পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

দুর্গাপুজোয় একাধিক মণ্ডপে হামলার অভিযোগে ডিজি-র রিপোর্ট চাইল হাইকোর্ট

প্রধান বিচারপতির বেঞ্চে রিপোর্ট জমা দিতে নির্দেশ আদালতের ৷ পুলিশ সুপার এবং কমিশনারদের থেকে রিপোর্ট নেবেন রাজ্য পুলিশের ডিজি ৷

DURGA PANDALS ATTACK CASE
ডিজি-র রিপোর্ট চাইল কলকাতা হাইকোর্ট ৷ (ইটিভি ভারত)

By ETV Bharat Bangla Team

Published : Oct 29, 2024, 6:14 PM IST

কলকাতা, 29 অক্টোবর: দুর্গাপুজোর সময় রাজ্যের বিভিন্ন জায়গায় মণ্ডপে হামলা ও মূর্তি ভাঙার অভিযোগ উঠেছিল ৷ সেই ঘটনাগুলির স্বচ্ছ তদন্তের দাবিতে দায়ের হওয়া মামলায় এবার রাজ্য পুলিশের ডিজির কাছে রিপোর্ট চেয়ে পাঠাল কলকাতা হাইকোর্ট ৷

আজ বিচারপতি হিরন্ময় ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চ এই নির্দেশ দিয়েছে ৷ সেখানে উল্লেখ করা হয়েছে, রাজ্যের বিভিন্ন জেলায় পুজোর সময় যে গোলমাল হয়েছে, তার প্রেক্ষিতে কতগুলি অভিযোগ দায়ের হয়েছে, অভিযোগের ভিত্তিতে পুলিশ প্রশাসন কী কী পদক্ষেপ করেছে, সেই সব রিপোর্ট জেলার পুলিশ সুপার বা কমিশনারেটের সিপিরা রাজ্য পুলিশের ডিজি-কে পাঠাবেন ৷ সেই সব তথ্যগুলি খতিয়ে দেখে ডিজি রাজীব কুমারকে একটি রিপোর্ট কলকাতা হাইকোর্টে পেশ করতে হবে ৷ আগামী 14 নভেম্বর প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে সেই রিপোর্ট রাজ্যকে জমা দিতে নির্দেশ দিয়েছেন বিচারপতি হিরন্ময় ভট্টাচার্য ৷

উল্লেখ্য, গত 11 অক্টোবর গার্ডেনরিচ-সহ রাজ্যের বেশ কয়েকটি জায়গায় পুজো মণ্ডপে হামলার ঘটনা ঘটে ৷ সেগুলির স্বচ্ছ ও নিরপেক্ষ তদন্তের দাবিতে মামলা দায়ের হয় কলকাতা হাইকোর্টে ৷ সেখানে নিরপেক্ষ কোনও সংস্থাকে তদন্তের দায়িত্ব দেওয়ার আবেদন জানানো হয় ৷ সেই মামলাটি দায়ের করেছিলেন বিশ্বহিন্দু পরিষদের নদিয়া শাখার সম্পাদক ঋতু সিং ৷

এদিনের শুনানিতে মামলাকারীর আইনজীবী সওয়ালে বলেন, "পুজোর সময় রাজ্যের বিভিন্ন জেলায় অপ্রীতিকর ঘটনা ঘটেছে ৷ গার্ডেনরিচ পুজো মণ্ডপে দুষ্কৃতীরা আক্রমণ করে ৷ কোচবিহারের শীতলকুচি, হাওড়ার শ্যামপুর এবং নদিয়া জেলায় মূর্তি ভাঙার ঘটনা ঘটেছে ৷"

এর প্রেক্ষিতে বিচারপতি হিরন্ময় ভট্টাচার্য মামলাকারীর আইনজীবীকে প্রশ্ন করেন, "আপনারা কী চান ? তদন্তের হস্তান্তর ? কিন্তু, কেন ?" যার জবাবে আইনজীবী জানান, "রাজ্য পুলিশ ব্যর্থ হয়েছে ৷ ওই ঘটনাগুলির তদন্ত রাজ্য পুলিশ করতে পারবে না ৷" এরপর বিচারপতি জানতে চান, "কোন গ্রাউন্ডে ট্রান্সফার চাইছেন ?" মামলাকারী আইনজীবীর বক্তব্য, "এই ঘটনা কলকাতা-সহ একাধিক জায়গায় ঘটেছে ৷ নিরপেক্ষ তদন্ত হবে না, যদি রাজ্য পুলিশ তদন্ত করে ৷" এই অভিযোগের প্রেক্ষিতে বিচারপতি ভট্টাচার্য, অ্যাডভোকেট জেনারেলকে প্রশ্ন করেন, "এই ঘটনাগুলির ক্ষেত্রে রাজ্য কী কী ব্যবস্থা নিয়েছে ?"

তার জবাবে রাজ্য সরকারের তরফে এজি বলেন, "বিভিন্ন জায়গার ঘটনা মামলায় উল্লেখ করা হয়েছে ৷ অনেকগুলি জেলা আছে ৷ এইভাবে সেগুলি নিয়ে বলা সম্ভব নয় ৷ এমনকি, মামলাকারী এই ঘটনাগুলি নিয়ে কোথাও অভিযোগ করেননি ৷ উনি নদিয়া জেলার একটি সংগঠন (বিশ্বহিন্দু পরিষদ)-এর সম্পাদক ৷ এমনকি এই ঘটনাগুলিতে উনি ক্ষতিগ্রস্ত হননি ৷ ফলে এক্ষেত্রে কী কী ব্যবস্থা নেওয়া হয়েছে, তার রিপোর্ট পেশ করতে কিছুটা সময় প্রয়োজন ৷"

অ্যাডভোকেট জেনারেলের আবেদন মেনে নিয়ে আগামী 14 নভেম্বরের মধ্যে ডিজি-র রিপোর্ট চেয়ে পাঠিয়েছেন বিচারপতি হিরন্ময় ভট্টাচার্য ৷ তবে, সেই রিপোর্ট কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানমের বেঞ্চে পেশ করতে নির্দেশ দিয়েছেন তিনি ৷

ABOUT THE AUTHOR

...view details