পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

জনবহুল জাকারিয়া স্ট্রিটে দিনের আলোয় ট্য়াক্সি চুরি! রুখতে গিয়ে মৃত্যু সাফাই কর্মীর - Taxi Crushed Car Cleaning Worker - TAXI CRUSHED CAR CLEANING WORKER

Zakaria Street Taxi Stealing Incident: ট্য়াক্সি ধোয়ার সময় কেউ তা চালিয়ে পালানোর চেষ্টা করছিল ৷ সেই চুরি আটকাতে যায় সাফাই কর্মী যুবক ৷ তখনই ট্য়াক্সির তলায় এসে মৃত্যু হয় তরতাজা যুবকের ৷ জনবহুল জাকারিয়া স্ট্রিটে মঙ্গলবার এমন ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় ৷

Crushed to Death
জাকারিয়া স্ট্রিটে গাড়ি পিষে দিল সাফাই কর্মীকে (নিজস্ব ছবি)

By ETV Bharat Bangla Team

Published : Jul 30, 2024, 7:36 PM IST

Updated : Jul 30, 2024, 7:55 PM IST

কলকাতা, 30 জুলাই: ট্যাক্সি চুরির চেষ্টা আটকানোর সময় তা পিষে দিল সাফাই কর্মীকে ৷ মঙ্গলবার সকালে ঘটনাটি ঘটেছে জোড়াসাঁকো থানা এলাকার জাকারিয়া স্ট্রিটে ৷ ঘটনায় মৃত্যু হয়েছে ওই সাফাই কর্মীর ৷ তাঁর নাম ফিরোজ আলম (24) ৷ অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ । ধৃতের নাম জাভেদ আহম্মেদ ৷ বাজেয়াপ্ত করা হয়েছে ওই গাড়িটিকেও ।

জানা গিয়েছে, মৃত যুবকের পরিবারের তরফে থানায় একটি খুনের মামলা রুজু করা হয়েছে । তদন্তে নেমে জোড়াসাঁকো থানার পুলিশ এলাকার বাসিন্দাদের সঙ্গে কথা বলে পারিপার্শ্বিক তথ্য-প্রমাণ জোগাড় করার চেষ্টা করছেন । জাকারিয়া স্ট্রিটের যেখানে ঘটনাটি ঘটেছে সেখানকার কিছু সিসিটিভি ফুটেজও সংগ্রহ করেছে পুলিশ । ট্যাক্সিটি চুরি করার সময় তার গতি কত ছিল, তা জানার জন্য আগামিকাল বুধবার বিশেষজ্ঞরা গাড়িটিকে পরীক্ষা করবেন ৷

পুলিশ সূত্রে খবর, ফিরোজ আলম প্রতিদিন জাকারিয়া স্ট্রিটে দাঁড়িয়ে থাকা ট্য়াক্সি ও গাড়ি ধোয়া মোছার কাজ করেন ৷ এ দিনও রোজকারের মতো নিজের কাজ করছিলেন তিনি ৷ ট্যাক্সিতে চাবি রেখে পাশে জল আনতে গিয়েছিলেন ৷ সেসময় হঠাৎ ওই ট্য়াক্সিটি নিয়ে পালানোর চেষ্টা করেন জাভেদ আহম্মেদ ৷ ফিরোজ তা দেখতে পেয়ে চুরি আটকাতে চলন্ত গাড়ির সামনে চলে আসেন ৷ তখনই অভিযুক্ত ফিরোজকে পিষে দিয়ে ট্য়াক্সি নিয়ে পালিয়ে যান বলে অভিযোগ ৷

তবে চুরি করা ট্য়াক্সি নিয়ে বেশিদূর যাওয়া সম্ভব হয়নি অভিযুক্তের ৷ জাকারিয়া স্ট্রিট জনবহুল এলাকা ৷ তাই সেখানকার বাসিন্দারা ধাওয়া করে হাতেনাতে ধরে ফেলে ট্য়াক্সি-সহ জাভেদকে ৷ পাশাপাশি খবর পেয়ে ঘটনাস্থলে আসে জোড়াসাঁকো থানার পুলিশ ৷ জাভেদকে ট্য়াক্সি থেকে নামিয়ে তার উপর চড়াও হয় স্থানীয়রা এবং পরে তাকে পুলিশের হাতে তুলে দেওয়া হয় ৷

এদিকে বেশ কিছুক্ষণ ধরে রক্তাক্ত অবস্থায় রাস্তায় পড়েছিল সাফাই কর্মী ফিরোজ আলম ৷ তাঁকে এলাকার বাসিন্দারা এবং পুলিশকর্মীরা মিলে উদ্ধার করে কলকাতা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যায় ৷ সেখানে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন । হাসপাতালের তরফ থেকে পুলিশ জানতে পেরেছে, ফিরোজের শরীরে বিভিন্ন জায়গায় গভীর আঘাতের চিহ্ন রয়েছে । দীর্ঘক্ষণ ধরে রক্তক্ষরণের জন্যই তাঁর মৃত্যু হয়েছে বলে প্রাথমিক অনুমান । তবে দেহটি ময়নাতদন্তে পাঠানো হয়েছে । ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্ট আসার পরেই মৃত্যুর সঠিক কারণ জানা যাবে ।

Last Updated : Jul 30, 2024, 7:55 PM IST

ABOUT THE AUTHOR

...view details