে ফের অলআউট অ্যাকশনে সিবিআই । রবিবার সেখানে পৌঁছে যান সিবিআইয়ের তদন্তকারী দল । মূলত সন্দেশখালিতে ইডি আধিকারিকদের উপর হামলার ঘটনার পুনর্নির্মাণ করতেই শেখ শাহজাহানের 'গড়ে' যান তাঁরা । ঘটনায় ধৃত দুই অভিযুক্ত সুকোমল সরদার এবং মেহবুর মোল্লাকে সঙ্গে নিয়ে এ দিন সরবেড়িয়ায় বিভিন্ন দোকান ও বাড়িতে তল্লাশি ও জিজ্ঞাসাবাদ চালান কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা । ইডি'র উপর হামলার ঘটনায় এই দুই অভিযুক্তের যোগ আদৌও আছে কি না, তা খতিয়ে দেখছে সিবিআই ।
জানা গিয়েছে, এদিন প্রথমেই সরবেড়িয়ায় রাস্তার ধারে একটি মুদির দোকানে পৌঁছে যায় সিবিআইয়ের দলটি । সেই মুদির দোকানদারকে চিহ্নিত চিহ্নিত করেন ধৃত সুকোমল এবং মেহবুর । এরপর ওই দোকানদারকে আটক করা হয় সেখান থেকে । আটক হওয়া ব্যক্তির নাম সইফুদ্দিন মোল্লা । ইতিমধ্যে তাঁকে নিয়ে কলকাতার উদ্দেশ্যে রওনা দিয়েছেন সিবিআই আধিকারিকরা । তাঁকে নিজাম প্যালেসে নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে বলে খবর সিবিআই সূত্রে ।
সিবিআইয়ের একটি অংশের দাবি, শাহজাহান ঘনিষ্ঠ তৃণমূলের পঞ্চায়েত প্রধান জিয়াউদ্দিন মোল্লার নির্দেশেই সম্ভবত সইফুদ্দিন ওই দুই ব্যক্তির নাম নিয়েছিলেন পুলিশি জেরার মুখে পড়ে। ইডি আধিকারিকদের উপর হামলার ঘটনায় আটক ব্যক্তির কোনও যোগ রয়েছে কি না, তাও খতিয়ে দেখা হচ্ছে । নিজাম প্যালেসে নিয়ে যাওয়ার পর তাঁকে এ বিষয়ে জেরার সম্ভবনাও রয়েছে তদন্তকারী দলের তরফে । 5 জানুয়ারি সন্দেশখালিতে ঠিক কী ঘটনা ঘটেছিল । কোন দিকে থেকে অভিযুক্তরা এসে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকদের উপর হামলা চালিয়েছিল । তা রবিবার ঘটনাস্থলে গিয়ে জানার চেষ্টা করেন সিবিআই আধিকারিকরা । হামলার সময় ঘটনাস্থলে কারা উপস্থিত ছিলেন,সেই প্রত্যক্ষদর্শীদের সঙ্গেও এদিন কথা বলেন তাঁরা ৷