পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

3 কোটি টাকার সরকারি বই চুরি ! ক'টা উদ্ধার হয়েছে ? রাজ্যের রিপোর্ট চাইল হাইকোর্ট - CALCUTTA HIGH COURT

ইসলামপুরে গোডাউন থেকে প্রাথমিকের 3 কোটি টাকার সরকারি বই চুরির অভিযোগের যে তদন্ত চলছিল, সেই মামলায় রাজ্যের রিপোর্ট তলব করল কলকাতা হাইকোর্ট ৷

ETV BHARAT
প্রাথমিকের 3 কোটি টাকার সরকারি বই চুরি ! (নিজস্ব চিত্র)

By ETV Bharat Bangla Team

Published : Jan 2, 2025, 1:35 PM IST

কলকাতা, 2 জানুয়ারি:উত্তর দিনাজপুরের ইসলামপুর গোডাউন থেকে প্রায় তিন কোটি টাকার সরকারি বই চুরির অভিযোগ । জেলা প্রাথমিক স্কুল শিক্ষা সংসদের রিপোর্ট তলব করল কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম ও বিচারপতি হিরন্ময় ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চ । 2022 সালের ঘটনায় জেলা প্রাথমিক শিক্ষা সংসদ কী কী পদক্ষেপ করেছে, কতগুলি বই উদ্ধার হয়েছে, তা জানতে চেয়েছে আদালত ।

হাইকোর্ট সূত্রে জানা যাচ্ছে, 2022 সালের নভেম্বর মাসে ইসলামপুর সার্কেলের এসআই (স্কুল ইনস্পেক্টর) অফিস থেকে প্রায় 2 লক্ষ বই চুরি হয়ে যায় । এই ঘটনায় 2022 সালের 2 ডিসেম্বর এফআইআর দায়ের হয় ইসলামপুর থানায় । সেই অভিযোগের ভিত্তিতে পুলিশ গোডাউনের দায়িত্বে থাকা গণেশ মণ্ডল নামে এক ব্যক্তিকে এবং আর একজনকে গ্রেফতার করে । পরে তাঁরা জামিন পেয়ে যান ।

এর বিরুদ্ধে এলাকার লোকজন হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন । তাঁদের বক্তব্য, প্রাইমারির প্রথম শ্রেণি থেকে চতুর্থ শ্রেণি পর্যন্ত বাংলা, ইংরেজি-সহ অন্যান্য সমস্ত বই ছিল এবং ওই বই আদেও গোডাউনে আনাই হয়নি । বাইরেই বিক্রি করে দেওয়া হয়েছিল । এর পেছনে রয়েছে বড় চক্র । তাই নিরপেক্ষ তদন্তকারী সংস্থা দিয়ে এই ঘটনার তদন্ত করা হোক ।

মামলাকারীদের তরফে আইনজীবী দেবাশিস বন্দ্যোপাধ্যায় বলেন, "প্রায় 2 লক্ষ প্রাইমারি স্কুলের বই । স্কুল ইনস্পেক্টরের থেকে চুরি হয়ে যায় । প্রায় 3 কোটি টাকার বই । মাত্র 30 হাজার বই পরে উদ্ধার করেছে পুলিশ । ঘটনার প্রায় দু'বছর হয়ে গিয়েছে । কিন্তু প্রকৃত দোষী কে বা এর পেছনে কারা রয়েছে, তা এখনও উদ্ধার করতে পারেনি পুলিশ । এর তদন্ত প্রয়োজন ।"

অন্যদিকে, রাজ্যের আইনজীবীর বক্তব্য, অভিযুক্ত দু'জনের বিরুদ্ধে চার্জশিট দেওয়া হয়েছে । গত বছরের 30 নভেম্বর চার্জশিট দেওয়া হয় । কিন্তু মামলাকারীর বক্তব্য, "এটা শুধু দু'জনের কাজ নয় । এর পেছনে বড় চক্র রয়েছে ।"

প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ আজ তার নির্দেশে জানিয়েছে, যেহেতু ইতিমধ্যে চার্জশিট পেশ হয়েছে, তাই আপাতত উত্তর দিনাজপুর জেলা প্রাইমারি শিক্ষা সংসদ আগে কী পদক্ষেপ করেছিল, সেটা আদালতে রিপোর্ট দিয়ে জানাতে হবে । তিন সপ্তাহের মধ্যে রিপোর্ট দিতে নির্দেশ দেওয়া হয়েছে ।

ABOUT THE AUTHOR

...view details