কলকাতা, 9 ডিসেম্বর: আরজি কর ধর্ষণ ও খুন-কাণ্ডে সিবিআইয়ের হাতে এল বড় তথ্য । সিবিআইয়ের দাবি, তাদের হাতে আরজি কর-কাণ্ডের অতিরিক্ত 900 মিনিটের ফুটেজ আছে । কেন্দ্রীয় তদন্তকারীদের দাবি, সংশ্লিষ্ট ভিডিয়ো ফুটেজকে সিবিআই আদালতে ইলেকট্রনিক্স এভিডেন্স হিসাবে ব্যবহার করবে ৷
সোমবার অভিজিৎ মণ্ডল ও সন্দীপ ঘোষকে আদালতে পেশ করে সিবিআই । সেখানেই তারা এই অতিরিক্ত 900 মিনিটের ভিডিয়ো ফুটেজের কথা তুলে ধরে । এছাড়াও সন্দীপ ও অভিজিতের বিচারবিভাগীয় হেফাজতের আরজি করা হয় । তার পর আদালত টালা থানার প্রাক্তন ওসি অভিজিৎ মণ্ডল এবং আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে আগামী 13 ডিসেম্বর পর্যন্ত বিচারবিভাগীয় হেফাজতে পাঠানোর নির্দেশ দেয় ।
কিন্তু সিবিআই-এর হাতে আচমকাই আসা এই 900 মিনিটের ভিডিয়ো ফুটেজে কী রয়েছে, সেই বিষয়ে সিবিআইয়ের তরফ থেকে এখনও স্পষ্টভাবে কিছু জানানো হয়নি । তবে যেমনটা মনে করা হচ্ছে যে আরজি কর হাসপাতালে ধর্ষণ ও খুনের ঘটনায় তথ্যপ্রমাণ লোপাট হয়েছে, তার বেশ কিছু তথ্য প্রমাণ সংশ্লিষ্ট ভিডিয়ো থেকে পাওয়া গেলেও যেতে পারে । আর এই ভিডিয়ো পরবর্তী সময়ে আদালতে জমা দিয়ে আরজি কর-কাণ্ডে আরও বড়সড় কোনও তথ্য সামনে আনতে পারে সিবিআই ।