কলকাতা, 11 জুলাই: ঢোলাহাটে যুবকের মৃত্যু মামলায় পুলিশের রিপোর্ট তলব করল কলকাতা হাইকোর্ট ৷ একই সঙ্গে পুলিশকে ময়নাতদন্তের ভিডিয়ো রেকর্ড সংরক্ষণ করারও নির্দেশ দিয়েছে হাইকোর্ট।
কাকদ্বীপ সাব ডিভিশানাল হাসপাতালের সিসিটিভি ফুটেজ যদি থাকে, তাও সংরক্ষণ করতে হবে হাসপাতাল কর্তৃপক্ষকে। পাশাপাশি স্বস্তিক সেবা সদন নামে যে হাসপাতালে যুবকের মৃত্যু হয়েছে, সেখানকার 8 জুলাইয়ের সকাল আটটা থেকে সারাদিনের সিসিটিভি ফুটেজ সংরক্ষণ করতে হবে। পরবর্তী শুনানির দিন ময়নাতদন্তের রিপোর্ট জমা দিতে হবে পুলিশকেও। এই মর্মে বৃহস্পতিবার একগুচ্ছ নির্দেশ দিয়েছে হাইকোর্ট ৷ শুক্রবার দুপুর দুটোয় ফের শুনানি হবে বলেও জানান বিচারপতি।
গত সোমবার কলকাতার নার্সিংহোমে মৃত্যু হয় ঢোলাহাট থানার ঘাট বকুলতলা এলাকার বাসিন্দা আবু সিদ্দীক হালদারের। কয়েক দিন আগে একটি চুরির ঘটনায় আবুকে গ্রেফতার করে পুলিশ। অভিযোগ, পুলিশি হেফাজতে আবুকে মারধর, অত্যাচার করা হয়। পরে জামিন পেলেও সেই অত্য়াচারের জেরেই মৃত্যু হয় তাঁর। পুলিশ সূত্রে জানা যায়, গত 30 জুন ঢোলাহাট এলাকায় আবুর কাকার বাড়িতে চুরি হয়। সেই ঘটনায় থানায় তিন জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়। মৃত যুবক জামিনে মুক্ত হলেও বাকি দু’জন নাবালক থাকায় তাদের বারুইপুর জুভেনাইল বোর্ডে পাঠানো হয়। 4 জুলাই তিন জনকে আদালতে তোলার আগে কাকদ্বীপ মহকুমা হাসপাতালে শারীরিক পরীক্ষা করানো হয়। সেখানে চিকিৎসক ‘ফিট সার্টিফিকেট’ দেন বলে পুলিশের দাবি।