কলকাতা, 27 নভেম্বর: পথ কুকুরদের আর যত্রতত্র খাওয়ানো নয়। নির্দিষ্ট জায়গা চিহ্নিত করতে পুরসভাকে প্রস্তাব দিয়েছিল কলকাতা হাইকোর্ট। বিচারপতি তীর্থঙ্কর ঘোষের সেই নির্দেশ মতোই বুধবার রাজ্যের তরফে গাইডলাইন প্রকাশ করা হয়েছে বলে আদালতে জানিয়েছেন রাজ্যের আইনজীবী।
রাজ্যের দেওয়া বিজ্ঞপ্তি অনুয়ায়ী, পথ কুকুরদের এবার থেকে যত্রতত্র আর খাবার দেওয়া বা খাওয়ানো যাবে না। পুর এলাকায় পুরসভা নির্দিষ্ট জায়গাতেই খাবার দিতে যাবে। মিষ্টি, স্ন্যাকস, চকলেট জাতীয় খাবারও দেওয়া যাবে না। একই সঙ্গে, সকাল 7টার আগে এবং সন্ধ্যা সাতটা থেকে ন'টার মধ্যে খাবার দেওয়া যাবে। পেঁয়াজ, রসুন দেওয়া খাবার বা অ্যালকোহল দেওয়া যাবে না বলেও নির্দেশিকাতে জানানো হয়েছে বলে আদালতে জানিয়েছেন রাজ্যের আইনজীবী।
পথ কুকুরদের আর যত্রতত্র খাওয়ানো চলবে না (ইটিভি ভারত) উল্লেখ্য, চলতি বছর জয়নগরে পথ কুকুরদের খাওয়াতে গিয়ে আক্রান্ত হন অর্ণব চক্রবর্তী। তিনি তাঁর বাড়ির সামনেই কুকুরদের খাওয়াতে গিয়ে প্রতিবেশীদের দ্বারা আক্রান্ত হন ৷ তাঁকে মারধর করা হয়। মাথায় গুরুতর চোট পান তিনি ৷ অর্ণব চক্রবর্তীর আইনজীবী ইন্দ্রজিৎ রায়চৌধুরী বলেন, "আদালত রাজ্যের কাছে এবং মামলাকারী দুই পক্ষের কাছেই জানতে চেয়েছেন, দেশের অন্যান্য রাজ্যে পথকুকুরদের খাবার দেওয়ার বিষয়ে কী ধরনের নির্দেশিকা রয়েছে তা আদালতকে জানাতে ৷ 19 ডিসেম্বর পরে শুনানিতে সেগুলো খতিয়ে দেখার পর আদালত আলাদা কোনও গাইডলাইন প্রকাশ করে কি না, সেদিকে নজর থাকবে।"
প্রসঙ্গত, রাজ্যের তরফে আদালতে জানানো হয়েছে, সব পথকুকুরদের সুরক্ষায় এসওপি তৈরি করেছে রাজ্যের নগরোন্নয়ন দফতর। রাজ্যের সমস্ত পুরসভাকে দ্রুত পাঠানো হবে সংশ্লিষ্ট সেই এসওপি। পথকুকুরদের খাবার দেওয়ার ক্ষেত্রে পুরসভা কর্তৃপক্ষ সব এলাকায় নির্দিষ্ট খাবার জায়গা চিহ্নিত করবে। যারা পথকুকুর দের খাবার দেবে তাদের ক্ষেত্রেও নির্দিষ্ট সময় বেঁধে দেওয়া হয়েছে । নির্দিষ্ট জায়গার বাইরে খাবার না দেওয়ার পরামর্শও দেওয়া হয়েছে। যারা খাবার দেবে, তাঁদের কেউ বাধা দেওয়া বা হেনস্তা করতে পারবে না।